নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়। -জীবনানন্দ দাশ

কুশন

আমার জন্ম ফরিদপুরের সালতা গ্রামে। বর্তমানে আমেরিকা প্রবাসী। আমার বাবা একজন কৃষক। বাবার সাথে বহুদিন অন্যের জমিতে কাজ করেছি।

কুশন › বিস্তারিত পোস্টঃ

আপনাকে যদি একটা পিস্তল আর একটা মাত্র গুলি দেয়া হয়, তবে আপনি কাকে গুলি করবেন?

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫১



১। একদিন এক কাঁকড়া সাগরের তীর ধরে হেঁটে যাচ্ছিল। সাগরের ঢেউ এসে বারবার তার পায়ের ছাপ মুছে দিয়ে যাচ্ছিলো। সেটা দেখে কাঁকড়া বলল- তুমি আমার বন্ধু হয়েও কেনো বারবার আমার এত সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিচ্ছো?
ঢেউ উত্তর দিল- এক জেলে তোমাকে ধরার জন্য তোমার পায়ের ছাপ অনুসরন করছে। তাই আমি তা মুছে দিচ্ছি। যাতে তুমি ভাল থাকো, সুরক্ষিত থাকো।

সত্যিকার বন্ধু উপকার করে কিন্তু , বিনিময়ে চায় না কোন প্রতিদান। আসলে বন্ধুরুপী সেই হীরা গুলো চিনতে আমাদের অনেক দেরি হয়ে যায়। অথচ তারা নিরবে আমাদের অনেক উপকারই করে যায়।

২। মরা ইঁদুর পড়ে আছে এক পবিত্র স্থানে। দুর্গন্ধ ছড়াচ্ছে খুব। কয়েকজন মুরব্বি বললেন, - ইঁদুরের ভাগ্য দেখছো! আহা, মরণ যদি হয় তো হোক এমন পবিত্র মরণ। কিন্তু পবিত্র মরণের পচা গন্ধ আর দশটা পচা গন্ধের মতই হয়। এই গন্ধে সবাই অতিষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো, ঐ পচা ইঁদুরের জায়গাটা বেড়া দিয়ে আলাদা করা হবে। কাজ হলো না। সিদ্ধান্ত নেওয়া হলো, বালতি বালতি পানি ঢালা হবে। কাজ হলো না। এত কাহিনী দেখে একজন শিশু অবাক। সে সমাজের তৈরী করা এত পবিত্র অপবিত্র কিছু বুঝে না। সহজ করে বলল- ঐ ইঁদুরটারে বাইরে ফালাইয়া দিলেই তো হয়।

ছোটখানো অসঙ্গতি গুলো কিন্তু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারি। সমস্যা প্যাচানোর জিনিস না, ফেলে রাখার জিনিস না। সমস্যা সমাধান করতে হয়।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৮:২২

শেরজা তপন বলেছেন: আগে আপনার নিজেরটা বলেন- সেটা পেলে আপনি কি করবেন?
সেই ফাঁকে আমরা ভাবতে থাকি...
-দুটো উপদেশমুলক গল্পের মর‍্যাল ভাল কিন্তু গল্প ভাল না।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩২

কুশন বলেছেন: না আমি কাউকে মারবো না।

২| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:১৩

আমিই সাইফুল বলেছেন: আমি নিজের জন্য সেভ করবো। যদি কোনদিন কারো উপর ডিপেনডেন্ট হয়ে যেতে হয় সেটা ইউজ করবো।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৩

কুশন বলেছেন: আমি তো চাই পৃথিবীতে যেন কোনো অস্ত্র না থাকে।

৩| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে হয় আপনি খেলনা পিস্তলের কথা বলছেন। কারণ আমার পিস্তলের লাইসেন্স নাই। যদি সত্যি পিস্তল দেন তাহলে সাথে লাইসেন্সের ব্যবস্থা করিবেন।

অযাচিতভাবে কাউকে সাহায্য করলে হতাশ হতে পারেন। তাই কেউ সাহায্য চাইলে সাহায্য করুন।

শিশুরা হিপক্রেট হয় না কখনো।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৪

কুশন বলেছেন: আমি আপনাকে পিস্তল দিতে যাবো কোন দুঃখে!!!!
আমার আয়ের চার ভাগের এক ভাগ আমি দান করে দেই প্রতিমাসে।

৪| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৮

বিটপি বলেছেন: ঐ ইঁদুর বাইরে কই ফেলবে? সেইখানে দুর্গন্ধ ছড়াবেনা? আমি একসময় ব্লগের ইসলাম বিদ্বেষী ছাগলদের জ্বালায় অস্থির ছিলাম। মনে হত কেন মডারেটররা এদেরকে লাথি মেরে ব্লগ থেকে বের করেনা? পরে ভাবলাম, এরা আসলে খুব অশান্তিতে আছে তো, তাই ব্লগে লেদিয়ে একটু আরাম পায়। ব্লগ থেকে বের করে দিলে তো এরা ফেসবুক, টুইটার সব গন্ধ করে দেবে। তাই এদেরকে ব্লগে আটকে রাখাই ভালো হবে।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৫

কুশন বলেছেন: নিজেকে উন্নত করুন।

৫| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩২

নতুন বলেছেন: আপনাকে যদি একটা পিস্তল আর একটা মাত্র গুলি দেয়া হয়, তবে আপনি কাকে গুলি করবেন?


অনেকেই নিজের জন্য ব্যবহার করবে।

মানুষ অনেক সময় ডিমটিভেটেট থাকে তখন এমনটা করতে পারে।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৫

কুশন বলেছেন: একদিন পৃথিবীতে কোনো অস্ত্র থাকবে না।

৬| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৭

আমি নই বলেছেন: লেখাচোরদের হাতে গুলি করব :) মুহা..হা..হা...

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৬

কুশন বলেছেন: এরচেয়ে ভালো দূরনীতিবাজ আর ধর্ষকদের গুলি করুন।

৭| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনাকে যদি বলা হয়, একটা ব্লগপোস্ট রেখে বাকি সব মুছে দিন, আপনি আপনার কোন লেখাটি রাখবেন?

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৭

কুশন বলেছেন: চিন্তায় পড়ে গেলাম।

৮| ২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৫

রানার ব্লগ বলেছেন: নাহ !!!! এক গুলিতে পোষাবে না। সর্ব প্রথম আমার এক্স কে করবো ভদ্রমহিলা বহুত যত্রনা দিছে এখনো দিয়ে যাচ্ছে হাসি মুখে বিনা অপরাধবোধে।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৭

কুশন বলেছেন: তাকে ক্ষমা করে দিন।

৯| ২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রশ্নটা বেকার, লেখা টুকু কাজের।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৮

কুশন বলেছেন: ধন্যবাদ।

১০| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:০২

কামাল১৮ বলেছেন: আমি আকাশের দিকে গুলি করে সাত আসমান ফুটো করে দিবো।যাতে কেউ আকাশে বসে লাটাই ঘুরাতে না পারে।
শেষের লাইনটা ভালো লাগলো।সমস্যা ফেলে রাখলে বেড়ে যায়।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৮

কুশন বলেছেন: ভালো বলেছেন। আপনি মানবিক মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.