নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোড়া ভুট্টা
- একি! আপনি আমাকে এভাবে দুমড়েমুচড়ে পোঁটলা করে কোথায় নিয়ে যাচ্ছেন? দমবন্ধ হয়ে মরে যাব তো!
- তুমি তো মরেই গেছে। তোমাকে এখন জাহান্নামে নিয়ে যাচ্ছি। তুমি তো সবসময় বলতে মরার পর জাহান্নামে, দোযখে যেতে চাও। এখন কি আর যেতে ইচ্ছা করছে না?
- নিশ্চয়ই যেতে চাই, অবশ্যই যেতে চাই... কতদিন ধরে অপেক্ষা করে আছি জাহান্নামে যাব, তারপর আগুনে ভুট্টা পুড়িয়ে খাব... আচ্ছা, আপনি ভুট্টা নিয়েছেন তো বেশি করে?
কিরপিন
- লেখাটা এখনও শেষ করেননি?
- একটা সমস্যায় পড়ে গেছি...
- কী সমস্যা?
- লেখাটা কথোপকথন টাইপের।
- সমস্যা কোথায়?
- এক লাইনে মাত্র দুই তিনটা শব্দ, বাকিটা খালি। এরপর যদি দুই লাইনের মাঝে স্পেস দেই, তাহলে তো অনেকটা জায়গা লাগবে। অল্প কয়টা শব্দের জন্য এতটা জায়গা নষ্ট করা কি ঠিক হবে!!
- আহা! নষ্ট হবে কেন, কাগজে তো আর লিখছেন না যে কাগজ খরচ হবে, লিখছেন তো অনলাইনে!!
- হোক অনলাইনে লেখা... এভাবে বেশি জায়গা ব্যবহার করা তো অপচয়, তাইনা?
ছবি অন্তর্জাল থেকে নেয়া।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০১
করুণাধারা বলেছেন: ন: ভুট্টা চাষে প্রভাব বাড়বে
অবশ্যই।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩২
এম ডি মুসা বলেছেন: শেষ অবশেষে একটা চাকরি পায়ছে আর , কিন্তু চায়েন আবার এখানে ব্লগে কেউ এমন টিচ না করে
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৩
করুণাধারা বলেছেন: মন্তব্য ঠিক বুঝতে পারলাম না এম ডি মুসা। তবে আবার ফিরে এসে মন্তব্য করায় অনেক ধন্যবাদ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূট্টার জন্যতো আগুন হবে বেহেশত।
ভূ্ট্টা আগুনে পুড়বে এটাই তার স্বার্থকতা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৫
করুণাধারা বলেছেন: কোন কোন মানুষ মনে করে জাহান্নামে পোড়াতেই জীবনের সার্থকতা নিহিত।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০২
রামিসা রোজা বলেছেন:
অনুগল্প "জনৈক ফেসবুকার" অসাধারণ হয়েছে ।
আবহাওয়ার মত এই জনৈক ব্যক্তিরা পরিবর্তিত হয়ে থাকে
এবং তাদের কাছ থেকে সঠিক কোনো জবাব পাওয়া যায়
না । সবগুলো অনুগল্প ভালো লেগেছে +++
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১০
করুণাধারা বলেছেন: সঠিক জবাব দূরে থাক, আমাকে বলে অন্ধবিশ্বাসী!!! অভব্যতার জবাব লেখা দিয়ে দেবার চেষ্টা করলাম।
মন্তব্য আর প্লাসের জন্য অনেক ধন্যবাদ রামিসা রোজা।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
ইন্জিনিয়ারেরা গল্প লিখলে এই রকম হওয়ার কথা?
