নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়। -জীবনানন্দ দাশ

কুশন

আমার জন্ম ফরিদপুরের সালতা গ্রামে। বর্তমানে আমেরিকা প্রবাসী। আমার বাবা একজন কৃষক। বাবার সাথে বহুদিন অন্যের জমিতে কাজ করেছি।

কুশন › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন বোন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১:৩১



মানুষ জীবন পায় শুধু একবারই বাঁচার জন্য। কাজেই তাকে এমনভাবে কাজ করে যেতে হবে, যাতে জীবনের শেষ প্রান্তে এসে মনে না হয় যে, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় আমি নষ্ট করেছি আলস্য করে। এটা তার মনে হতে হবে যে, আমি জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছি মানুষের মহত্তম কল্যাণের জন্য।

একজন মানুষ লিখবে এটা তার স্বাধীনতা।
একজন পাঠক পড়বে। কতটুকু গ্রহণ করবে আর কতটুকু বর্জন করবে সেটা পাঠকের স্বাধীনতা। কিন্তু একজন মানুষকে তার নিজ দেশ থেকে জোর করে বের করে দেয়া আর ফিরতে না দেয়া এটা অবশ্যই শুধু অন্যায় না, বড় ধরণের অন্যায়। দেশের মেয়ে দেশে ফিরে আসুক এটাই আমি চাই। মনে প্রানে চাই।

যারা তসলিমা নাসরিনকে দেশে ফেরার বিপক্ষে কথা বলে তাদেরকে ঠেকানোর দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারন ঘুড়ির নাটাই তার হাতে। আসল সিদ্ধান্ত নেবার মালিক তিনি। বাংলাদেশের বকধার্মিকদের বিচারবুদ্ধি নীচু মানের, মোল্লারা ও জামাতীরা আরেকটু নীচু মানের, কাজেই তসলিমা নাসরিনের নাগরিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ খুব প্রয়োজন। উনি একবার আঙ্গুল তুললে হেফাজতসহ সক্কলে চুপ হয়ে যাব।

এই দেশে চোর, ডাকাত, ধর্ষক, দুর্নিতিবাজ, বদমাশ থাকতে পারবে কিন্তু একজন লেখিকা থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? এই দেশ শুধু কি মোল্লাদের? এরকম সাহসী নারী বাংলার ঘরে ঘরে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেত। আমি মনে প্রানে চাই তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনা হোক। এটাই আমার দাবী।

হুমায়ূন আহমেদ ছাড়া আর কোনো কবি সাহিত্যিককে তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলতে শুনি নি। লিখতে দেখি নি। হুকুম এবং দাবী একটাই তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে হবে। কেন প্রধানমন্ত্রীর কাছে লেখক সমাজ স্মারকলিপি দিচ্ছে না? বাংলাদেশের কবি সাহিত্যিকেরা কি চান না তিনি দেশে ফিরে আসুক? কত বছর হয়ে গেলো! দেশের মেয়ে কেন দেশে ফিরে আসবে না? তসলিমার সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। তাকে বড্ড অসহায় করে দেওয়া হয়েছে। এটা ঠিক না। এটা অন্যায়। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অথচ এই অন্যায়ের প্রতিবাদ করতে কোনো কবি সাহিত্যিককে দেখছি না। এটা দুঃখজনক।

তসলিমা দেশে থাকলে নারী জাগরণ ঘটতো। তাঁর লেখায় উঠে আসতো নারীদের পেছনে ঠেলে দেয়ার বিষয়গুলো। তিনি দূরে থাকায় আমাদের ক্ষতি কম হয়নি। তাই দাবি করি এখনি ফিরিয়ে আনা হোক। শুভ জন্মদিন বোন। আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। এ দেশের মানুষ ভালো না। এদেশের কবি সাহিত্যিকেরা ভালো না। এরা স্বচ্ছ নয়। এরা ধান্দাবাজ। অবশ্য বর্তমানে আমাদের দেশে সত্যিকার কবি সাহিত্যিক খুব কম। যা আছে তারা তথাকথিত কবি সাহিত্যিক। দেশে ভরে গেছে দুষ্টলোকে। দরকার নেই আপনার এই দুষ্টলোকে ভরা দেশে আসা। আপনাকে ভালোবাসি বোন।

