![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্ম ফরিদপুরের সালতা গ্রামে। বর্তমানে আমেরিকা প্রবাসী। আমার বাবা একজন কৃষক। বাবার সাথে বহুদিন অন্যের জমিতে কাজ করেছি।
লোকে যে কেন বসন্তের গুনগান করে বুঝতে পারি না
জীবনানন্দ থেকে কালিদাসও করেছিলেন
বসন্তের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই
কিন্তু শরৎ সবার ঊর্ধ্বে।
সারা বছর শরতের দেশ থাকলে-
আমি সেখনকার সিটিজেনশীপ নিয়ে নিতাম
হে প্রভু, আমি যেন শরতে মরি!
শরৎটাকে অনুভব করতে জানতে হয়
ঢাকায় প্রকৃতি নেই, তবু ভালো করে খেয়াল করে দেখো-
আকাশ কী অলৌকিক নীল এবং রোদ কী স্বচ্ছ!!
শরতে দারুন মোহময় সকাল অথবা বিকেলটা-
কোনো ফোটোগ্রাফার কি তার ক্যামেরায় বন্ধী করতে পারবে?
কোনো ফোটোগ্রাফারের সাধ্য নেই তা ছবিতে ফুটিয়ে তোলার!
কোনোও মহৎ শিল্পী বা কোনো কবিও পারবে না, কেউ পারবে না
এখন মনে হচ্ছে-পৃথিবীতে সবচেয়ে বড় আটিস্ট হলো- প্রকৃতি।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩
কুশন বলেছেন: ভালোই আছি।
আপনি?
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩
কুশন বলেছেন: ভালোই আছি।
আপনি?
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪০
কামাল১৮ বলেছেন: নিচে কাশফুল উপরে সাদা মেঘের ভেলা,বাংলায় শরতের এ এক অপরুপ দৃশ্য।ঘরে ঘরে পুজার আয়োজন।এক সময় হিন্দু মুসলমান মিলিত হয়ে আনন্দ উৎসবে মেতে উঠতো আমাদের ছোট বেলায় আমরা দেখেছি।আজকে মেতে উঠে মুর্তি ভাঙ্গায়।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৪
কুশন বলেছেন: আগে মানুষ ভালো ছিল। এখন মানুষ খারাপ। এযুগে কোন ভালো মানুষ নেই।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: রাজীব সাহেব এই লেখা দুইবার সামুতে পোস্ট করেছেন।
তৃতীয় বারে আপনি সেটিকে কবিতার রূপ দিয়েছেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৫
কুশন বলেছেন: তাতে আপনার কি?
আমার খেলা আমি খেলছি। আপনার খেলা আপনি খেলুন। একজনের খেলায় যখন অন্য একজন নাক গলায় তখনই সমস্যা শুরু হয়।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫
রানার ব্লগ বলেছেন: খেলাধুলা বাদ দেন !!!!
একজনার লেখা অন্যের পোস্ট হিসেবে দেখতে বাজে লাগে !
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৫
কুশন বলেছেন: এবার অন্য রকম খেলাধূলা হবে। দেখতে থাকুন। মজা পাবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫০
নূর আলম হিরণ বলেছেন: কেমন আছেন?