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১১
করুণাধারা বলেছেন: মাথায় রাগ নিয়ে গল্প লিখলে এরকমই হবার কথা।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,
আপনার কোনও গল্প পড়েছি কিনা মনে করতে পারছিনে। এখানে গল্প , তাও আবার "অনু" দেখে অবাক হলুম।
নিশ্চয়ই মন মেজাজ আপনার ভালো নেই। সেটাই প্রকাশ পেয়েছে মনেহয় এই তিনটে ক্ষুদে গল্পে।
আমার কাছে " কিরপিন" টা ভালো লেগেছে বেশী। সমাজ বা মানুষের অসংগতি নিয়ে এমন আরও গল্প চাইতে নিশ্চয়ই ক্ষতি নেই ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪০
করুণাধারা বলেছেন: ঠিকই ধরেছেন আহমেদ জী এস, এটা একটা মেজাজ খারাপের লেখা, কোন গল্প নয়। অন্যের ঔদ্ধত্য আর অসৌজন্যমূলক বচনাঘাত উপেক্ষা করাটা একটা মহৎ গুণ জানি, কিন্তু এই গুণটা আমার নেই; তাই এই পোস্ট। "কিরপিন" অবশ্য জবাব নয়, অন্য দুটো লেখার সময় মনে হলো তাই লিখলাম।
হয়তো এই অনিশ্চিত সময়ের কারণে মন কিছুটা বিক্ষিপ্ত থাকে, তাই আমি সাধারণত যেধরণের লেখা লিখতাম সেরকম অনেকগুলো লেখা কিছুদূর লিখে আর লিখতে পারি নি। আপনার একটা পোস্টেও আবার যাবার কথা ভেবেও যাওয়া হচ্ছে না...
এই পোস্ট পড়েছেন এবং মন্তব্য করেছেন, অনেক ধন্যবাদ।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: অনুগল্প ভালো হয় নি।
প্রচুর পড়ুন। তাহলে ভালো লিখতে পারবেন। শুনুন, ভালো লেখার প্রথম শর্তই হচ্ছে পড়া।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪১
করুণাধারা বলেছেন: প্রচুর পড়ুন। তাহলে ভালো লিখতে পারবেন। শুনুন, ভালো লেখার প্রথম শর্তই হচ্ছে পড়া।
আমি তো আপনার লেখা প্রচুর পড়ি...
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১২
সোহানী বলেছেন: কেএফসির গলদা চিংড়ি আর ভুট্টা যেন মিস না হয়........
আমার মনে হয় এই প্রথম আপনার অনুগল্প পড়লাম। অনেক ভালো লাগলো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬
করুণাধারা বলেছেন: বুঝতে পারছি না কেন আজকাল শুধু মেজাজ খারাপ হলেই লিখছি!! অনেক গুলো লেখা আধাআধি লিখে রেখেছি, সেগুলো ভালো বিষয়ে লেখা কিন্তু শেষ করতে পারছিনা...
মন্তব্যের জন্য ধন্যবাদ সোহানী।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৫
নেওয়াজ আলি বলেছেন: গল্প খবিতা সব ছোট ছোট হতে হতে অনু হয়ে যাছে শেষে ভুট্টার মত বলবে মরে যাচ্ছি
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮
করুণাধারা বলেছেন: আর হবে না নেওয়াজ আলি, যা বলতে চেয়েছিলাম বলেছি।
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৭
মনিরা সুলতানা বলেছেন: আপু তিন টাই অনেক ভালো লেগেছে, তবে জনৈক ফেসবুকার টা এক্কেবারে সময়ের চরিত্র তুলে এনেছেন।
ভালোলাগা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১
করুণাধারা বলেছেন: একটা জবাব লিখতে গিয়ে তিনটা লিখে ফেললাম, আশা করছি এমন লেখা আর কখনো লিখবো না...
