নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) প্রথমে বাঘের মত হুংকার দিয়ে ফেসবুক ইউটিউবকে ভয় দেখানো...
২) এরা যখন পাত্তা দিল না,
৩) তখন বাঘ থেকে বিড়াল হয়ে যাওয়া... ফেসবুক ইউটিউব আবার চলতে দেওয়া...
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪২
করুণাধারা বলেছেন: দেশে ফেসবুকের ব্যবহার বন্ধ তো করতে পারেনি... শুধু শুধু কয়দিন নিজের পাওয়ার দেখাতে হম্বিতম্বি করে নিলেন...
২| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৫৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আহা! এখন যে বিড়াল বিড়াল ভাব
৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
করুণাধারা বলেছেন: মাথাটা একেবারে আউলায় গেছে, কখন কি বলে কোন ঠিক নাই! একবার বলে, আগুন দিয়ে ইন্টারনেট পুড়ায় দিছে। আবার বলে, সাবমেরিন কেবলের কিছুটা মাটির উপরে ছিল ওইটা কেটে দিয়ে ইন্টারনেট কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এখন বলছে ইন্টারনেট সরকার বন্ধ করে নেই, একা একা বন্ধ হয়ে গেছে! রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এমন ক্লাউনকে কি করে নিয়োজিত করা হয়!!
৩| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বেশিভাব ভালোনা।
৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
করুণাধারা বলেছেন: ভিতরের অসারতা ঢেকে রাখার জন্য এমন গুরুত্বপূর্ণ মানুষের ভাব নিতে হয়!
৪| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১৫
নজসু বলেছেন:
ফেসবুক ছেড়ে দেয়ার পরেও আমার কোন লাভ হলো না।
গাড়ি চলে না, চলে না, গাড়ি চলে না রে
৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
করুণাধারা বলেছেন: ঠিকই বলেছেন, এত স্লো নেট জীবনে দেখি নাই!
৫| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১৭
নজসু বলেছেন:
প্রতিমন্ত্রী বলেছেন, ইউটিউব ই-মেইলে ব্যাখ্যা দিয়েছে। ফেসবুকের প্রতিনিধি অনলাইনে সরকারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। টিকটকের প্রতিনিধি সশরীরে হাজির হন। তিনি আরও বলেছেন, ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ কন্টেন্ট সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে ২১ শতাংশ। টিকটক সরিয়েছে ৬৮ শতাংশ।
৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
করুণাধারা বলেছেন: তিনি আরও বলেছেন, ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ কন্টেন্ট সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে ২১ শতাংশ। টিকটক সরিয়েছে ৬৮ শতাংশ।
সরকারের অনুরোধে ইউটিউব ফেসবুক এভাবে কাজ করবে, ঠিক বিশ্বাস হয় না। এদিকে বলছেন যে ইউটিউব ফেইসবুক সাড়া দিচ্ছে না...
পরিস্থিতি হ্যান্ডেল করার মত বিচক্ষণতা এনার নেই, এটা ভালোভাবেই বোঝা গেল।
৬| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:২৮
ডার্ক ম্যান বলেছেন: সরকার তো আপনার মতো নিজের কথা চিন্তা করে না।
এফ কমার্স অনেকের রুটি রুজির বিষয়।
ইউটিউব তো অনেক আগে থেকেই চালু।
এই ব্লগ বন্ধ হয়ে গেলে কি কারো কোনো ক্ষতি হবে? হবে না।
কিন্তু ফেসবুক দেশে বন্ধ হয়ে গেলে অনেকের আর্থিক সমস্যা দেখা দিবে।
৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
করুণাধারা বলেছেন: কিন্তু ফেসবুক দেশে বন্ধ হয়ে গেলে অনেকের আর্থিক সমস্যা দেখা দিবে।
ফেসবুকে আপত্তিকর কন্টেন্ট দেয়া হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, এই অজুহাতে facebook বন্ধ করে দেওয়া গেল, কিন্তু একবারও চিন্তা করলেন না, যে এই ফেসবুকের মাধ্যমে কত মানুষের জীবিকা আহরণ হয় অনলাইন ব্যবসা করার মাধ্যমে। দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পজিশনে বসা একটা মানুষ এমন ভুল কি করে করে! ইন্টারনেট বন্ধ করার আগে একবার ভেবে দেখা উচিত ছিল এর ফলে কত দিকে কত ক্ষতি হতে পারে।
৭| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪২
জুন বলেছেন: ফেবুর মালিক নাকি রাতের অন্ধকারে বিডিতে আসছিল করুনাধারা।
আপনি টের পান্নাই
৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
করুণাধারা বলেছেন: ফেবুর মালিক নাকি রাতের অন্ধকারে বিডিতে আসছিল করুনাধারা।
আপনি টের পান্নাই
আগে টের পাই নাই, কিন্তু উনি যাওয়ার পরে শুনছি অনেক মাপটাপ চেয়ে মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছেন, বাংলাদেশে যেন ফেসবুক বন্ধ না করা হয় । তাহলে ফেসবুকের মালিক নাকি ভাতে মারা পড়বে একেবারে। এই কথা শুনে আমাদের পলক সাহেব দয়া
করে বাংলাদেশে ফেসবুক চালাতে দিলেন!!
