নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের অপরাজনীতির কালো থাবা সিনেমা জগতে (১৮+)- প্রথম পর্ব

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:২৩


বাংলাদেশের রাজনীতির ইতিহাস অনেক পুরাতন হলেও বিগত ১৫ বছরের আওয়ামী শাসনের ঘটনা বেশি আলোচনার দাবী রাখে। বাংলাদেশের সিনেমা ইন্ড্রাষ্টির ইতিহাস অনেক পুরোনো। মুক্তিযুদ্ধের ছবি, সামাজিক ছবি তৈরিতে অতীতে আমাদের ইন্ড্রাষ্টির সুনাম থাকলেও কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। আগের দিনের মতো ভালো নায়ক নায়িকার অভাব, গল্পের অভাব, বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে না পারা এর পিছনে প্রধান কারণ হিসাব্ব ধরা হয়। বিগত আওয়ামী শাসনের আমলেও অনেক আশা ও ভরসার কথা শোনা গেলেও বাস্তবিক ভাবে কোনো উন্নতি ঘটে নি। বরং রাজনীতিবিদেরা জড়িয়ে গেছেন সিনেমার জগতের সাথে! অন্যদিকে রাজনীতিবিদেরা নিজেদের কাজের সহযোগী হিসাবে প্রশাসনের বিভিন্ন লোককে ব্যবহার করতেন; ফলে তারাও সিনেমা জগতের সাথে জড়িয়ে যায়। আলোচিত কিছু ঘটনা নিয়ে আলোচনা শুরু করা যাক!

আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ওপেন সিক্রেট ঘটনা ছিলো র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীরের সাথে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মীমের রগরগে প্রেম কাহিনী । বিদ্যা সিনহা মীম তখন লাক্স চ্যানেল আই তে সবে সুযোগ পেয়েছে। অন্যদিকে বেনজীর আওয়ামী লীগের ছত্রছায়ায় নিজের আখের গুছাতে শুরু করেছে। হটাৎ বেনজীরের নজর পড়লো বিদ্যা সিনহা মীমের উপর; মীম দেখতে বেশ সুন্দরী, লম্বা ও কথাবার্তায় আকর্ষনীয় ছিলো। মীমের ঢাকায় এসে লাক্স চ্যানেল আইতে অডিশন দেয়ার পিছে আওয়ামী লীগের প্রভাব শালী নেতা তোফায়েল আহমেদের ভাতিজার কম অবদান নয়। তিনি অনেক টাকা খরচ করে মীম কে গুলশানে রেখেছিলেন। বউ থাকা সত্ত্বেও মাঝে মধ্যে সময় কাটাতে মীমের কাছে যেতেন। অন্যদিকে বেনজীর মীমের প্রতি দিন দিন দূর্বল হয়ে পড়ছে। বারবার গিফট পাঠানো, দেখা করতে চাওয়া এবং সবশেষে বিদ্যা সিনহা মীম কে ঘায়েল করতে সক্ষম হয়। একই সাথে তোফায়েল আহমেদের ভাতিজা কে আউট করে দেয় বেনজীর তার নিজস্ব কূটকৌশলে। বেনজীর আস্তে আস্তে মীম কে দখল করে ফেলে। বিদ্যা সিনহা মীম দীর্ঘদিন বেনজীরের সাথে সম্পর্কে থাকার পর বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু ততোদিনে বেনজীরের দেশি, বিদেশি মেয়েবন্ধু হয়ে গেছে অসংখ্য! বিদ্যা সিনহা মীম ব্যাপার টা বুঝতে পেরে বেনজীর থেকে সরে আসে। বেনজীরের ততদিনে মীমের প মোহ কেটে গেছে তাই কিছু বলে না। বিদ্যা সিনহা মীম বিয়ে করে আপাতত অনিয়মিত হয়ে পড়েন সিনেমা জগতে।

আওয়ামী লীগের সাবেক এমপি মুরাদ হোসেন ওরফে মুরাদ টাকলার সাথে চিত্র নায়িকা মাহিয়া মাহির ফোন আলাপ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ফোন রেকর্ড ফাঁস হওয়ার পর শোনা যায় মাহিয়া মাহির সাথে মুরাদ টাকলা যৌন সুড়সুড়ি মূলক আলাপ করছে। মাহিয়া মাহিকে নিয়ে নানা ধরণের যৌন ফ্যান্টাসি তে ভুগছেন এমন আলাপও শোনা যায় ফোন কলে। তাদের ব্যাপারে আর তেমন কিছু শোনা যায় নি।

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের সাথে চিত্র নায়িকা নিপুণের সম্পর্ক বেশ চর্চিত হয়। নিপূণ তেমন ছবি না করলেও শেখ সেলিমের প্রভাব খাটিয়ে এফডিসির পরিচালকের পদ দখল করেন। গুলশানে খুব ব্যয়বহুল বিউটি পার্লারের মালিক বনে যান এই নায়িকা!শেখ সেলিমের গার্লফ্রেন্ড হিসাবে নায়িকা নিপূণ সুপরিচিত ছিলেন । (চলবে)

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৫১

রাকু হাসান বলেছেন:


বাংলাদেশে বড়দলগুলো দেশের জন্য রাজনীতি করে না। এদের কাছে রাজনীতি মানে ব্যবসা । আর চেতনা বিক্রি । তেলবাজ কু বুদ্ধিজীবী আর ব্যবসায়ী মিডিয়া । িএই মিলে চলে দেশ এবং হয়ত চলবে । সরকার পছন্দ করে তার গুণগান । সেটা মিডিয়া করেও ,বিনিময়ে রক্ত চোষে গরিবের । হয়ে উঠে ভূমি দূস্য । আমাদের কি মুক্তি নেই ?

