![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে টক অফ দ্যা কানট্রি "মোসাদ"। রাজনীতি সচেতন প্রায় প্রতিটি ব্যাক্তি দিনে না কারো কারোর সাথে এ ব্যাপারে বাগচিৎ করছে। অন্যদিকে বাংলাদেশের ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়া যে ভাবে মোসাদকে চেনাচ্ছে সেটাতে মনে হচ্ছে মোসাদ একটা পাড়া/গলির গোয়েন্দা সংস্থা যারা কিনা ঢাক ঢোল পিটিয়ে, সাংবাদিক এনে ফটোসেশন করে গোপন বৈঠক করে!!
দেশের মিডিয়ার কথা বার্তা শুনলে মনে হবে মেন্দি সাফাদি যিনি কিনা বিশাল বড় মোসাদ এজেন্ট (লুল-- হেসে বাচিঁ নে) তার সরকার উৎখাত গোপন বৈঠক ফ্লাশ হয়ে গিয়েছে। বহুত কামের কাম হয়েছে!!
সরকার উৎক্ষাতের বৈঠক হবে আর র চুপচাপ থাকবে?? আবার সেই বৈঠকের ছবি পত্রপত্রিকায় আসবে?? তাহলে সেটা আবার গোপন বৈঠক হয় ক্যামনে??
আরে ভাই মোসাদ কি এত ভোদাই যে ষড়যন্ত্রমূলক বৈঠক করে, তখন তার কোন প্রমান রাখবে?? তাও আবার আসলাম চৌ. নামের এক তৃতীয় শ্রেণীর ন্যাতার সাথে।
আমাদের জানা উচিৎ সিআইএ, এমআইসিক্স, মোসাদ, র, আইএসআই এই টাইপের গোয়েন্দা সংস্থ্যার লোকজন যখন কোন গোপন ষড়যন্ত্রমূলক বৈঠক করে, তখন তার কোন প্রমান রাখে না।
ভারতের গোয়েন্দা সংস্থা "র"(R&AW) ও ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। আর ভারতের সাথে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক, এটা সবাই জানে, এ মুহূর্তে যে বাচ্চা দুনিয়াতে জন্মিয়েছে সেও জানে। যদি ভারতের মাটিতে সত্যি এরকম কিছু হতো তাহলে আমাদের সরকারের কেউ ভারতে গিয়ে এর কারণ ব্যাখ্যা জানতে চাইত।
মেন্দি সাফাদি যেভাবে ফেসবুকে তার সব বৈঠক, সফর ইত্যাদির বর্ননা দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে তিনি মোসাদ নয় আসাদের এজেন্ট!!
আসলাম চৌধুরী যে সরল মন নিয়ে বিজেপির আহবানে ভারত গিয়েছিল এবং নিজের অজান্তে ফটো সেসন করে এখন রাষ্ট্রদ্রোহ মামলায় বাঁশ ডলা খাচ্ছেন। এরপর থেকে বিএনপির কোন নেতা এমন মাগনা দাওয়াত খেতে ভারত যাবার আগে মাথায় রাখবেন, ভারত আপনাদের জন্য এমন ফাঁদই সবখানে পাতবে। আপনদেরকে ফাঁদে ফেলবে, তারপর বাকিটা ইতিহাস!!!
