![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্ম ফরিদপুরের সালতা গ্রামে। বর্তমানে আমেরিকা প্রবাসী। আমার বাবা একজন কৃষক। বাবার সাথে বহুদিন অন্যের জমিতে কাজ করেছি।
দুঃখী মানুষেরা কুৎসিত গালি দেয়-
কুৎসিত গালিই তাদের মুখের ভাষা
নানা রকম দুঃখী মানুষ সমাজে আছে,
কেউ ভাতে দুঃখী, কেউ কাপড়ে দুঃখী
কেউ প্রেমে দুঃখী, কেউ ভালোবাসায় দুঃখী
মহৎ কবিরা বলেন, হাসো, বাঁচো, আনন্দ করো-
দালালদের সাথে মিশো না, দালাল থেকে থাকো দূরে
হাঁটো, খুব হাঁটো, গন্তব্যে না যাওয়া পর্যন্ত- হাঁটতে থাকো
এক নারী বলেছিলো, কবিতা থেকে দূরে থাকো-
কবিতা তোমাকে ধ্বংস করে দিবে, তছনছ করে দিবে
আমি বলেছিলাম, নারীর চেয়ে কবিতা শ্রেয়, শ্রেষ্ঠ
নারী খেয়ে দেয়, ছেড়ে দেয়, ধ্বংস করে দেয়
কবিতা বাঁচতে শেখায়, ভালো হতে শেখায়
আজ গলা পর্যন্ত খাবো। মধ্যরাত পর্যন্ত খাবো।
২| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নবী প্রেমের কবিতা।আর জেনারেল হতে চাই না।নবী বড় ভালো মানুষ ছিল।ইসলাম ও নবী প্রেম আমার মন্তব্যের বিষয়।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: রিকশাওয়ালা বা বাসের কনডাক্টরের সাথে অনেক উচ্চ শিক্ষিত লোকের বাতচিত দেখে অবাক হয়ে যাই। শিক্ষিতরাও এমন ভাষা ব্যবহার করতে পারে ভাবাই যায় না।