শুভ জন্মদিন বোন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



জন্মদিনের শুভকামনা রলো তসলিমা নাসরিণের জন্য।

তসলিমা দেশে এলে, সৌদীতে নারী পাঠানোর বিপক্ষে ও গার্মেন্টস'এর মেয়েদের অধিকারের জন্য কথা বলতেন।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫৪

কুশন বলেছেন: একদম সঠিক।

২| ২৫ শে আগস্ট, ২০২১ ভোর ৬:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: তার লিখা বেশ কিছু কবিতা গ্রন্থ প্রকাশনীতে সংরক্ষণ করা হয়েছে। আগামীতে আরো কিছু লিখা আসবে। ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫৫

কুশন বলেছেন: খুব ভালো কাজ করেছেন।

৩| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৭:৪৯

মিরোরডডল বলেছেন:




রাজীব নূরের এই কাজটা ভালো লাগে ।
প্রতি বছর মনে করে তসলিমা নাসরিনের জন্মদিনে পোষ্ট দেয়া ।

লেখিকাকে জন্মদিনের শুভেচ্ছা ।


সেকেন্ড প্যারায় এই কথাগুলো আমার একটা কমেন্ট কপি পেস্ট করে দেয়া হয়েছে ।
কেনো রাজীব, একটা সামান্য কমেন্টও কপি করতে হয় :(

একজন মানুষ লিখবে এটা তার স্বাধীনতা।
একজন পাঠক পড়বে। কতটুকু গ্রহণ করবে আর কতটুকু বর্জন করবে সেটা পাঠকের স্বাধীনতা। কিন্তু একজন মানুষকে তার নিজ দেশ থেকে জোর করে বের করে দেয়া আর ফিরতে না দেয়া এটা অবশ্যই শুধু অন্যায় না, বড় ধরণের অন্যায়।




২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫৬

কুশন বলেছেন: আপনার কোথাও ভুল হচ্ছে। আমি রাজীব নূরকে চিনি না। দুজন মানুষকে একসঙ্গে গুলিয়ে ফেলছেন কেন?
হ্যাঁ সেটা আপনার লেখা। অস্বীকার করছি না।

৪| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৭:৫২

মিরোরডডল বলেছেন:



রাজীবের (কুশন) যেটা ভালো লাগে না অহেতুক মিথ্যাচার ।
সেকেন্ড পোষ্ট ছবি ব্লগের শুরুতে, ফর নো রিজন এতোগুলো মিথ্যা বলার কি দরকার ছিলো !!!!
নট গুড ম্যান, নট গুড ।

এনিওয়ে রাজীব, থ্যাংকস ফর দিজ পোষ্ট ।


২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫৭

কুশন বলেছেন: আপনি আবারও ভুল করছেন।
শুধু শুধু অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন!!!!

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫৭

কুশন বলেছেন: আপনি আবারও ভুল করছেন।
শুধু শুধু অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন!!!!

৫| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৮:০২

ইসিয়াক বলেছেন: আপনারা কয় ভাই বোন?

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫৮

কুশন বলেছেন: কেন? সেটা দিয়ে আপনার কি দরকার? নিজের চরকায় তেল দেন।

৬| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: কুশন,



"একজন মানুষ লিখবে এটা তার স্বাধীনতা।
একজন পাঠক পড়বে। কতটুকু গ্রহণ করবে আর কতটুকু বর্জন করবে সেটা পাঠকের স্বাধীনতা। কিন্তু একজন মানুষকে তার নিজ দেশ থেকে জোর করে বের করে দেয়া আর ফিরতে না দেয়া এটা অবশ্যই শুধু অন্যায় না, বড় ধরণের অন্যায়।"

মন্তব্যে এই লাইনগুলো দিয়েই তসলিমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চেয়েছিলুম। মন্তব্য করতে এসে দেখি এই লাইনগুলো কোনও এক পোস্টে মিরোরডডল এর করা (তারই ভাষ্যমতে) মন্তব্যটিই তুলে দিয়েছেন। এটা ভালো কাজ না হলেও তসলিমার জন্যে এমন কথাগুলোর প্রয়োজন ছিলো।

শুভেচ্ছা তসলিমা নাসরিনকে।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫৮

কুশন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৫০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মিরর আপু খুব মজা পেলাম। শিরোনাম দেখেই বুঝতে পারছিলাম কার লেখা।
@রাজীব নূর, রাস্তায় ছেলেরা দাঁড়িয়ে প্রসাব করে, তাই মেয়েদের ও সেই কাজ করতে হবে। এমন দাবি নিয়ে কথা বলা নারী আর যাই হোক নারী জাগরণে কতটুক ভূমিকা রাখবে তা কিন্তু প্রশ্ন থেকেই যায়।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫৯

