নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
গাজার বুকে কাঁদছে মানুষ বর্বরতায়
তবু যে সব বিশ্ব বিবেক ঘুরে তাকায়
তাদের প্রতি ধিক শত ধিক মূর্খ ওরা
দুঃখ-গাজার মানুষগুলোর কপাল পোড়া।
তবে শোনও, অস্ত্রধারী মানুষ খুনি
প্রতি ফোঁটা রক্ত যেন আমরা গুনি
তোমরা ছোঁড় বোম-মিসাইল-কামান-গুলি
সেই গুলিতে উড়ছে শিশুর মাথার খুলি।
মরছে মানুষ ভাঙছে কারো বাসর খানা
হে অমানুষ মানুষ ওরা নেই কি জানা?
ওদের বুকের রক্তটুকু টকটকে লাল
তোদের মতোই। তবু তোরা আজ বেসামাল।
ভাইয়ের বুকে অস্ত্র ঠুকে ভাইকে মারিস
একটি তাজা প্রাণ ফেরাতে তুই কি পারিস?
পারবি না তো তবে কেন যুদ্ধ করিস
ঈর্ষা অহং দ্বন্দ্ব নিয়ে দগ্ধে মরিস।
অমিত কুমার
©somewhere in net ltd.