মন্তব্য পড়ে মন ভালো হয়ে গেল, অনেক ধন্যবাদ মনিরা।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছে, " মাথায় রাগ নিয়ে গল্প লিখলে এরকমই হবার কথা। "
-আমাদের ইন্জিনিয়ারদের দক্ষতা খুবই কম, সেজন্য চীনারা ও ভারতীয়রা আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে; আর ১০০ ডলার মাসিক আয়ের জন্য আমাদের মানুষজন স্ত্রী-কন্যা দেশে ফেলে রেখে আরবের মরুভুমিতে রাত কাটাচ্ছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩
করুণাধারা বলেছেন: আমাদের ইন্জিনিয়ারদের দক্ষতা খুবই কম, সেজন্য চীনারা ও ভারতীয়রা আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে; আর ১০০ ডলার মাসিক আয়ের জন্য আমাদের মানুষজন স্ত্রী-কন্যা দেশে ফেলে রেখে আরবের মরুভুমিতে রাত কাটাচ্ছে।
- ঠিক বলেছেন।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: আপু বুঝতে পারছি লেখার মধ্যে আপনার একটা ক্ষোভ প্রকাশ পেয়েছে। তবে যতই রাগ করুন তৃতীয়টি একেবারে আমার মতোই হয়েছে।বেশ উপভোগ করেছি।প্রথমটিও ভালো তবে আমি জাহান্নামে যেতে চাই না। বরং তৃতীয়টিতেই আমি স্বাচ্ছন্দ। হেহেহে
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৩
করুণাধারা বলেছেন: মনের মধ্যে ক্ষোভ জমিয়ে রাখার চাইতে প্রকাশ করাই ভালো। এই লেখাটা ক্ষোভের প্রকাশ, ঠিকই ধরেছেন পদাতিক চৌধুরী।
জাহান্নামে আমরা কেউ যেতে চাই না...
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরী, শুভকামনা।
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৫
ইসিয়াক বলেছেন: সুন্দর অনু গল্প।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৪
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক, শুভকামনা।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুনিয়াতে বহু ধর্ম আছে অনাচার আছে, কুসংস্কার্ আছে। তা নিয়ে ধর্মবিদ্বেশীদের
কোন মাথা ব্যাথা নাই। যত দোষ ইসলাম ধর্মে যেখানে রয়েছে মানবের পরীক্ষিত ও
নির্ভেজাল কর্মপন্থা। অথচ এই ধর্ম নিয়েই কিছু মানুষের অযাচিত চুলকানি রয়েছে।
যেন এই ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করলেই জাতে ওঠা যাবে! ফেসবুকারের মুখে পচেটাঘাত!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯
করুণাধারা বলেছেন: দুনিয়াতে বহু ধর্ম আছে অনাচার আছে, কুসংস্কার্ আছে। তা নিয়ে ধর্মবিদ্বেশীদের
কোন মাথা ব্যাথা নাই। যত দোষ ইসলাম ধর্মে
ইসলাম ধর্ম অপছন্দ করার অধিকার তার অবশ্যই আছে, কিন্তু কুরআন মানুষের রচনা একথা প্রচারের কোন অধিকার নেই।
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০২
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: জনৈক ফেসবুকারের ঘটনা ঠিক আছে, এমনইতো হয়...
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১১
করুণাধারা বলেছেন: জনৈক ফেসবুকারের ঘটনা ঠিক আছে, এমনইতো হয়.
আমার বিশ্বাস ঘটনা এমনটিই হয়েছে।
প্রথমবারের মতো আমার ব্লগে আসায় স্বাগতম মাসুদুর রহমান (শাওন)। শুভকামনা রইল।
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭
সামিয়া বলেছেন: ভালো লিখেছেন
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ সামিয়া।
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৩
করুণাধারা বলেছেন:
মাঝে মাঝে ইচ্ছে করে মনোবিদ হয়ে আপনার মনস্তত্ত্ব বিশ্লেষণ করে দেখি...
ভালো থাকুন, শুভকামনা রইল রাজীব নুর।
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৩
ওমেরা বলেছেন: ১- আমি শুধ ভাবতাম মানুষ কত বড় নির্বোধ আর অহংকারী হলে এমন কথা বলতে পারে!!
