নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
One of the most common flower we use to see during our childhood
Dandelion- At the backyard (I love to blow this flower)
Pot Plant
Took this one during afternoon walk
White cherry
Random flower on the way
CHERRY BLOSSOM...
২| ১২ ই আগস্ট, ২০২০ ভোর ৪:২৪
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার লিখা গুলো খুবই ভালো লাগে।
৩| ১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
এই ব্লগে আরেকজন আছেন ছবিব্লগ করেন তিনি আমার বোন ছবির জাদুকর কাজী ফাতেমা ছবি। আপনি কাজী ফাতেমা ছবি আপার সাথে ট্যাগ থাকুন এবং আপনি আপনার মতো নিয়মিত/অনিয়মিত ছবি পোস্ট করুন। আপনাদের সাথেই আছি - আমার লেখা ভালো লাগাতে কৃতজ্ঞতা পোষণ করছি। ধন্যবাদ।
/// মন্তব্য উত্তর দিতে সবুজ এ্যারোতে ক্লিক করুন, তারপর যে স্পেস আসবে সেখানে মন্তব্য উত্তর করুন।
১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০১
কবিতা ক্থ্য বলেছেন: আপনার পরমশের্ জন্য অনেক ধন্যবাদ ভাই।
বাংলা লিখতে খুব সমস্য হয়।
বাংলা লিখা নিয়ে কোনো SUGGESTION দিবেন দ্য়া করে।
৪| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া জি
৫| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৪
কবিতা ক্থ্য বলেছেন: you are my inspiration..
ছবি তো তোলা যায়, কিন্তু আপনার মতো লিখবো কেমন করে।
আর ছবি তোলার ব্যপারে পরামরশ্ চাই (সমালোচনা অবশ্যই)
৬| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি সুন্দর ছবি তুলেন। ফ্লিকারে কি আপনার কোনো একাউন্ট আছে?
১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১৩
কবিতা ক্থ্য বলেছেন: না রে ভাই, flicker এ কোনো একাউন্ট নাইতো।
ইনশাল্লাহ, আপনে যখন বলছেন, হয়ে যাবে soon ।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: ফ্লিকারে একাউন্ট খুলুন। তাদের ছবি গুলো দেখুন। দরকার আছে। ফ্লিকারে আমিও আছি।
এই যে আমার ফ্লিকার একাউন্ট।
লিংক দিলাম। এখানে কিছু ছবি আছে। কেমন লাগলো। দেখে আমাকে জানাবেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৮
কবিতা ক্থ্য বলেছেন: প্রতিটা ছবি অসাধারন.. তাদের আছে নিজস্ব গল্প- হয়তো আপনার কাছথেকে নেক্সট টাইম শুনবো ওইগুলো।
ওকা র ছবি সুন্দর হইসে।
বেলি আমার অত্যাধিক পছন্দের ফুল।
অকাউন্ট খুলবো - খুলবো করে খোলা হয় না..।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: দুঃখের বিষয় গত ১৫ বছরে কমপক্ষে ৫ লাখ ছবি তুলেছি। কিন্তু আমার কাছে এখন এক হাজার ছবিও নেই। সব হারিয়ে গেছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৪
কবিতা ক্থ্য বলেছেন: যতনে রতন মেলে- মনে রাখবেন।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১১
অজ্ঞ বালক বলেছেন: ছবিগুলা মন ভালো কইরা দেওনের মতন। অনেক দিন পোস্ট করেন না দেখি, ক্যামেরা কি নষ্ট হইয়া গেসে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৬
কবিতা ক্থ্য বলেছেন: না রে ভাই...ক্যামেরা নষ্ট হয়নি।
মেয়ে হইসে... তারে নিয়া মাইর পিট করা লাগে...
সময় কই দিয়া যায় টের পাইনা।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৩
অজ্ঞ বালক বলেছেন: অভিনন্দন, অভিনন্দন আপনার তনয়ার জইন্য। অনেক অনেক আদর-ভালোবাসা রইলো। সেই সাথে এক বালতি সমবেদনা, দুই পোলার বাপ হওয়ার সুবাদে জানি কি স্টীমরোলার যায় পরথম এক বছর! আমি তো ভোর পাঁচটায় ঘুমাই ছোডোডারে ঘুম পারাইয়া।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৯
কবিতা ক্থ্য বলেছেন: আমার মাইর পিট - পুত্রের সাথে - কে ামার কন্যার দখল নিবে- এই নিয়া।
আমার কন্যা আমার সাথে থাকে ৪টা পর্যন্ত। আত:পর উনি খাওয়া দাওয়া করে ঘুম দেন।
সকাল সকাল উঠে উনি উনার ভাইকে বাসে তুলে দেন স্কুলের উদ্দেশ্যে।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪২
অজ্ঞ বালক বলেছেন: বিশ্বের সবচাইতে সুন্দর সম্পর্ক ভাই আর বোনের সম্পর্ক। আপনার ছেলের জন্যও আদর-ভালোবাসা রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৭
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১০:৫৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: সহজ সরল প্রকৃতির অসাধারন উপস্থাপন। চমৎকার
ছবিগুলো খুব সুন্দর।
০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৪
কবিতা ক্থ্য বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটা পোষ্ট দেখার জন্য সেই সাথে মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার ছবি তোলার হাত ভালো। ছবি সুন্দর হয়েছে।