কুশন বলেছেন: ডাক্তার দেখান।

৮| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৭

বিটপি বলেছেন:
উপন্যাসের নায়কের উপর ভর করে নিজের জন্মভূমিকে বিশ্রী ভাষায় গালাগালি করে.........
এই বেশ্যা খা**কে যার বোন বলে ডাকতে সাধ হয়, তার পাছায় হাজারটা লাথি।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫৯

কুশন বলেছেন: তুমি জাহান্নামে যাও।

৯| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বোনেরও উচিত আপনার জন্মদিনে শুভেচ্ছা জানানো। তারপরও আপনার শুভেচ্ছা যেন আপনার বোনের কাছে পৌঁছে সেই কামনা করছি। ওনাকে দেশে আনার ব্যাপারে ভাই হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে। আপনি কিছু করছেন কি?

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০০

কুশন বলেছেন: বোনের সাথে আমার যোগাযোগ আছে। সুইডেনে দেখাও হয়েছে।

১০| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪১

আমি নই বলেছেন: আহা, কি মায়া!!! নারী জাগরণে প্রভাব রাখার ক্ষমতা থাকলে দুনীয়ার যেকোনো প্রান্ত থেকেই পারা যায়। সেই ক্ষমতা তার নেই।

পিএম এর আর খায়া কাম নাই, আপনার দাবী নিয়ে আপনি রাস্তায় নামেন, যারা চাইবে তারা আপনার সাথে যোগ দিবে, আজাইরা দেশের মানুষরে দোষারোপ করেন কেন?

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০০

কুশন বলেছেন: আচ্ছা।

১১| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজীব নুর সাহেবও তসলিমা নাসরিনের ভক্ত। আপনি আর রাজীব নুর মিলে আপনার বোনকে দেশে আনার জন্য চেষ্টা চালিয়ে যান।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০১

কুশন বলেছেন: আপনার সমস্যা কি?
সহজ পথে চলুন। নিজে ভালো থাকুন। অন্যকেও ভালো থাকতে দিন।

১২| ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: এখন বাংলাদেশের একটি নিজস্ব ধর্ম রয়েছে। রাস্ট্রধর্ম। এই প্রেক্ষিতে আপনার দাবী কতোটা ফলপ্রসু হবে জানি না।
১৯৭৪এ যখন ধর্মনিরপেক্ষ বাংলাদেশ ছিল, কবি দাউদ হায়দারকে তখন দেশ ছাড়তে হয়েছিল। প্রেক্ষাপট বুঝুন।
শেখ পরিবার কখনোই ধর্মীয় হাঙ্গামা চায় না। এসব থেকে নিজেদের বরাবরই নিরাপদ দুরত্বে রাখতে পছন্দ করেন। তারা জামাতকে অকার্যকর করতে পারলেও হেফাজতের ছায়াকে নিরাপদ মনে করেন।

তসলিমা নাসরীন দীর্ঘ জীবন লাভ করুন। শুভ জন্মদিন।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০২

কুশন বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৩| ২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা তাহলে কুশনকে চিনলাম, ব্লগের কোশন,

ধন্যবাদ মিরোরডডল

নষ্ট মানুষের জন্য আহাজারী ফেসবুকেও দেখলাম

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০৩

কুশন বলেছেন: মানুষের গন্ধ পেলেই ভূত এসে হাজির হয়।

১৪| ২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা হাসতে হাসতে মরে যাই রাজীব নূর নাকি এখন আমেরিকা থাকেন

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০৪

কুশন বলেছেন: মানুষের মতো হাসি দিন। দুষ্ট মানুষের মতো না।
আর রাজীব সাহবের কথা আমার পোষ্টে কেন? আপনার কি চুলকানি রোগ আছে?