৮| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২০
ইএম সেলিম আহমেদ বলেছেন:
৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
করুণাধারা বলেছেন: দুই কান কাটার একটা ইমো থাকলে ভালো হতো। পলক সাহেবের নাম উল্লেখ করলে পাশে সেই ইমো বসিয়ে দিতে পারতাম!
৯| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৩
ইমরান৯২ বলেছেন: ভাব পলক ভাইয়ের পিছন দিয়ে ভরে দিলো
৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
করুণাধারা বলেছেন: এই ভাব আর মিথ্যা কথন দিয়েই উনারা চালিয়ে যাচ্ছেন।
১০| ৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
আরোগ্য বলেছেন: এদের মত নির্লজ্জ মন্ত্রী বিশ্বের কোথাও আছে বলে আমি সন্দিহান। নিঃসন্দেহে এদের প্রত্যেককে নির্লজ্জতার জন্য নোবেল পুরষ্কার দেয়া উচিত। কঠিন প্রতিযোগিতা হবে।
৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
করুণাধারা বলেছেন: নির্লজ্জতার জন্য নোবেল পুরষ্কার দেয়া উচিত। কঠিন প্রতিযোগিতা হবে।
তখন দেখা যাবে, মিথ্যা কথা বলার প্রতিযোগিতায় নেমে পড়বেন। অসংখ্য মানুষের রুটি রুজি বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে দিলেন। তারপর এই অপরিনামদর্শী সিদ্ধান্তের স্বপক্ষে হাজারটা মিথ্যা কথা বলে গেলেন। অথচ থেকে কতটা ক্ষতি হলো সবকিছুর...
১১| ৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
মেঠোপথ২৩ বলেছেন: জুকারবার্গরে রিমান্ডে নিয়া দরকার। পুরাই জামাত শিবির হয়ে গেছে ব্যটা
৩১ শে জুলাই, ২০২৪ রাত ১১:২১
করুণাধারা বলেছেন: পুরাই জামাত শিবির হয়ে গেছে ব্যটা
আমাকেই যখন জামাত শিবির বলা হলো, তাহলে জুকারবার্গকে এই কথা বলাই যায়।
১২| ৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
ডার্ক ম্যান বলেছেন: যখন বন্ধ করা হয়েছিল তখন পরিস্থিতির কারণেই করা হয়েছিল।
২০১৮ সালে আন্দোলনে ফেসবুকে মিথ্যা মৃত্যুর গুজব ছড়িয়ে নষ্টামি করেছিলো অনেকে। এমনকি অভিনেত্রী নওশাবা এই কারণে কিছুদিন জেল খেটেছিলেন।
এবার তো এমনিতেই মৃত্যুর সংখ্যা অসংখ্য। তাহলে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতো চিন্তা করেন।
এবারো অনেক মেয়ের মৃত্যুর গুজব উঠেছিলো।
৩১ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৪
করুণাধারা বলেছেন: ফেসবুকের বিকল্প কিন্তু তারা বের করে ফেলছিল। এখন তো দেখলাম তারা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান করেছে। তাই আন্দোলনকারীদেরকে ঠেকানোর জন্য ফেসবুক বন্ধ করাটা খুব কার্যকরী হয়নি বরং ফেসবুকে মাধ্যমে যারা ব্যবসা করতো সেরকম অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে।
১৩| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩২
মুক্তা নীল বলেছেন:
আপা এবার নতুন নাটক শুরু করে দিয়েছে রেমিট্যান্স এর জন্যে কান্নাকাটি করছে পলক সাহেব
৩১ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৭
করুণাধারা বলেছেন: এত মানুষের মৃত্যু হল, অথচ পরিস্থিতি বুঝে পদক্ষেপ এবার মত বিচক্ষণতা এই লোকের নেই। সেজন্য উল্টাপাল্টা কাজ করছে আর উল্টাপাল্টা কথা বলছে।
১৪| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ৯:০৭
কিশোর মাইনু বলেছেন: Believe me, I aint kidding, I was genuinely afraid for Mr. Zuckerberg and Mr. Mohan. I mean what The Mighty Palak might do to little Mark and Neal. Fortunately, Palak had a change of mind and spared their life.
