![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।
একসময় তিনি ছিলেন খান গ্রুপ অব কোম্পানির একজন প্রভাবশালী ডিরেক্টর। কোটি কোটি টাকার মালিক, অগাধ সম্পদের অধিকারী। স্ত্রী ছিলেন মাইলস্টোন কলেজের বাংলা মাধ্যমের শিক্ষিকা। দুই কন্যাসন্তান নিয়ে সাজানো সংসার সবকিছু যেন স্বপ্নের মতো ছিল।
কিন্তু সাফল্যের নেশায় তিনি ভুলে গিয়েছিলেন নিজের বাবা, মা, ভাই-বোনদের। কারও প্রতি ছিল না কোনো দায়িত্ববোধ বা মমতা। কেবল স্ত্রী আর শ্বশুরবাড়িই ছিলেন তাঁর জীবনের কেন্দ্রবিন্দু।
সময়ের নির্মম পরিহাস একদিন হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন তিনি। ব্রেন স্ট্রোকের পর হয়ে গেলেন প্যারালাইসড। সব হারালেন বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালান্স, সবকিছু। সেই প্রিয়তমা স্ত্রী, যাঁর জন্য তিনি সব ত্যাগ করেছিলেন, তিনিই দেড় বছর আগে ডিভোর্স দিয়ে চলে গেলেন।
এখন তিনি পড়ে আছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। একসময় ভাবা হয়েছিল তিনি হয়তো হারিয়ে গেছেন, কিন্তু অনেক কষ্টে পরিবারকে খুঁজে পাওয়া গেল।
কিন্তু সেই খোঁজে পাওয়া আরও বেদনাদায়ক। পরিবারের লোকেরা জানিয়ে দিলেন তাঁরা কোনো দায়িত্ব নিতে পারবেন না। মেয়ে, যে এখনো মাইলস্টোন কলেজে পড়ে, কেঁদে অনুরোধ করল এসব বিষয়ে না ঘাটাঘাটি করতে। কারণ, এসব জানাজানি হলে নাকি তার ভবিষ্যৎ নষ্ট হবে।
ভাই-বোনেরা থাকেন ভারতে, তাঁদের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। ডাক্তাররা বলছেন, তিনি আর কখনো পুরোপুরি সুস্থ হবেন না। শরীরের এক পাশ পচে গেছে, কেবল যেটুকু সম্ভব চিকিৎসা চলছে। যদি বেঁচে থাকেন, শেষ ঠিকানা হবে ফরিদপুর বৃদ্ধাশ্রম।
জীবন কতটা অদ্ভুত, কতটা নির্মম এই মানুষটির গল্প যেন তারই এক নির্মম প্রমাণ।
যার জন্য জীবনভর আয়োজন, সেই আপনজনরাই একদিন মুখ ফিরিয়ে নেয়।
শেষে মানুষ হয়তো একাকী, নিঃস্ব আর নিঃসঙ্গ।
সত্যিই, কেউ কারো নয়।
ঘটনা সত্য এবং সংগৃহীত।
২| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৯
সৈয়দ কুতুব বলেছেন: খুবই হতাশাজনক ।
৩| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ রকম ঘটনা মিডিয়ায় অহরহ আসছে। তাও বেকুবদের শিক্ষা হবে না।
৪| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
শায়মা বলেছেন: কষ্টকর!!!
৫| ৩০ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৮
অপলক বলেছেন: খুব কষ্টের ব্যাপার। আল্লাহ আমাদের রক্ষা করুন।
৬| ৩০ শে জুলাই, ২০২৫ রাত ১১:০৬
কামাল১৮ বলেছেন: সমাজ মানুষকে মানবিক করতে ব্যর্থ হয়েছে।করেছে স্বার্থপর।
৭| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: আহারে--
খুবই খারাপ লাগছে।
৮| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৫২
আহমেদ রুহুল আমিন বলেছেন: কেউ কেউ বলেন- কর্মফল. ! কিন্তু স্রষ্টার লীলাখেলা মানুষ হিসাবে আমরা বুঝতে পারিনা । এই যেমন গাজায় যে মানবতার চুড়ান্ত বিপর্যয় ঘটছে, প্রতিদিন অসংখ্য নারী-শিশু ও সাধারণ মানুষ এমনকি ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণকারী মানুষ, ডাক্তার, সাংবাদিক প্রতিনিয়ত প্রাণ বিষর্জন দিচ্ছে নরপশুদের হাতে এটিও কি কারও পাপের কর্মফল নাকি - স্রষ্টার অনন্য একটি লীলাখেলা, যা একমাত্র স্রষ্টা ছাড়া মানুষের পক্ষ্যে বুঝা সম্ভব নয় ।
৯| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় সুসময়ে কাউকে ভুলতে নেই সেই সময় গরীব আত্নিয়স্বজন সবাইকে কাছে টেনে নিয়ে হয় বাবা-মাকে কখনই অবহেলা করা ঠিক না। আমি কয়েকটি উদাহরণ দেখেছি যারা বাবা-মাকে অনাদর অবহেলা করেছে তাদের এমনই পরিনতি।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৭
ইপিআর সৈনিক বলেছেন:
উনি ভুল নারীকে বিয়ে করেছিলেন। বাচ্চারাও মায়ের মতো হয়েছে।