১৫| ২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৪

ইসিয়াক বলেছেন: কুশন ভাই আমার ব্লগে একটু ঘুরে যাবেন প্লিজ। আমার লেখায় আপনার মূল্যবান মন্তব্য আশা করছি :-B

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০৪

কুশন বলেছেন: দেখি সময় পেলে আসবো।

১৬| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৪

পাজী-পোলা বলেছেন: বিটপি বলেছেন- "উপন্যাসের নায়কের উপর ভর করে নিজের জন্মভূমিকে বিশ্রী ভাষায় গালাগালি করে.........
এই বেশ্যা খা**কে যার বোন বলে ডাকতে সাধ হয়, তার পাছায় হাজারটা লাথি।"


আপনার নিজের ভাষা কোন দিকে গেছে লক্ষ্য করেছেন? বেশ্যারা কি কারো বোন না? পেটের চাহিদা মেটাতে যারা শরীর বেচে তাদের বেশ্যা বলে গালি দেন, যারা শরীরের চাহিদা মেটাতে টাকা দিয়ে ওদের কাছে যায় তাদের কী বলে গালি দিবেন? নিজেকে কী বলে দিবেন?

ওরকম বাঙালিরা দিনের মধ্যে দশবার দেয়। শালার দেশ, বালের দেশ কিছুই বাদ রাখে না। গল্পের চরিত্র গুলো বাস্তবের বাহিরে থেকে আসে না আর লেখক কোন স্বর্গের গল্প লেখে না। উনার লেখা আপনার ভালো নাই লাগতে পারে, সেটার জবাব লেখা দিয়ে দেন।

কথাটা হল" তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?।" কিন্তু দু:খজনক ভাবে আপনাদের মাঝে যেটা দেখি " তুমি অধম হইলে, আমি পারব না কেন?"

১৭| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১১:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: কুশন কমেন্ট কপি করেছে; রাজীব নূরের কথা আসলো কেন?

মাথার উপ্রে দিয়া গেলো!

১৮| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১১:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ ঋণাত্মক শুন্য - কুশন এবং রাজীব নূর উভয়েই তসলিমা নাসরিনের ভাই। ওনাদের দুইজনের মধ্যে কি সম্পর্ক এটা আপনি কুশন সাহেব অথবা রাজিব নূর সাহেবের কাছে থেকে জেনে নিতে পারেন। আমি জিজ্ঞেস করলে ওনারা রেগে যান। তাই আপনাকে জিজ্ঞাসা করতে বলছি। কারণ আমিও উত্তরটা জানতে চাই।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০৬

কুশন বলেছেন: ফালতু মন্তব্য নিয়ে দয়া করে আমার পোষ্টে আসবেন না।

১৯| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৫০

বিটপি বলেছেন: পাজী পোলা, মুখে মুখে মনে হয় বাংলাদেশকে আপনিও গালাগালি দেন। কিন্তু সেটা লিখিত দিতে পারবেন? এঈ ব্লগে চেষ্টা করুন তো প্রিয় জন্মভূমিকে গালাগালি দিতে, তারপর দেখুন তো আপনার অবস্থাটা কি হয়?

মুখে মুখে গালি দিলে আমি ধরে নিতে পারি কোন বিরূপ পরিস্থিতির শিকার হয়ে স্বাভাবিক বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছে, কিন্তু উপন্যাসের নায়কের মুখ দিয়ে বের করতে দেশের প্রতি প্রচন্ড ঘৃণা তৈরি হওয়া লাগে। তসলিমা নাসরিনের মত মেন্টালিটির অনেক লেখক লেখিকা আমরা দেখেছি, কিন্তু তাঁদের কারোরই সাহস হয়নি জন্মভূমিকে গালাগালি দিয়ে কোন উপন্যাস বা কাব্য লিখতে। তসলিমা এদিকে ইউনিক। তাঁকে যারা বোন বলে ডাকে, তারাও তার মতই দেশের জারজ সন্তান বলে আমি মনে করি।

২০| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
এরকম একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা ছিলো আমার। সময়ের অভাবে দিতে পারি নি।


আমার নাম নিয়ে অন্ধ মন্ধ কথা বলে লোকে কি সুখ পায়!!

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০৭

কুশন বলেছেন: লোকজন আপনার উপর এত ক্ষ্যাপা কেন?
তাঁরা আমার পোষ্টে এসে এসব কি বলে? দয়া করে এদের মানা করে দিবেন আমার পোষ্টে এসে ফাজলামো করতে।

২১| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
এরকম একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা ছিলো আমার। সময়ের অভাবে দিতে পারি নি।


আমার নাম নিয়ে অন্ধ মন্ধ কথা বলে লোকে কি সুখ পায়!



আহারে বেচারা সময় পায় নাই :(

২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:০৫

কুশন বলেছেন: সমাজে অসুস্থ মানসিকতার লোক দ্রুত বাড়ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.