৩১ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩২
করুণাধারা বলেছেন: ব্যবস্থা নেবার হুমকি দেবার পরেও জুকারবার্গের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা পলকের মহত্ত্ব। তবে জুকারবার্গের বিরুদ্ধে ভিসা স্যাংশন দেওয়া হতে পারে।
১৫| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গার্বেজ পোস্ট।
৩১ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৭
করুণাধারা বলেছেন: বেশ!
১৬| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ১০:৩৪
নব অভিযান বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ কি তাদের নিয়ম মেনে চলছে?
৩১ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩৯
করুণাধারা বলেছেন: আপনি বোধহয় বলতে চেয়েছেন যে, ব্লগ কর্তৃপক্ষ যেমন বলেছে তিন দিন পর্যবেক্ষণ করে তারপর আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দিবে, অথচ সাত দিনেও আপনি প্রথম পাতায় লেখার সুযোগ পাচ্ছেন না...
আসলে এটা লেখা থাকলেও প্রথম পাতায় লেখার সুযোগ পেতে কখনো কয়েক মাসও লেগে যায়। ব্লগ কর্তৃপক্ষের লেখা উচিত ছিল, "অন্ততপক্ষে তিন দিন" পর্যবেক্ষণ করা হবে।
তাড়াতাড়ি প্রথম পাতায় লেখার সুযোগ পান আপনি, শুভকামনা রইল।
১৭| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৫
শায়মা বলেছেন: গুজবের উত্তর সত্য দিয়ে লড়তে হয়।
তা না হলে এমনই বিড়াল হয়ে যেতে হয়।
আমার আর কিচ্ছু ভালো লাগছে না আপুনি!
৩১ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৬
করুণাধারা বলেছেন: আমার আর কিচ্ছু ভালো লাগছে না আপুনি!
আমারও ভালো লাগছে না। শুধু মানুষের যন্ত্রণার কথা শুনছি, মৃত্যুর কথা আর ধ্বংসের কথা শুনছি। এইমাত্র কিসের শব্দ শুনে মনে হলো গুলির শব্দ... তাড়াতাড়ি দেখে নিলাম জানালা থেকে দূরে বসেছি কিনা!
জানিনা কবে এই দুঃখ আর ভয়ের দিন শেষ হবে।
১৮| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কোথাও আস্তার যায়গা রইলোনা। জাতি এমনটাই শিখবে, পরে তার আউটপুট এমনি হবে।
১৯| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেষ পর্যন্ত সব জারিজুরি মাটিতে মিশিয়ে গেল।
২০| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ৯:২৩
শেরজা তপন বলেছেন: জুন'আপুর মন্তব্য যথার্থ! আমিও এমন একটা গোপন সংবাদ শুনেছিলাম ... পুরা মাটিতে গড়িয়ে কান্নাকাটি অবস্থা নাকি
২১| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৭
ভুয়া মফিজ বলেছেন: আসলে ফেসবুক, ইউটিউব, হোয়াটসএ্যপ, টুইটার, মুইটার যা কিছু আছে, সবই বিএনপি-জামাতের কাছ থেকে টাকা খেয়েছে। তাদেরকে আর টাকা না খাওয়ার শর্তসাপেক্ষে এবারের মতো মাফ করা হলো। ভবিষ্যতে সরকার আরো কঠোর হবে। পলকের নেতৃত্বে হেলমেট বাহিনী আম্রিকা গিয়ে তাদের হেড অফিসে হামলা করলেও আমি আশ্চর্য হবো না। হাকাসহ আরো কিছু বলগার তথ্য দিয়ে পলককে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।
যথারীতি আপনার পোষ্টে কিছু গার্বেজ ব্লগারের উপস্থিতি দেখতে পেলাম। এইসব দুর্গন্ধযুক্ত ব্লগারদের পশ্চাদ্দেশে লাথি মারার কোন বিকল্প নাই।
২২| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১১:০৩
মিরোরডডল বলেছেন:
একটা সময় আমি পলককে অন্য মন্ত্রীদের থেকে একটু আলাদা মনে করেছিলাম।
তরুণদের সাথে মিলে গান টান করে, একটু অন্যরকম।
কিন্তু এবারের ঘটনায় পলকের ঘণ্টায় ঘণ্টায় স্টেটমেন্ট বদলানো আর মিথ্যাচারিতা দেখে চরম বিরক্ত হয়েছি।
এরা সাধারণ মানুষকে কি মনে করে!!!
এদের কি একবারো মনে হয়না, এরা নিজেদের কোথায় নামাচ্ছে!!!
২০২৪ এ এসে ইন্টারনেট ছাড়া একদিনও চিন্তা করা যায়? যেখানে অলমোস্ট সব কাজ ইন্টারনেট নির্ভর।
১১ দিনের জন্য পুরো দেশকে পঙ্গু করে রেখেছিলো, ইভেন যখন কানেক্টেড হয়েছে, সেটাও ইউজেবল না।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩৪
শাহ আজিজ বলেছেন: