নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়। -জীবনানন্দ দাশ

কুশন

আমার জন্ম ফরিদপুরের সালতা গ্রামে। বর্তমানে আমেরিকা প্রবাসী। আমার বাবা একজন কৃষক। বাবার সাথে বহুদিন অন্যের জমিতে কাজ করেছি।

কুশন › বিস্তারিত পোস্টঃ

আহ শরৎ !

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৫



লোকে যে কেন বসন্তের গুনগান করে বুঝতে পারি না
জীবনানন্দ থেকে কালিদাসও করেছিলেন
বসন্তের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই
কিন্তু শরৎ সবার ঊর্ধ্বে।
সারা বছর শরতের দেশ থাকলে-
আমি সেখনকার সিটিজেনশীপ নিয়ে নিতাম
হে প্রভু, আমি যেন শরতে মরি!

শরৎটাকে অনুভব করতে জানতে হয়
ঢাকায় প্রকৃতি নেই, তবু ভালো করে খেয়াল করে দেখো-
আকাশ কী অলৌকিক নীল এবং রোদ কী স্বচ্ছ!!
শরতে দারুন মোহময় সকাল অথবা বিকেলটা-
কোনো ফোটোগ্রাফার কি তার ক্যামেরায় বন্ধী করতে পারবে?
কোনো ফোটোগ্রাফারের সাধ্য নেই তা ছবিতে ফুটিয়ে তোলার!
কোনোও মহৎ শিল্পী বা কোনো কবিও পারবে না, কেউ পারবে না
এখন মনে হচ্ছে-পৃথিবীতে সবচেয়ে বড় আটিস্ট হলো- প্রকৃতি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫০

নূর আলম হিরণ বলেছেন: কেমন আছেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩

কুশন বলেছেন: ভালোই আছি।
আপনি?

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩

কুশন বলেছেন: ভালোই আছি।
আপনি?

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪০

কামাল১৮ বলেছেন: নিচে কাশফুল উপরে সাদা মেঘের ভেলা,বাংলায় শরতের এ এক অপরুপ দৃশ্য।ঘরে ঘরে পুজার আয়োজন।এক সময় হিন্দু মুসলমান মিলিত হয়ে আনন্দ উৎসবে মেতে উঠতো আমাদের ছোট বেলায় আমরা দেখেছি।আজকে মেতে উঠে মুর্তি ভাঙ্গায়।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৪

কুশন বলেছেন: আগে মানুষ ভালো ছিল। এখন মানুষ খারাপ। এযুগে কোন ভালো মানুষ নেই।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: রাজীব সাহেব এই লেখা দুইবার সামুতে পোস্ট করেছেন।
তৃতীয় বারে আপনি সেটিকে কবিতার রূপ দিয়েছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৫

কুশন বলেছেন: তাতে আপনার কি?
আমার খেলা আমি খেলছি। আপনার খেলা আপনি খেলুন। একজনের খেলায় যখন অন্য একজন নাক গলায় তখনই সমস্যা শুরু হয়।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫

রানার ব্লগ বলেছেন: খেলাধুলা বাদ দেন !!!!

একজনার লেখা অন্যের পোস্ট হিসেবে দেখতে বাজে লাগে !

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৫

কুশন বলেছেন: এবার অন্য রকম খেলাধূলা হবে। দেখতে থাকুন। মজা পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.