৩- তাই তো বলি এত লিখা আসে কি ভাবে আজকে না বুঝতে পারলাম ঘটনা কি!
অনেক ধন্যবাদ আপু খুব ভালো লাগল গল্প।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৭
করুণাধারা বলেছেন: আমার ধারণা তার মানসিক সমস্যা হয়েছে। কুরআন মানুষের রচনা- একথা বলা আল্লাহকে অস্বীকার করা। একথা শুনেও আমি রাগ করব না!!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ওমেরা।
১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২
তারেক ফাহিম বলেছেন: মেজাজ খারাপ হলে এমন অনু গল্প বের হয় জানা ছিলোনা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫০
করুণাধারা বলেছেন: ভাগ্যিস বের হয়েছিল, তাইতো আড্ডা ছেড়ে আমার ব্লগে হাজির হলেন!!
অনেক শুভকামনা তারেক ফাহিম।
২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৪
আখেনাটেন বলেছেন: আপনার রাগের উৎস খুঁজতে গিয়ে মনে হল:
বড়ই অদ্ভুত এ দুনিয়া। বোঝা বড় মুশকিল। আর মানুষের মন সে তো......
সুখী হোক জগতের সকল প্রাণী..
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫২
করুণাধারা বলেছেন: সুখী হোক জগতের সকল প্রাণী..
আপনার দোয়ার দৌলতে রাগ কমে গেছে, আমি এখন সুখী।
২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০১
ঠাকুরমাহমুদ বলেছেন:
তথাস্তু।
তাহাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হোক। টিফিন বিরতি একশত কোটি বছর মাত্র। একশত কোটি বছর পর পর তাহাকে একবার করে ভূট্টা পোড়া খাবার সুযোগ দেওয়া হবে।
যিনি বার বার জাহান্নামে যেতে চাইবেন তার ডাক অবশ্যই আল্লাহপাক কবুল করবেন। হয়তো ইতিমধ্য আল্লাহপাক ডাক কবুল করে থাকবেন। কামনা করছি, জাহান্নামীর জন্য জাহান্নামীর স্বপ্ন পূরণ হোক।
পোস্টে বিশাল প্লাস +++
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮
করুণাধারা বলেছেন: জাহান্নামে খাবার হবে ফুটন্ত পানি, যা নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন করে দেবে, কুরআনে বলা আছে। এরপর কেউ জাহান্নামে যেতে চাইলে যাক, আমি আপত্তি করব না। কিন্তু কুরআন মানুষের লেখা এই কথা কেউ বললে আমি তাকে ছেড়ে দেব কেন? খুব রাগ করে এই পোস্ট দিয়েছি।
আপনার মন্তব্য এবং প্লাস পেয়ে ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩০
ঢাবিয়ান বলেছেন: আপু, অসাধারন বললেও কম বলা হয়। এমনই ভাল হয়েছে লেখাটা। এই দেশের বিশাল একটা জনগোষ্ঠী জনৈক ফেসবুকার হয়ে গেছে। আর তার চেয়েও বিশাল একটা জনগোষ্ঠী নিস্পৃহ , নির্বিকার রোবট হয়ে গেছে। অন্যায় , মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেয়া মানুষেরা বিলুপ্তপ্রায় শ্রেনীতে পরিনত হয়েছে।
অনেক অনেক শ্রদ্ধা ও শুভকামনা আপনার জন্য।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৩
করুণাধারা বলেছেন: এই দেশের বিশাল একটা জনগোষ্ঠী জনৈক ফেসবুকার হয়ে গেছে। আর তার চেয়েও বিশাল একটা জনগোষ্ঠী নিস্পৃহ , নির্বিকার রোবট হয়ে গেছে। অন্যায় , মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেয়া মানুষেরা বিলুপ্তপ্রায় শ্রেনীতে পরিনত হয়েছে।
দ্বিতীয় যে শ্রেণীর কথা বললেন, তাদের বিলুপ্তপ্রায় হতেই হবে। প্রতিবাদ করলে তারা হয় নিখোঁজ, অথবা আবিষ্কৃত হয় অন্য দেশের সীমানায়। তাই এখন সময় প্রথম শ্রেণীর ফেসবুকারদের।
২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৪
নীল আকাশ বলেছেন: যথেষ্ঠ যে বিরক্ত হয়েছেন সেটা পড়েই বুঝা যাচ্ছে।
চোখ না থাকলে তাকে অন্ধ বলে। অন্ধকে রাস্তা চেনানো যায়।
কিন্তু যার চোখ আছে কিন্তু নিজেই নিজের চোখ বন্ধ করে রাখে তাকে রাস্তা চেনাবে কে?