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের তরুণদের রাজনীতি করা দরকার। যাদের স্লোগান হবে : দিল্লি-করাচি মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আন্দোলনের প্রতিটি পর্যায়ে আমি এমন টাই ভেবেছিলাম। কিন্তু এখন কিছুটা হতাশ।

২| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:০০

রাকু হাসান বলেছেন:

বাংলাদেশের তরুণদের রাজনীতি করা দরকার। যাদের স্লোগান হবে : দিল্লি-করাচি মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আন্দোলনের প্রতিটি পর্যায়ে আমি এমন টাই ভেবেছিলাম। কিন্তু এখন কিছুটা হতাশ।
রাজনীতিবিদরা রাজনীতি করুক ,তবে তা যেন দেশের জন্য হয় ,সেটা কামনা করি । পুরাতন আর দেখার নেই । নতুন রাজনীতি ,নতুন ধারার রাজনীতি দরকার । যেখানে মুজিব-জিয়া বির্তক চাই না । চাই সম্প্রতি । সাদাকে সাদা কালো কে কালো বললেই খুশি।

৩| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:১০

সোনাগাজী বলেছেন:



তোফায়েল ছাত্র থাকাকালীন ছাত্রলীগের ছাঁদা থেকে টাকা চুরি করে ব্যবসা শুরু করেছিলো; বেকুব শেখ এই ইডিয়টকে নিজের পলিটিক্যাল এডভাইজার বানায়েছিলো; ১৫ই আগষ্ট মিলিটারী শেখকে হত্যা করতে বাড়ীতে যাবার পর, শেখ তোফায়েলকে ফোন করে পায়নি; তোফায়েল তখন রক্ষী বাহিনীর চেয়ারম্যান।

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ২:১২

সৈয়দ কুতুব বলেছেন: এদিকে ভোলার মানুষ উনাকে অনেক বড়ো ভাবে; তোফায়েল ক্যাডার বলে একটা গ্রুপ ছিলো সরকারি চাকুরিতে।

৪| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এদেশের সিনেমা শিল্প প্রায় ধ্বংস হয়ে গেছে।

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: পরিকল্পিত ভাবে শেষ করে দিয়েছে।

৫| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৩

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আমি আর খালাতো বোন এক্ত্র হলে হাসির কিছু না পেলে মাহির বাচ্চাটাকে দেখে কিছুক্ষণ হেসে নিই :) । এরকম ফটোকপি ও হয়?

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: হা হা হা!

৬| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: আমাদের সাথে স্বচ্ছ রাজনীতি কোনোদিন হয় না।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৭

সৈয়দ কুতুব বলেছেন: ঠিক কইসেন।

৭| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: সিনামা জগত তো এখন ধ্বংসের পথে

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১২

সৈয়দ কুতুব বলেছেন: শেষ করে দিছে।

৮| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

জটিল ভাই বলেছেন:
ব্লগ নিয়ে একটা সিনেমা বানান।

২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: মন্দ বলেন নি।

৯| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪২

আমি সাজিদ বলেছেন: আপনি আমার লেখালেখি নিয়ে জানতে চেয়েছিলেন। অন্য একজনের পোস্টে আমাকে যতোটা সম্মান করে মন্তব্য করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

আমি এখন যা লেখি এগুলোকে আমি সাহিত্য বলে দাবি করি নাই। তবে আমি ছোট গল্প লিখতাম। একটা ছোট গল্প ব্লগারদের একটি গল্পের সংকলনে রয়েছে। ২০১৫-১৬ এর কথা। সিনেমা, সমসাময়িক বিষয়, স্মৃতিকথা লিখেছি। সব মুছে ফেলেছি।
নিজের সম্পর্কে বললে : আমার পেশাগত জীবনের বয়স পাঁচেরও কম। চারটা ভাষায় কথা বলতে পারি। উন্নতির চেষ্টা করছি।
সাহিত্যে বিগত দেড় দুই বছর সময় দেওয়া সম্ভব হয় নাই। তবে এবার নন ফিকশন পড়ার অভ্যাসটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করছি।
আমি কারও নিকের নামে অভিযোগ করি নাই করবো না। সবার জন্য শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার লিখা খুজে পাচ্ছি না কেন? আমি আরো ভেবেছি সোনাগাজী কাগুর সাথে আপনিও গেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.