![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।
রাজাকার কখনই বাংলাদেশের প্রধান সমস্যা ছিল না, এই বাক্যটি যেন ১৯৭১ সালের লাখো শহীদের কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া এক নির্লজ্জ অস্বীকৃতি। এটি শুধু একটি মত নয়, এটি একটি রাজনৈতিক প্রপাগান্ডা, একটি ঐতিহাসিক বিকৃতি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, জাতির আত্মপরিচয় মুছে ফেলার এক অশুভ প্রয়াস।
রাজাকারের পরিচয় শুধু নাম নয়, একটি জাতীয় বিশ্বাসঘাতকতার প্রতীক
রাজাকার শব্দটি কোনো সাধারণ বিশেষণ নয়। এটি এক ভয়াল অভিধান, যার প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে গণহত্যা, ধর্ষণ, লুটতরাজ, এবং মায়ের কোল খালি করে দেওয়ার ইতিহাস। তারা শুধু পাকিস্তানি সেনাদের সহায়তাই করেনি, তারা নিজের মাটির, নিজের প্রতিবেশীর, নিজের দেশের পেছনে ছুরি মেরেছে।
তাদের অস্তিত্বই ছিল একটি অ্যান্টি বাংলাদেশ মুভমেন্ট, এখনো তা বিদ্যমান।
যদি তারা সমস্যা না হতো, এত রক্ত কিসের?
রাজাকার সমস্যা না, এ কথাটি এমন যেন কেউ বলে, বন্যা আসলেও কিছু যায় আসে না। এই দেশ নদী মাতৃক দেশ, বন্যা টন্যা কোন ব্যাপার না। বন্যায় মানুষ ডুবে মরে, না খেয়ে মরে, আসুখে ভুগে মরে, এইটা কোন বিষয়ই না।
এই এদের কারণে এই দেশে ৩০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, ৪ লক্ষের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন, ১ কোটি মানুষ আশ্রয় নিয়েছিল প্রতিবেশী দেশে। আপনি বলছেন, যারা এই সর্বনাশের দোসর, তারা প্রধান সমস্যা ছিল না?
তাহলে কি তখনকার সমস্যা ছিল গ্যাসের সংকট? নাকি দ্রব্যমূল্য? নাকি করনা?
এমন যুক্তি কেবল ইতিহাস অস্বীকার নয়, বরং ইতিহাসের সঙ্গে উপহাস।
ইতিহাস ভুলিয়ে দেওয়ার চক্রান্ত
আজ যখন কেউ বলে রাজাকার বড় সমস্যা না, তখন বুঝে নিতে হবে সে ইতিহাস ভুলে যায়নি, ভুলিয়ে দিতে চায়।
এটি একটি সাংগঠনিক, কৌশলগত প্রচেষ্টা যেখানে রাজাকারদের পাপ ধুয়ে দেওয়ার চেষ্টা হয় রাজনৈতিক পুনর্বাসন দিয়ে।
এই ন্যারেটিভ প্রচার করে তারা চায়।
৭১-এর যুদ্ধকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে দেখাতে,
শহীদের রক্তকে রাজনৈতিক বিনিময়মূল্যে রূপান্তর করতে, এবং সবচেয়ে ভয়ংকরভাবে, নতুন প্রজন্মকে ইতিহাসহীন করে গড়ে তুলতে।
রাজাকার আজও সমস্যা, কারণ তারা বেঁচে আছে এবং টিকে গেছে।
রাজাকারদের সমস্যা শেষ হয়ে যেত যদি ৭১ এর পরে তারা বিচারের সম্মুখীন হতো, সমাজ থেকে একঘরে হয়ে যেত, রাজনীতিতে প্রবেশাধিকার হারাত। কিন্তু আজও তারা সংসদে যায়, টেলিভিশনে বিশ্লেষক হয়, বড় বড় অর্থনীতির নিয়ন্ত্রক হয়। আজও তাদের সন্তানরা বাবা গর্বের মানুষ বলে দাবি করে।
এর দায় অবশ্যই সেই সময়কার সরকার কে নিতে হবে।
তাহলে বলুন, রাজাকার কি শুধুই ইতিহাস? না, তারা আজও আমাদের রাষ্ট্রযন্ত্রে ঘুনে হয়ে আছে।
রাজাকাররা বড় সমস্যা ছিল, আছে, থাকবে, যতক্ষণ না আমরা তাদের নাম শুনলেই গলা শক্ত করে বলতে পারি, তুই এই দেশের শত্রু।
রাজাকার কখনই বড় সমস্যা না এ কথাটি শুধু শহীদের রক্ত নয়, এই দেশের মাটির প্রতিও অবমাননা।
আর যারা এটা বলে, তারা শুধু ইতিহাস বিকৃত করছে না, ভবিষ্যতকে বিপন্ন করছে।
আমরা ভুলব না। আমরা চুপ থাকব না।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২০
কিরকুট বলেছেন:
রাজাকাররা নিস্ক্রিয় হয়ে গিয়েছিলো এটা সত্য নয়, বরং তারা স্বাধীনতার পরও রাষ্ট্রযন্ত্রে ঢুকে ধীরে ধীরে রাজনৈতিক, প্রশাসনিক ও ধর্মীয় পরিসরে প্রভাব বিস্তার করেছে। যুদ্ধপরাধীদের বিচার দীর্ঘদিন বাধাগ্রস্ত হয়েছে তাদের ক্ষমতা ও ষড়যন্ত্রের কারণেই।
তারা শুধু অতীতের সমস্যা নয় তাদের আদর্শ, প্রচার ও প্রভাব আজও সমাজে বিভাজন সৃষ্টি করে যাচ্ছে। তাই রাজাকার কখনোই শুধুই অতীত নয়; তারা ছিল, আছে, এবং প্রতিরোধ না হলে ভবিষ্যতেও থাকবে।
২| ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৫১
