নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

নতুন রাজনৈতিক দলের সামনে প্রথম চ্যালেঞ্জ : বহুত্ববাদ ও সমকামী ইস্যু !

০১ লা মার্চ, ২০২৫ রাত ১১:২০


গতকাল বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আবির্ভাব হয়েছে। জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি (NCP)। একশত একাত্তর সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল কমিটি ঘোষণার পর নতুন রাজনৈতিক দল নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সন্দেহ প্রকাশ করেছেন যে এনসিপি একটি কিংস পার্টি হতে যাচ্ছে। আবার অনেকে তাদের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন তারা দেশীয় নেতাদের বাদ দিয়ে বিদেশ নেতাদের অনুসরণ করতে চান তা নিয়ে অনেক রাজনৈতিক নেতারা বিস্ময় প্রকাশ করেছেন। এসব ছাপিয়ে নতুন যে বিতর্ক নাগরিক পার্টি কে নিয়ে শুরু হয়েছে তা হচ্ছে বহুত্ববাদ ও সমকামী ইস্যু।

সংবিধান সংস্কার কমিটি সুপারিশ করেছে বাংলাদেশের চারটি মূলনীতি সংশোধন করে এতে কিছু যোগ-বিয়োগ করতে হবে। ধর্ম নিরপেক্ষতা বা সেক্যুলারিজম বাদ দিয়ে 'বহুত্ববাদ' যুক্ত করার জন্য সুপারিশ করেছেন তারা । শব্দটি অনেকের নিকট বিভ্রান্তিকর। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে ইন্টেরিম সরকারের সাথে যখন রাজনৈতিক দলগুলোর বৈঠক হয় তখন ইসলামিক রাজনৈতিক দলগুলো 'বহুত্ববাদ' শব্দটির ব্যাপারে আপত্তি তুলেন। তাদের বক্তব্য হচ্ছে নব্বই ভাগ মুসলমানের দেশে 'বহুত্ববাদ' কেন সংবিধানে যুক্ত করতে হবে? মুসলিম মানেই আল্লাহর এক আনুগত্য ছাড়া অনা কোনো এনটিটির কাছে মাথা নত করে না। কিন্তু বহুত্ববাদের মানে হচ্ছে আল্লাহর পাশাপাশি অন্য কারো আনুগত্য মেনে নেয়া। ইহা ইসলামের দৃষ্টিতে ঘৃণ্য অপরাধ। ইসলামিক দলগুলোর অভিযোগের প্রেক্ষিতে প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না গণতান্ত্রিক বহুত্ববাদের ব্যাখ্যা প্রদান করেন । যেহেতু সেক্যুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দিতে পারেনি তাই বহুত্ববাদ শব্দটি সংবিধানে সংযুক্ত করা জরুরি। এর মাধ্যমে সকল ধর্ম, দলিত, সংখ্যালঘু, এথনিক মাইনোরিটি, থার্ড জেন্ডারদের অধিকার সংরক্ষণ হবে যথাযথ ভাবে।

সমকামী ইস্যু মূলত ধর্ম চর্চার সাথে জড়িত। ইসলাম ধর্মে সমকামিতা ভয়াবহ অপরাধ। লুত সম্প্রদায় সমকামিতার জন্য ধ্বংস হয়ে গেছে। যখন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস খুলতে চেয়েছিল তাওহীদ বাদীরা বাধা দেয়। তাদের সন্দেহ প্রকাশ করে যে জাতিসংঘ মানবাধিকারের নামে দেশে সমকামিতা প্রমোট করবে। ঢাবির একজন শিক্ষিকা সামিরা লুৎফা সমকামিদের অধিকার নিয়ে ৪/৫ বছর পূর্বে সফট কর্ণার দেখানোর জন্য উনার বিরুদ্ধে তাওহীদ বাদিরা আন্দোলন করেছে। এনসিটিবিতে দেশের শিক্ষা পদ্ধতি নিয়ে কাজ করার জন্য যে সব সম্মানিত নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছিলো তাদের মধ্যে লুৎফা ম্যাডাম অন্যতম। কিন্তু ম্যাডাম কে যাতে কমিটিতে নিয়োগ না দেওয়া হয় সে জন্য প্রধান উপদেষ্টার নিকট চিঠি লিখে আপত্তি জানিয়েছিলো তাওহীদ বাদীরা। এরই প্রেক্ষিতে লুৎফা ম্যাডাম কে কমিটি থেকে বাদ দেয়া হয়।

