নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ফিরে আসছে নতুন সংগঠনের ব্যানারে !

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৩২



উত্তরার এক রেস্টুরেন্টে সাবেক ছাত্রলীগ নেতারা মিলে গোপন মিটিংয়ে নতুন দলের নাম ঘোষণা করেন 'বাংলার মুক্তির ডাক ৭১'। ইহার সাথে ছাত্রলীগের লোগো ও পতাকার সাদৃশ্য রয়েছে। এই দলের প্রধান উদ্দেশ্য মুজিববাদ প্রতিষ্ঠা করা, সংবিধান সমুন্নত রাখা, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষা করা।এই দলের অধিকাংশ নেতারা ছাত্রলীগ হতে বহিস্কৃত সদস্য। খুব দ্রুত তারা সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

শেখ হাসিনার শাসন আমলে বিএনপির লোগো ধানের শীষের কাছাকাছি গমের শীষ প্রতীক বরাদ্দ নেয় বিএনএফ নামক একটি সংগঠন। উহার সদস্য ছিলো সব বিএনপি থেকে ব্‌হিস্কার সদস্যরা। এবারেও সেইম প্যাটার্ন দেখা যাইতেসে। কথিত আছে ডিজিএফআইয়ের টাকায় বিএনএফ গঠন করা হয়েছে। বাংলার মুক্তির ডাক-৭১ সংগঠন কি ছাত্রলীগের ছায়া সংগঠন নাকি কারো টেকা টুকা খাইয়া ইহা জন্ম লইয়াছে?

আওয়ামী লীগের একজন এমপি ব্যারিস্টার সুমন বিএনপির ভগ্ন দশা দেখিয়া উহার দায়িত্ব নেবার লাগিয়া শেখ হাসিনা কে অনুরোধ করিয়াছিলেন। আমাদের বর্তমান নেতা সারজিস আলম ভাইয়াও একই কাজ করিতে পারেন; বাংলার মুক্তির ডাক-৭১ সংগঠনের দায়িত্ব লইয়া উহার পাপ মোচন হইবার পারে! সারজিস ভাইয়ার নিকট বারংবার মনে হউতাছে নতুন একখান রাজনৈতিক পার্টি গঠন করিবার উদ্যোগ লওয়া উচিত। আশা করি সারজিস ভাইয়া 'বাংলার মুক্তির ডাক -৭১' সংগঠনের দিকে সুদৃষ্টি দিলে উহাদের জীবন ধন্য হইয়া যাইবে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১৩

আহরণ বলেছেন: এই মাত্র শুনলাম। ৭১ কে যেভাবে মুছে দেয়ার ষড়যন্ত্র চলছে তাতে কিছু জিনিসের সাথে আপোষ করা যায় না। ৭১ এর মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় পতাকা, জাতীয় সংগীত, ৩০ লক্ষ শহিদ।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ২:১৭

সৈয়দ কুতুব বলেছেন: DGFI backed party !

২| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৩১

নান্দাইলের ইউনুছ বলেছেন:

সভা সমিতির সংগঠন করার অধিকার একটি সাংবিধানিক অধিকার।

১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: তাই বলে এত তাড়াতাড়ি! সন্দেহ লাগে না?

৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঝক্কাস একখান পোষ্ট পোষ্টাইসেন।

১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: হাসবো না কাঁদবো এসব দল গঠন নিয়ে! বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ভয়ংকর জাউরা।

৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৮

এ পথের পথিক বলেছেন: " বাংলার মুক্তির ডাক ৭১ " নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের ছায়া সংগঠন । এদের মুল কাজ হল দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি । সন্ত্রাসী আওয়ামীলীগের হুবহু অনুকরনে লেখা ।

১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: ৪/৫ জন মিলে কি আর জংগী কাজ করবে? তবে ছাত্রলীগ জংগী সংগঠন নয়।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২১

শিশির খান ১৪ বলেছেন: নাম শুইনা মনে হইতাছে নতুন মাসিক পত্রিকা। যে টাকা দিয়া বেনার পোস্টার প্লেকার্ড ছাপাইছে সেটাও লস। এর চে ভালো এই টাকা দিয়া দুইটা ফকির খাওয়াইতো তাও দোয়া পাইতো। পুরান পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানী।

১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: ঠিক বলেছেন।

৬| ১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:০০

এ পথের পথিক বলেছেন: " বলেছেন: ৪/৫ জন মিলে কি আর জংগী কাজ করবে? তবে ছাত্রলীগ জংগী সংগঠন নয়। "
সন্ত্রাসীদের দুর্বল ভাববেন না । ছাত্রলীগ সন্ত্রাসী, জঙ্গী, খুনি না হলে কে হবে ?

১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৯

সৈয়দ কুতুব বলেছেন: সন্ত্রাসী হতে পারে;জংগী নয়। জংগী হলে মাটিতে বোমা পুতে মানুষ মারতো, গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাতো।

৭| ১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৫

বাকপ্রবাস বলেছেন: প্রত্যেকের জেলে যাইবার অধিকার রহিয়াছে, উহারা বুঝিয়া শুনিয়া জেলে যাইবার লাগিয়া এসব ঝুট ঝামেলায় নামিয়াছেন। প্রচুর উত্তম মধ্যম ঢালিতে হইবে উহাদের পিঠে

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭

সৈয়দ কুতুব বলেছেন: ঠিক বলিয়াছেন! ইহাদের বানাইতে হবে।

৮| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

এম ডি মুসা বলেছেন: এটার নাম কি?

১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

সৈয়দ কুতুব বলেছেন: বাংলার মুক্তির ডাক -৭১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.