কেউ তাকে চেনাবে না।
তবে রাস্তায় উস্টা খেয়ে যেদিন পরবে, সেইদিন নিজেই চোখ খুলে ফেলবে। তবে তখন খুলে আর লাভ হবে না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯
করুণাধারা বলেছেন: ইহা সেই কিতাব, ইহাতে কোন সন্দেহ নাই। মুততাকীদের জন্য ইহা পথনির্দেশ। (২:২)
কুরআনের প্রতি শব্দ আমি আল্লাহর বাণী বলে বিশ্বাস করি, এই বিশ্বাসকে অন্ধবিশ্বাস আর কুরআন মানুষের রচনা একথা বললে রাগ তো হবেই!!
মন্তব্যের জন্য ধন্যবাদ নীল আকাশ।
২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট জমে উঠেছে মনে হচ্ছে!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১০
করুণাধারা বলেছেন: হ্যাঁ, জমে আইসক্রিম। চামচ নিয়ে বসে পড়ুন....
২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৯
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: প্রথম গল্পটায় ডার্ক হিউমারের উপস্থিতি ভালো লেগেছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪
করুণাধারা বলেছেন: ডার্ক হিউমার! লক্ষ্য করিনি তো!!
আমার ব্লগে আপনার উপস্থিতি ভালো লেগেছে এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো। শুভকামনা জানবেন।
২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪২
ইসিয়াক বলেছেন:
রাজীব নুর বলেছেন: অনুগল্প ভালো হয় নি।
প্রচুর পড়ুন। তাহলে ভালো লিখতে পারবেন। শুনুন, ভালো লেখার প্রথম শর্তই হচ্ছে পড়া।
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট জমে উঠেছে মনে হচ্ছে!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৭
করুণাধারা বলেছেন:
আমিতো লা জওয়াব!! খুব ইচ্ছা করছে মনোবিদ হয়ে রাজীব নুরের উদ্ভট ভাবনা গুলো বিশ্লেষণ করি...
আবার ফিরে আসায় ধন্যবাদ আর শুভকামনা ইসিয়াক।
২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬
মলাসইলমুইনা বলেছেন: অণুগল্পে গভীর ব্লগীয় তত্ত্বকথার পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। শেষটা দারুন। তীক্ষ্ণ চোখে ব্লগ সমাজ দর্শনের জন্য একেবারে জিপিএ ফাইভসহ গোল্ডেন জিপিএ পেয়ে পাশ শেষটা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২২
করুণাধারা বলেছেন: আপনার মন্তব্যে অল্প কথায় অনেক কিছু বলে গেলেন ...
জীবনে প্রথমবারের মত গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে অতি আনন্দিত হলাম মলাসইলমুইনা। আপনার জন্য অনেক শুভকামনা।
২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪১
মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে গল্প গুলো ভালই লেগেছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪
করুণাধারা বলেছেন: গল্পের পিছনের কাহিনি তো আর জানেন না...