আর সজিব ওয়াজেদ জয়ের বিষয়টা খেয়াল করেন। আমি তার অনেক বড় ফ্যান। উনি নাকি মেন্দি সাফাদির সাথে সে বৈঠক করেছে আসলাম চৌধুরীরও আগে। (এখনো জানেন না?? লিঙ্ক দেখুন: https://m.youtube.com/watch?v=-Ewijy-XSkw ) কিন্তু আমরা কেউ কিছুই জানতাম না।
২৮ শে মে, ২০১৬ রাত ১:০৭
কলম চোর বলেছেন: শুধু বাংলাদেশের জন্য না সমগ্র পৃথিবীরর জন্য ISI বিপদজনক
২| ২৮ শে মে, ২০১৬ রাত ১২:৫৬
গাজী বুরহান বলেছেন: ভালো লিখেছেন
২৮ শে মে, ২০১৬ রাত ১:০৯
কলম চোর বলেছেন: ধন্যবাদ। টুকটাক লেখার চেষ্টা করি, আমার সাথে থাকবেন
৩| ২৮ শে মে, ২০১৬ রাত ১:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমরা শান্তিতে বসবাস করতে চাই।
২৮ শে মে, ২০১৬ রাত ১:১০
কলম চোর বলেছেন: আমরা সাবাই শান্তিতে থাকতে চাই।
৪| ২৮ শে মে, ২০১৬ রাত ১:৩৮
লক্ষ্মীছেলে বলেছেন: শান্তি কামনাই হোক সকল মানুষের ধর্ম; শান্তি বাঁচলে, দেশ বাঁচবে, দেশ বাঁচলে জনগণ বাঁচবে, আর জনগণ বাঁচলে পুরো পৃথিবীটাই বাঁচবে।
শুভ কামনা সবার তরে।
২৮ শে মে, ২০১৬ সকাল ১০:২৩
কলম চোর বলেছেন: শতভাগ সহমত
৫| ২৮ শে মে, ২০১৬ রাত ১:৪৬
মুসাফির নামা বলেছেন: মনে হচ্ছে,এই বিষয়টা নিয়ে সবচেযে যুক্তিপূর্ণ পোস্ট দিয়েছেন। তবে বি এন পির এই বিদেশ নির্ভরতা কবে যাবে,তারা বাংলার মানুষকে বাদ দিয়ে এখনও মনে করছে ভারত,অ্যামেরিকা তাদের ক্ষমতায় বসাবে।টোটালি থার্ড ক্লাস।ডাঃ জাফরুল্লা চোধুরীর মতো বলতে হয়,ওদের স্থায়ী কমিটির মেম্বারদের আমার কাছে নতুন বউয়ের মতো মনে হয়।
পোস্টে+++
২৮ শে মে, ২০১৬ সকাল ১০:২৫
কলম চোর বলেছেন: বিএনপি হচ্ছে চাতক পাখি। বৃষ্টির আশায় আকাশের পানে তাকিয়ে থাকে।
'টোটালি থার্ড ক্লাস' কথাটা পছন্দ হয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ২৮ শে মে, ২০১৬ সকাল ৮:৪১
ইমরান আশফাক বলেছেন: ওরা নয়, আমরা সাধারন জনগনই বলদ থেকে গেলাম। আমাদের যা ইচ্ছা তাই বুঝানো হয় এবং আমরাও সেটাই বুঝি।
২৮ শে মে, ২০১৬ সকাল ১০:২৬
কলম চোর বলেছেন: আমরা হচ্ছি কুয়ার ব্যাঙ। কুয়াকেই পৃথিবী মনে করি। নিজস্ব বুদ্ধি খাটাতে পারি না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ২৮ শে মে, ২০১৬ সকাল ১০:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
কোন নির্ভরযোগ্য তথ্যপ্রমান ছবি-ভিডিও ছাড়া বিবিসি কিভাবে বানোয়াট নিউজটি দিল?
বিম্পি-জামাতের ভাড়া খাটা ষড়যন্ত্রকারি হিসেবে পুর্বে অভিযুক্ত ধুর্ত ইসরাইলি সাফাদি এখন বিশেষ ফরমায়েশে নতুন স্টোরি তৈরি করছে।
তার নিজস্য ফরমায়েসি বানোয়াট ভিডিওতে সাফাদি ২/৩ বার কাগজ দেখে দেখে সজীব ওয়াজেদের নামটি পড়ল।
ভিডিও সাক্ষাতকারটি তে একটি ডিসপ্লে লাগানো ছিল, জয়য়ের একক একটি ছবি দেখানো হচ্ছিল। যেই নাম কাগজ দেখে মাত্র জানা গেল, সেটা ডিসপ্লেতে আগেই থাকলো কিভাবে?
একটি নিশ্চিতই বানোয়াট ও দুরভিসন্ধিমুলক।
২৮ শে মে, ২০১৬ সকাল ১০:৩২
কলম চোর বলেছেন: দেখুন ঘটনার অন্তরালে কাহিনী তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে। উপস্থাপকের অচরণও হাস্যকর কিন্তু মূল কথা হচ্ছে মেন্দি সাফাদি নিজ মুখেই তো বলেছেন।
সাফাদিযে মোসাদ নন সেটা তার কথায় বোঝা যাচ্ছে। এজেন্ট হলে খুলে আম ( হিন্দি শব্দ) বক্তব্য দিতেন না।
২৮ শে মে, ২০১৬ সকাল ১০:৩৩
কলম চোর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৬ রাত ১২:৫২
মোস্তফা ভাই বলেছেন: বাংলাদেশের জন্য ISI বেশী বিপদজনক