সমকামী ইস্যু নিয়ে দেশে পুনরায় বিতর্ক শুরু হয়েছে। গতকাল আত্নপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব মো মুনতাসীর রহমানের বিরুদ্ধে সমকামীতার অভিযোগ উঠেছে। দাবী করা হচ্ছে সে একজন গে-রাইট একটিভিস্ট। কিন্তু জুলাই অভ্যুত্থানে বিপ্লবীদের সেইফ হোমে শেল্টার দিয়েছিলো মুনতাসীর রহমান। মুনতাসীরের সেক্সসুয়াল একটিভিটি যখন জনসম্মুখে এসেছে তখন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন স্থান থেকে সমালোচনার ঝড় উঠেছে। কেন একজন সমকামী কে জাতীয় নাগরিক পার্টি দলে শীর্ষ পদ দিয়ে জায়গা দিয়েছে তা নিয়ে বেশ হইচই হচ্ছে। এরই প্রেক্ষিতে মুনতাসীর কে দল থেকে বহিস্কারের গুঞ্জন শোনা যাচ্ছে। নাগরিক পার্টির শীর্ষস্থানীয় দুই নেতা সারজিস ও হাসনাত তাদের অবস্থান জানিয়েছেন ওই ঘটনায়। তাদের বক্তব্য হচ্ছে, তারা সর্বপ্রথম মুসলিম তারপর রাজনৈতিক দলের কর্মী। ধর্মীয় বিধিনিষেধের বাইরে তারা যাবে না।

জাতীয় নাগরিক পার্টি সমালোচনার মুখে মুনতাসীরের বিরুদ্ধে যে ধরণের পদক্ষেপ নেয়ার কথা ভাবছে তা সংবিধান সুপারিশ কমিটির প্রস্তাবের সাথে সাংঘর্ষিক। কারণ এতে জাতীয় নাগতিক পার্টি বহুত্ববাদের যে শর্ত সমাজের সকল শ্রেণীর মানুষের নাগরিক অধিকার সংরক্ষণ তার বিপক্ষে দাঁড়াচ্ছে। মুনতাসীরের সম্পূর্ণ অধিকার রয়েছে দেশে রাজনীতি করার। জাতীয় নাগরিক পার্টি যেহেতু নিজেকে গণতান্ত্রিক শক্তি হিসাবে দাবী করেছে তাহলে ভিন্ন সেক্সসুয়ালিটির জন্য মুনতাসীর কে বাদ দেয়া গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। জাতীয় নাগরিক পার্টি নিজেদের কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসাবে পরিচিত করিয়ে দেয় নাই। তাহলে সমকামী ইস্যু নিয়ে কেন জাতীয় নাগরিক পার্টি এমন স্ববিরোধী অবস্থান নিচ্ছেন ?

সংবিধান কমিশনের প্রধান হিসাবে আলী রিয়াজ সাহেব কে নিয়োগ দেয়া সঠিক হয় নাই। তিনি একজন আমেরিকান সিটিজেন। আমেরিকান সোসাইটির কালচার বাংলাদেশে প্রবেশ করাতে চাইলে কাজের কাজ কিছুই হবে না। অন্যদিকে ভবিষ্যতে দেশে এই বহুত্ববাদ ও সমকামী ইস্যু নিয়ে সমাজে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। বহুত্ববাদ বাদ দিয়ে পূর্বে যা ছিলো তাই বহাল থাকা উচিত।

আফ্রিকায় গতমাসে একজন স্বঘোষিত সমকামী ইমাম কে গুলি করে হত্যা করা হয়েছে। ইমাম সাহেব সমকামীদের জন্য আলাদা মসজিদ নির্মাণ করেছিলেন। একজন নারীকে বিয়ের দীর্ঘদিন সংসার করার পর তার কাছে মনে হয়েছে সে সমকামী। ইমাম সাহেবের দুইজন সন্তান রয়েছে। মুনতাসীরের সেক্সসুয়াল আইডেন্টিটি প্রকাশিত হওয়ায় তার জীবন হুমকির মুখে পড়তে পারে। মুনতাসীরের কাছের মানুষজনের উচিত কোনো আলেমের শরণাপন্ন হওয়া। ইসলামিক লাইফ স্টাইল অনুসরণ করলে যথাযথ ভাবে তার মনের এই ভ্রান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ ।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১১:৩৭

ধুলোপরা চিঠি বলেছেন:





ওদের সামনে সমস্যা হচ্ছে: প্রতারণা দিয়ে শুরু, শেষ হবে কি দিয়ে!