অনেক দিন পর আপনাকে সামুতে দেখে ভালো লাগছে মোস্তফা সোহেল। ভালো থাকুন সবসময়।
২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: বুঝেছি, আপনাকে মাঝে মাঝে রাগাতে হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭
করুণাধারা বলেছেন: না, ঠিক করেছি এরপর একটা ভালো পোস্ট দেব।
লিখতে ইচ্ছা করে না, তাই আপনার শেষ দুটো পোস্ট অফলাইনে পড়লেও মন্তব্য করা হয়নি। আশাকরি শিগগিরই যাব আপনার পোস্টে।
৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৭
মিরোরডডল বলেছেন:
ধারাপু দুর্দান্ত হয়েছে !
মাঝে মাঝেই আপনাকে বিক্ষিপ্ত করতে হবে তাহলে এরকম মজার লেখা আসবে
প্রত্যেকটা জোস কিন্তু কিরপিন সুপার্ব !!!!!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ মিরোরডডল, গল্প ভালো লেগেছে জেনে ভালো লাগলো। কিরপিন লিখে ভাবলাম আমাদের কিরপিন যদি ফিরে আসেন! কোথায় কী!!
এরকম লেখা আর লিখতে চাই না। সামনে ভালো একটা লেখা লিখতে চাই।
শুভকামনা মিরোরডডল।
৩১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫
ফয়সাল রকি বলেছেন: ভালো লাগলো। মাঝের পর্বটা পড়তে পড়তে ভাবছিলাম...
কী ভাবছিলাম?
ভাবছিলাম- মন্তব্যেও স্পেসিং দেয়া দরকার।
আর কিছু?
হুম। প্রত্যেকটি গল্পের নিজস্ব শিরোনাম থাকলেও পোষ্টের আলাদা শিরোনাম- জবাব!
তাতে কী সমস্যা?
সমস্যা না। প্রশ্ন হলো- প্রশ্নগুলো কার ছিল?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৯
করুণাধারা বলেছেন: বোঝা গেল আপনি কিরপিন নন!!
এটা আসলে কোন প্রশ্নের জবাব নয়, ইটের জবাব পাঠকের দিয়ে বলা যায়। রাজীব নূর প্রায়শই বলেন ইসলামী রীতি ভালো না, কুরআন মানুষের রচনা ইত্যাদি। আমি প্রমান চাইবার পর তিনি আমাকে অন্ধবিশ্বাসী বলেন... তাই আমিও জবাব দিলাম।
৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: ্চমতকার!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫০
করুণাধারা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৮
ভুয়া মফিজ বলেছেন: আপনার এই পোষ্ট মোবাইলে আগেই পড়েছিলাম। আমার ব্যক্তিগত ব্যবহারের ল্যাপটপ নাগালে না থাকায় মন্তব্য করতে পারছিলাম না; মোবাইলে আমি বাংলা লিখতে পারি না। বুঝেনই তো আপা, রুটিরুজির ধান্ধায় থাকা লাগে। বেশকিছুদিন বাসায় ছিলাম না, ওয়েলস এর একেবারে শেষমাথায় যেতে হয়েছিল অফিসের কামে।
পোষ্ট নিয়ে আর কি বলবো। যখন বেকুবরা অতি চালাকের অভিনয় করে, তখন এ'ধরনের ঘটনা ঘটে। এদেরকে ইগনোর করা সবথেকে ভালো। আমি চেষ্টা করি, তবে এটা ঠিক, আপনার মতোই মাঝে মধ্যে পারি না।
গল্পগুলো চমৎকার। দোয়া করি, আপনে ক্ষণে ক্ষণে নিয়মিতভাবে চেতবেন। তাহলে এই ধরনের লেখা পাওয়া যাবে!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৮
করুণাধারা বলেছেন: ব্যক্তিগত ব্যবহারের ল্যাপটপ নাগালে না থাকায় মন্তব্য করতে পারছিলাম না ল্যাপটপ বাজেয়াপ্ত হয়েছিল মনে হয়!! কারণটা...