কামাল১৮ বলেছেন: @কুতুব,স্বাধীনতার কত বছর পর আপনি সাবালক হয়েছে।স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি এবং বেঁচে থেকে দেখছি এই সব।এই দেশকে তারা কখনই মেনে নিতে পারে নাই।সেই তারাই স্বাধীনতার পক্ষের লোককে সরিয়ে আজকে ক্ষমতা দখল করে স্বাধীনতাকে অস্বীকার করার স্পর্ধা দেখাচ্ছ।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২১
কিরকুট বলেছেন: এর দায় নিতে হবে অবশ্যই ৭১ পরবর্তী সরকার কে এবং ভূতপূর্ব প্রধানমন্ত্রী কে।
৩| ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:০২
সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@আপনি ধরতে পারছেন না । একজন রাজাকার কখনোই এত পাওয়ারফুল না ।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২২
কিরকুট বলেছেন: আচ্ছা।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৩
কিরকুট বলেছেন: মাটিতে উলি লেগে ঘরের পার নষ্ট করে। উলিরা পোকা জগতে তেমন পাওয়ার ফুল না।
৪| ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১৪
নিমো বলেছেন: কথা এক হিসেবে ভুল না। রাজাকারদের পাছায় থাকা গু্ঁড়া কৃমি গুলোই প্রধান সমস্যা। এগুলো ছবি টাঙাতে চায়, ব্লগে এদের আশ্রয়-প্রশয়, লালন-পালন করতে চায়। ব্লগও বোধকরি এদের পালতে আগ্রহী।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৪
কিরকুট বলেছেন: ব্লগ সংঘর্ষ চায়। এতে ব্লগের লাভ। গরম গরম পোস্ট। সবাই উত্তেজিত।
৫| ০৭ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: নিমো ও কিরকুট@ব্লগার শূন্য সারমর্মের লেখা পড়েছেন? ।
৬| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৩৭
কামাল১৮ বলেছেন: @কুতুব,আমাকে যখন সোলেমানী ব্যন করা হয়,তখন সোলেমানী ব্যনের সমর্থন চেয়ে একটি পোষ্ট দেয়া হয়।তিন জন ছাড়া সবাই বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।ব্লগটিম কি চায় বুঝা মুশকিল।
৭| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০৯
সৈয়দ কুতুব বলেছেন: @কামাল : কেউ কেউ অগণতান্ত্রিক মনোভাব পোষণ করে কিন্তু নিজেদের সংগে একই ঘটনা ঘটলে তখন বলে আমার সাথে অন্যায় হয়েছে।
৮| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৬
কাঁউটাল বলেছেন: রাজাকার আসলে কারা, তাদের কতজন এখনও বেঁচে আছে। এবং তাদের কতজন এখনও বাংলাদেশের রাজনীতিতে গুরু্ত্বপূর্ন ভুমিকা রাখছে?
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৬
কিরকুট বলেছেন: রাজাকার মানে শুধু মানুষ না । একটা রোগ, এই রাষ্ট্রে সেই রোগ এখনো ছড়ানো।
৯| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৯
কাঁউটাল বলেছেন: ৭৪ এর দুর্ভিক্ষ কি রাজাকারদের কারণে হয়েছিল?
বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি রাজাকারদের কারণে হয়েছিল?
রাজাকাররা বাকশাল কায়েম করতে চেয়েছিল?
মেগা প্রকল্পের নামে ৯৩ বিলিয়ন ডলার লুট রাজাকারদের কারণে হয়েছিল?
ব্যংক লুট রাজাকারদের কারণে হয়েছিল?
আয়নাঘর রাজাকারদের কারণে হয়েছিল?
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৭
কিরকুট বলেছেন: রাজাকাররা সব কিছুর জন্য দায়ী না, ঠিক আছে। কিন্তু তারা এই রাষ্ট্রের শত্রু ছিল, আজো তাদের ছায়া এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান। রাজাকারেরা রাষ্ট্র চালায় না বলে ভাবলে বোকামি। তারা আদর্শের মাধ্যমে, অর্থনীতির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, মগজধোলাইয়ের মাধ্যমে এখনো টিকে আছে। আজকের সমস্যা যারা তৈরি করছে, তারা সেই রাজাকারি দৃষ্টিভঙ্গির ধারক বাহক তাদের নাম বদলেছে, পদ বদলেছে, কিন্তু উদ্দেশ্য একই, এই দেশের আত্মাকে মেরে ফেলা।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: রাজাকার বাংলাদেশের প্রধান সমস্যা ছিলো না। তারা অনেকটাই নিস্ক্রিয় হয়ে গিয়েছিলো যুদ্ধের পর।