নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে কিছু বলা ধৃষ্টতা হবে বলে মনে করি। পথ চলাতেই আমাদের পরিচয় হবে...
An Eastern Ballad ।। প্রাচ্য গাথা
অ্যালেন গিনসবার্গ
ভালোবাসার কথা বলতে আমার ইচ্ছে জাগে:
চাঁদটা বিশ্বাসী, যদিও সে অন্ধ;
সে কথা বলতে অক্ষম বলে ভাবে।
নিদারুণ আকুলতা তাকে করেছে নিরুত্ত্বাপ।
আমি কখনও ভাবিনি সমুদ্রটি এতো গভীর,
পৃথিবীটা বড়ই কৃষ্ণাভ: এতোটা দীর্ঘ আমার ঘুম,
আমি যেন অন্য এক শিশু হয়ে গিয়েছি।
আমি পৃথিবীটাকে বর্বর হতে দেখতে জেগেছি।
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
খুর্শিদ রাজীব বলেছেন: পড়বার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০
রায়হানুল এফ রাজ বলেছেন: অনুবাদ সুন্দর হয়েছে। শুভকামনা রইল।