মাথা ঠান্ডা হবার পরে ভাবলাম এই পোস্ট মুছে দেই, কিন্তু ততক্ষণে অনেকেই মন্তব্য করে ফেলেছেন, তাদের উত্তর তো দেওয়া লাগে।
ব্লগ জীবনের শুরুতে একবার চাঁদ গাজীর কথায় মাথা গরম করে পোস্ট দিয়েছিলাম, আর এতদিন পরে... আশাকরি এরপর থেকে মাথা ঠান্ডাই থাকবে।
৩৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪২
মপোতোস বলেছেন: ২ নম্বরটা সুন্দর। আপনার অনুগল্প দেখে তো আমার গল্পগুলোকে কেটে-ছেঁটে অনু বানিয়ে পোস্ট করতে ইচ্ছে করছে।
পোস্টে পিলাচ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৩
করুণাধারা বলেছেন: কোন গল্প তো পেলাম না আপনার ব্লগে গিয়ে!! কবিতা ভালো লেগেছে। এবার থেকে না হয় গল্প লেখা শুরু করুন।
৩৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পগুলো ব্লগ বা ফেবুবাসীকে উদ্দেশ্য করেই লিখা।
বাস্তব গল্প। যে বুঝার সে বুঝবে।+++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৫
করুণাধারা বলেছেন: বাস্তব গল্প। যে বুঝার সে বুঝবে। আমার মনে হয় বুঝতে পেরেছেন তিনি।
অনেক ধন্যবাদ আপনাকে মোঃ মাইদুল সরকার, শুভকামনা।
৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১১
খায়রুল আহসান বলেছেন: দুটো অনুগল্প পড়ার সময় আমার দু'জনের কথা মনে হয়েছে।
৪ নং মন্তব্যে দেখলামঃ "অনুগল্প "জনৈক ফেসবুকার" অসাধারণ হয়েছে"। কিন্তু সে অনুগল্পটা কোথায়? আমি তো এখানে মাত্র দুটোই দেখতে পাচ্ছি।
এবারে মন ভাল হলে একটা অনুকবিতা লিখবেন।
রাগের পোস্টে দুটো অনুগল্পের জন্য দুটো প্লাস + +।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮
করুণাধারা বলেছেন: সাধারণত ধর্মীয় আর রাজনৈতিক পোস্ট আমি এড়িয়ে যাই, কারণ এই দুই বিষয়ে তর্ক করা অর্থহীন বলে মনে হয়। কিন্তু এরকম এক পোস্টে মন্তব্য করার পর যে প্রতিমন্তব্য পাই তাতে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাই আমি সেই পোস্টের লেখককে ফরমায়েশী লেখক হিসেবে উপস্থাপন করে তাৎক্ষণিক ভাবে একটা গল্প লিখেছিলাম, সেটাই জবাব, বাকি দুটো কোন গল্প নয়। কিন্তু পরে ভেবে দেখলাম প্রতিশোধ নেয়া কোন ভালো কাজ নয়। পুরো পোস্ট মুছে দিতাম, কিন্তু ইতিমধ্যে অনেকেই মন্তব্য করে ফেলেছেন দেখে শুধু জবাবের অংশ টুকু মুছে দিয়েছি। আলোচ্য পোস্টের লিঙ্ক দিলাম, সময় থাকলে মন্তব্য- প্রতিমন্তব্য পড়ে দেখবার জন্য অনুরোধ করছি। view this link
এই স্বল্প পরিসরের লেখায় আপনার মন্তব্য ও লাইক পেয়ে অনুপ্রাণিত বোধ করছি, অসংখ্য ধন্যবাদ।
৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৮
শায়মা বলেছেন: এত কঠিন গল্প লিখেছো!! বুঝতেই পারিনা।
দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে আমার.......
১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৬
করুণাধারা বলেছেন: না না, তোমার বুদ্ধি কমেনি একদম!
