![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্ম ফরিদপুরের সালতা গ্রামে। বর্তমানে আমেরিকা প্রবাসী। আমার বাবা একজন কৃষক। বাবার সাথে বহুদিন অন্যের জমিতে কাজ করেছি।
অদূরে তাকিয়ে হাল ধরে আছি- চাই শুধু পরিণাম
দুঃখ, ব্যাথা, কষ্ট, ভয় সবই আছে- আগের মতই
আমি তোমার হাত ধরে হাঁটতে চাই। তার মানে-
এই না যে আমি তোমার স্বাধীনতা হরণ করবো।
পৃথিবীর সীমান্তের সব কাটাতার গুড়িয়ে দেবো
লোকে যা বলে বলুক, আমি তার রাখি না হিসাব।
অসংখ্য কালো কালো সাপ ফণা তুলে আছে-
তুমি ভয় পেও না- আমি তোমার হাত ধরে রাখব
বারবার তারা আমায় ফেলে দেয়- তীক্ষ্ণ দাঁত দেখিয়ে
একটু আদর দিও- তবে সব দহন যাবে বাতাসে উঁড়ে
মানুষ মিথ্যাবাদী হয়ে গেছে- বড় জ্বালা তাদের বুকে
বুঝে গেছি- দিন কে দিন মানুষ হয়ে যাচ্ছে জন্মান্ধ।
মাথার উপরে কালো কালো চিল চক্রাকারে ঘুরছে অবিরত
চাঁদের আলোকে তারা ঢেকে দিতে চায়- করবে যত অনাচার
তাদের রহস্যময় ধাঁধাঁ-ধান্ধায় আমি হাবুডুবু খাই ভর সন্ধ্যায়
চারিদিকে শুধু ভেজা বারুদের গন্ধে- আমার দম বন্ধ হয়ে আসে
এই নষ্ট-বিকৃত নগরী থেকে চলো মেঘেদের দেশে যাই আজ
এক আকাশ ভালোবাসায় ঘাসফড়িং উঁড়ে এসে বসবে-
তোমার আঁচলে, জন্ম নিবে একটি মানব শিশু।
২৪ শে আগস্ট, ২০২১ রাত ১:০৪
কুশন বলেছেন: একদিন সম্ভব হবে।
২| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৭
ইসিয়াক বলেছেন: প্রতি মন্তব্য আশা করছি প্রিয় কুশন ভাইয়া।
২৪ শে আগস্ট, ২০২১ রাত ১:০৬
কুশন বলেছেন: ইসিয়াক সাহেব বেশি লাফালাফি ভালো না। আপনার গোপন তথ্য ফাঁস করে দিবো। সাবধান হোন।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০০
ইসিয়াক বলেছেন: আমার সম্পর্কে কি কি জানেন জানতে ইচ্ছে হয়। সব গোপন তথ্য ফাঁস করে দেবেন বলাতে সংসপ্তক নাটকের কথা মনে পড়ে গেল। হা হা হা
১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৪
কুশন বলেছেন: আমি ফান করছি না। আমি সিরিয়াস। কাজেই সাবধান। প্লীজ।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৪৭
ইসিয়াক বলেছেন: পৃথিবীর সব সীমান্তের কাঁটাতারগুলি গুড়িয়ে দেওয়া ভালো।
কিন্তু বাস্তবে কি সম্ভব?