নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দরের পক্ষে.........

খুর্শিদ রাজীব

নিজের সম্পর্কে কিছু বলা ধৃষ্টতা হবে বলে মনে করি। পথ চলাতেই আমাদের পরিচয় হবে...

খুর্শিদ রাজীব › বিস্তারিত পোস্টঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যা: চলেন, আঙুল চুষি!

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী পুলক স্যারের হত্যার দায় স্বীকার করেছে আইএস। তাহলে আইএস রেজাউল স্যারকে হত্যা করেছে? কিন্তু প্রশাসন ও সরকার যে জোর গলায় বলছে দেশে আইএস নেই!
তাহলে নিশ্চই মৌলবাদীদের কাজ! স্যার সংস্কৃতিমনা ছিলেন। সেতার বাজাতেন, গানের স্কুল করেছেন। মুক্তমনা, প্রগতিশীল! তাই হয়ত তাঁকে মৌলবাদীরা হত্যা করেছে! কিন্তু স্যার তো নামাজ পড়তেন, নাস্তিক নন! তাহলে?
তাহলে নিশ্চই মুসলমান নিধন চলছে!
ওহ আচ্ছা, আনসারুল্লাহ বাংলা টিম!!! তাহলে তো মিটে গেল! কি দরকার এত প্রতিবাদ, সমাবেশ, তদন্তের! আনসারুল্লাহ হত্যা করলে তো ধরা যায় না, বিচার হয় না!
.
চলেন, এক কাজ করি। আমরা সরকার আর প্রশাসনের গলাবাজি শুনি। করার কিচ্ছু নাই তো! চলেন আঙুল চুষি। দেশে নিরাপত্তা যেহেতু নাই, চলেন চাপাতির কোপ খাই। তারপর লীগ, দল, শিবির-জামাত, ব্লগার, নাস্তিক, আস্তিক, মৌলবাদী, সংখ্যালঘু, জঙ্গি কিংবা ট্যাগবিহীন আম আদমি যেই হইনা কেন, পত্রপত্রিকা, টিভি, ফেবু, ব্লগে হত্যার ধরণ ও বাহ্যিক কার্যালাপের ক্যাটাগরি অনুযায়ী একটা ট্যাগ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেই! ব্যস, ঝামেলা চুকে গেল।
.
"এই দেশে জন্ম নেয়া অন্যায়!
অবুঝ তুই বুঝিস না কেন হায়!!!"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

সজীব মোহন্ত বলেছেন: সব আল্লাহর ইচ্ছা!

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০০

খুর্শিদ রাজীব বলেছেন: তেনাদের ইচ্ছা......

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২০

রায়হানুল এফ রাজ বলেছেন: আমাদের জিডিপি বাড়ছে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে। শিক্ষার মান বাড়ছে। দুই একজন লোক মরলে তেমন কিছু হবে না। এই নিয়ে রাজনীতি করার কিছু নেই।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০৩

খুর্শিদ রাজীব বলেছেন: হ্যা, ঠিকই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.