আমি একচোটে লিখে ফেললাম, তারপর দেখি কী লিখলাম বুঝিনা! তারপর দিলাম অনেকখানি মুছে, ফলে যা দাঁড়ালো তাকে বলা যায় হাতে রইলো পেন্সিল...
৩৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩২
জুন বলেছেন: আমি যা লিখবো ভাবতে ভাবতে মন্তব্যগুলো পড়তে পড়তে নীচে নামছি তখন দেখলাম শায়মা আমার কথাটি লিখে ফেলেছে করুনাধারা
১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪০
করুণাধারা বলেছেন: কী লিখলাম নিজেই বুঝতে পারছি না!! অনুগল্প যে না তা বুঝতে পারছি। প্রবন্ধ বা আধুনিক কবিতা বলা যায় কিনা ভাবছি...
এভাবে হতাশ করার জন্য দুঃখিত জুন। ভালো পোস্ট লেখা আছে, কিন্তু পোস্ট করার আগ্রহ পাই না।
৩৯| ০৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: আপনার অনুগল্প পড়লাম। অনেক ভালো লাগলো।
১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৯
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন।
৪০| ১৩ ই মার্চ, ২০২১ সকাল ১১:১৯
শায়মা বলেছেন: হা হা মন্তব্যটা অনুগল্প হয়েছে আপুনি!!!
আমি আবার বেশি কথা না বলে না লিখে কিছুই বুঝাতে পারিনা !
১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১১
করুণাধারা বলেছেন: কী যে বুঝলে তা যদি বুঝতাম!
৪১| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে আপি
২০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৭
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ ছবি। অনেক শুভকামনা।
৪২| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৮
ওমেরা বলেছেন: আপু আরো একটা গল্প লিখার সময় কিন্ত হয়েছে। এর ওর কথাকে হাদীস বলে বিভ্রান্তি মূলক পোষ্ট দিয়েই যাচ্ছে ।
ভালো থাকুন আপু সবসময় ।
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৮
করুণাধারা বলেছেন: ঠিক বলেছ ওমেরা, আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই পোস্টে চাঁদ গাজীর মন্তব্য আর তার উত্তর পড়ে দেখ। view this link খুব রেগে গেছি। একটা পোস্ট দেব ইনশায়া আল্লাহ। তোমার মন্তব্যের অপেক্ষায় থাকলাম।
৪৩| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: অনেক ভালো লাগলো।
৪৪| ১৫ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:০৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই রকম অণুগল্পের উদ্দেশ্য ঢাকঢোল পিটিয়ে বলা বিরাট বড় ব্যাপারস্যাপার যদিও আমি উদ্দেশ্যটি বুঝতে পারি নি
না বোঝাতেই বোঝে থাকা মঙ্গলজনক।
আচ্ছা, তারপর ওখানে কি নিকোটিন থাকতে পারতো না? আমরা না হয় তার ধোঁয়ায় পাপ ধোলাম!
তারপর,
বলতে থাকা আমাদের প্যাকপ্যাকানি কতটুকুই বা সীমানা বুঝে কেঁদে উঠতে পারে বলে করেন?
যাক, তারপর আছেন কেমন আপুনি?
০১ লা জুন, ২০২১ বিকাল ৫:১২
করুণাধারা বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম, এত দেরি হলো উত্তর দিতে মে আপনি এখন ব্লগে আসছেন না। আমি ভালো আছি। আশাকরি আপনিও ভালো আছেন।
মূল গল্প লিখেছিলাম একজনের ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যর প্রতিবাদ হিসেবে। পরে সেই গল্প মুছে দিয়েছি। তাই যা আছে সেখান থেকে এর অর্থ বের করা কষ্টকর। তবু আপনি পড়েছেন এবং মন্তব্য করেছেন, অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৯
এম ডি মুসা বলেছেন: ভুট্টা চাষে প্রভাব বাড়বে