নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষণিকের বন্ধু

হান্নান মিয়া্‌

ছাত্র, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

হান্নান মিয়া্‌ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা কমার্স কলেজ এর পর এবার প্রকাশ্যে প্রপোজ করে ফেসবুকে হিরো হওয়ার চেষ্টা রাজউক স্কুলের এই রোমিও-জুলিয়েট এর।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:৫০

এটা কোন সংস্কৃতি। দেশে কি শুরু হয়েছে? ঢাকা কমার্স কলেজ এর পর এবার প্রকাশ্যে প্রপোজ করে ফেসবুকে হিরো হওয়ার চেষ্টা রাজউক স্কুলের এই রোমিও-জুলিয়েট এর। কমার্স কলেজ কর্তৃপক্ষের শাস্তির বিপক্ষে অনেকেই অনেক যু্ক্তি দিয়েছেন.......এবারো কি তারা ষষ্ঠ শ্রেণির এই প্রেমের প্রস্তাবের এই ভিডিওটির পক্ষে সাফাই গাইবেন??? কোমল মনের প্রেম আখ্যা দিযে ভিডিও টি দেখবেন আর মজা নিবেন????

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৬

বিজন রয় বলেছেন: হা হা হা হা ..........

২| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:০৮

জ্যামিতিক লাভ বলেছেন: ভিডিওটা দেখার পর থেকেই নির্বাক হয়ে বসে আছি।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:১৩

হান্নান মিয়া্‌ বলেছেন: আমিও ভাই

৩| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:১৪

রুপম হাছান বলেছেন: ঐ দুইটার পাছায় দুই লাথি মেরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিলেই ভালো হয়। এদের কারণেই সামাজিক পরিবেশ আজ অসামাজিকতায় ভরে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সুশিক্ষার মাধ্যমে ‍সুনাগরিক তৈরি করা তার পরিবর্তে আজকে আমরা যা দেখি বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান এখন হয়ে উঠেছে প্রেম নিবেদন সহ কুকর্মের আখড়া।

কিছুদিন আগে ঢাকা কর্মাস কলেজের কিছু বিপথগামী ছাত্রছাত্রীও এমনটাই করেছিলো। যা প্রতিটি পরিবারের সামাজিক রীতিনীতির বিপক্ষেই ছিলো বলে আমি মনে করি। আজকে আবার রাজউকের ছাত্রছাত্রীরা! আসলে কি এদের মা-বাবারাও কি ঐ সকল সন্তানদের সামনে এমনসব করেন নাকি? প্রশ্ন থাকলো? আমার তো মনে হয়, উপস্থিত প্রতিটি ব্যাক্তির পারিবারিক স্ট্যাটাস ভালো না। যেসব পরিবারে ন্যুনতম সামাজিকতার চর্চা নাই। এখানে উপস্থিত সকলেই তাদের মা-বাবার চরম অবাধ্য সন্তান বলেই আমার কাছে মনে হয়েছে।

তাই কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন থাকবে, উপস্থিত সকলের সাথে-তাদের মা-বাবাকে যেনো অপরাধী হিসেবে ঘোষনা করা হয়। প্রত্যেক বাবা-মার উচিত তাদের সন্তানের প্রতি সঠিক নজরদারী রাখা। (আমার কাছে খুব খারাপ লেগেছে। কারণ আমার পরিবারের সন্তানেরাও তাদের দেখাদেখি উৎসাহী হতে পারে। তাই তাদের ব্যান করে দেয়া হোক।)

৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:২০

হান্নান মিয়া্‌ বলেছেন: ভাই যে দেশে প্রেম নিবেদন শিক্ষামন্ত্রীর সমর্থন পায়, সুশীল রা প্রেম নিবেদনের পক্ষে কলাম লিখে সে দেশে আমরা এর থেকে আর ভালো কী আশা করতে পারি???

৪| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৪১

রুপম হাছান বলেছেন: ভাষা নাই বলার জন্য। খরচ করে ফেলেছি মনে হচ্ছে! ভাই লেখক আপনি যর্থাথই বলেছেন।

পরিবার এখন শুধু উৎপাদন করে ছেড়ে দিবে। আর উৎপাদিত পণ্য নিজেরাই নিজেদের সিদ্ধান্ত গ্রহন করবে। পণ্য কোথায় কিভাবে, কার কাছে বিকাবে? মনে হচ্ছে এমন পরিবেশ এই দেশে তৈরি হয়ে গেছে। অশান্তিতে আছি।

সুষ্ঠু পরিবেশ কামনায়।

৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

হান্নান মিয়া্‌ বলেছেন: ভাই, ভালো বলেছেন

৫| ০২ রা জুন, ২০১৬ রাত ১২:১৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: এই দুইটার বাপ মায়েরে ধইরা বাশের কঞ্চি বেত দিয়া ভালা কইরা বেতানের কাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.