![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবর: বাংলাদেশের শ্রোতাদের টার্গেট করে ভারতের রেডিও অনুষ্ঠান।
পাকিস্তান কিংবা হিন্দুস্তান, কেউই বাংলাদেশের ভাল চায় নাই। প্রত্যেকেই নিজের দেখেছে।
ফাকিস্তান ২৪বছর প্রত্যক্ষভাবে শোষন করেছে আর ভারত পরোক্ষভাবে ৪৫ বছর সেই একই ধান্ধা করে চলেছে। রেডিওর গান শোনাটাও হয়তো কোন মাস্টার প্লানের অংশ হতে পারে। 'বিড়ালের ঝাল খাওয়ার' গল্প যারা জানেন তারা বুঝতে পারবেন।
স্টার, জি ইত্যাদি চ্যানেল দিয়ে বাংলাদেশের মানুষের বেড়ালের ঝাল খাওয়াচ্ছে আর বাংলাদেশের চ্যানেলের বাজিয়েছেন ১৩টা। এখন এসেছে আকাশবাণী নিয়ে।
বাংলাদেশের চ্যানেলকে আপনাদের দেশে দেখানোর ব্যবস্থা করে প্রমাণ করুন আপনারা মৈত্রী চান। অন্যথায় অফ যান।
সূত্র: Click This Link
২৬ শে জুন, ২০১৬ রাত ১১:৪৬
কলম চোর বলেছেন: অজ্ঞে না, ইংরেজি জানি না। শুধু বাংলা জানি। ইংরেজিতে কি বলছে সেটা বঙ্গানুবাদ করে দিয়েন। উপকৃত হইতাম।
২| ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদেরকে বোঝাতে পারবেন না। ভাদা ভক্তরা পতাকা বদলে গেলেও বলবে- ভালই হয়েছে আগে আমাদের দুই রং ছিল এখন তিন রং হয়েছে!
আত্মমর্যাদাহীনদের ভারত প্রেম আরও উথলে উঠবে!
২৬ শে জুন, ২০১৬ রাত ১১:৪৭
কলম চোর বলেছেন: বন্দে মাত্রাম।
৩| ২৬ শে জুন, ২০১৬ রাত ১১:০৯
৪| ২৬ শে জুন, ২০১৬ রাত ১১:৪৯
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: স্মার্ট বিজনেস।
২৭ শে জুন, ২০১৬ রাত ১২:৩৮
কলম চোর বলেছেন: সেটাই হচ্ছে
৫| ২৭ শে জুন, ২০১৬ রাত ১২:৫১
ইকরাম উল হক বলেছেন: আমি প্রবাসে থাকি। মাটির টানে অনলাইনে মাঝে মাঝে FM রেডিওগুলো শোনার চেষ্টা করি।বুঝতে কষ্ট হয় আমি কি বাংলাদেশের কোন FM রেডিও শুনছি। না রেডিও মিরচি শুনছি। ১৫টা গানের পর একটা বাংলা গান দেয়। তাও বোধ হয় অনেক কষ্ট করে না পারতে। বলি আমাদের বাপ্পা হৃদয় হাবিব বালাম এরা কি করেন !! শুধু কি সানি .....নের ভিডিও দেখেন !!
২৭ শে জুন, ২০১৬ রাত ১:০৬
কলম চোর বলেছেন: আমি তীব্র ভারত বিরোধী (যদিও আদি বাড়ি ভারতে, বর্তমান রানাঘাট ) কিন্তু ভারতের একটা বিষয়ের প্রতি শ্রদ্ধাবোধ কাজ করে, সেটা তাদের দেশপ্রেম। যেটা আমাদের নেই।অনলাইন এফ.এম শোনা হয় না এবং ধারণাও নাই তবে ঢাকায় গেলে রেডিও ফুর্তি,রেডিও টুডে, এবিসি রেডিও শুনি। ২০০৬/০৭/০৮ সাল পর্যন্ত এফেম রেডিও ফ্রিক ছিলাম। এখন পেশাগত কারণে তেমন আর শোনা হয় না।
আমাদের মধ্যে দেশপ্রেমের চরম ঘাটতি বিদ্যমান। ভারতের দেশপ্রেমের সিকিভাগও যদি আমাদের থাকতো তাহলে আমরা আরো অনেকদূর এগিয়ে যেতাম।
৬| ২৭ শে জুন, ২০১৬ রাত ১:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার তুর্কি বস ইমেইলে প্রায় কমপ্লেইনের রিপ্লাই দেয় "ignore first". আপনিও করেন।
৭| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৫
মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা।।।।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৬ রাত ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনি ইংরেজী জানেন? জানলে ভয়েস অব আমেরিকা, বিবিসি শুনুন।