০১ লা মার্চ, ২০২৫ রাত ১১:৪১

সৈয়দ কুতুব বলেছেন: ছেলেটার জীবন হুমকির মুখে।

২| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১১:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: নতুন সংবিধানে যাই পরিবর্তন করা হউক না কেন, সমকামিতা আমাদের সমাজে ঘৃণ্য বিষয়। এই দেশের যে কোন ধর্ম বা সমাজের মানুষই এটার বিপক্ষে। তাই সংবিধানের দোহাই দিয়ে কোন লাভ হবে না। এই দেশে নিকট ভবিষ্যতে সমকামিতাকে আইনি বৈধতা দেয়া হবে না। সমকামিতা এখনও আইনত একটা অপরাধ। তাই মুনতাসিরকে সেই কারণেই দল থেকে বের করে দেয়া যায়। এই দেশে রাজনীতি করতে হলে সবার আগে দেশের আইন মানতে হবে। কাজেই জাতীয় নাগরিক দল কোন স্ববিরোধী অবস্থানে নাই। যে ব্যক্তি দেশের আইন মানছে না তাকে দল থেকে বাদ দিয়ে দিলেই ল্যাঠা চুকে গেল।

বহুত্ববাদ মানে এই না যে সমকামিতাকে বৈধতা দেয়া। আর সংবিধান কোন বিষয় না। এই দেশে সম্ভবত ১৬ বার সংবিধান পরিবর্তন করা হয়েছে। দরকার হলে আবার করা হবে সামনে। বহুত্ববাদ মানে এই না যে পশ্চিমের সংস্কৃতি আমাদের গ্রহণ করতে হবে। কিছু কিছু বিষয় আছে যেগুলি আমাদের সমাজের সাথে যায় না। বহুত্ববাদের নামে সেগুলিকে গিলানো যাবে না।

০২ রা মার্চ, ২০২৫ রাত ১২:২৪

সৈয়দ কুতুব বলেছেন: বহুত্ববাদ আলী রিয়াজের মাথা থেকে এসেছে। উনাকে স্পেসিফিক ভাবে বলতে হবে যে আসলে এইটার মূল অর্থ কি ! ফালতু জটিলতা সৃষ্টি না করাই উত্তম।

৩| ০২ রা মার্চ, ২০২৫ রাত ১২:১০

নিমো বলেছেন: হা! হা! অবশেষে হান্নান কোন বিদেশির কাছে পালিয়েছিল প্রকাশিত। ডলারের পরিমানও জানা যাবে। সংবিধান ভালো লাগে না, কিন্তু তার কাছেই শপথ নেই। দলও বানাই, কিন্তু গঠনতন্ত্র, ইশতেহার, আদর্শ, আয়ের উৎস, কোন পন্থী বলতে পারি না। কুকুরগুলোর জায়গা যে কোন আস্তাকুড়ে হবে ভাবছি।

০২ রা মার্চ, ২০২৫ রাত ১২:২৭

সৈয়দ কুতুব বলেছেন: এইটা হান্নান নয়। মুনতাসীর ! গালাগাল পরিহার করে যৌক্তিক সমালোচনা করেন। ধন্যবাদ !

৪| ০২ রা মার্চ, ২০২৫ রাত ১২:৪০

নিমো বলেছেন: যুগান্তর পড়েন। এমনকি আপনি নিজেই লিখেছেন মুনতাসির সমন্বয়কদের আশ্রয় দিয়েছিল। হান্নান নিজেই দেশ টিভি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিল কুয়েত মৈত্রি হাসপাতাল থেকে জনৈক বিদেশির কাছে আশ্রয় পেয়েছিল। আপনার উপরের ছবিতে সেই বিদেশি। চামড়া মোটা করেন, তাহলে আর গালগাল খারাপ লাগবে না।

০২ রা মার্চ, ২০২৫ রাত ১২:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: আমার চামড়া অনেক মোটা ! কেউ দাবী করে বসতে পারে আমি আপনাদের প্রশ্রয় দিচ্ছি। আমার লেখা অপছন্দ করা লোকজন লেখা পড়তে আসে। তারা আপনার এসব কমেন্ট দেখে আমাকে ট্যাগিং করতে পারে। সবাই আমরা আলোচনা-সমালোচনা করবো তার জন্যই লিখি।

৫| ০২ রা মার্চ, ২০২৫ সকাল ৭:৫০

কামাল১৮ বলেছেন: এই দলটি পুরনো।নতুন করে পুরনো স্বপ্ন বাস্তবায়ন করলো ইউনুস।

০২ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট। তিনি যা ভালো মনে করেছেন তাই করেছেন।

৬| ০২ রা মার্চ, ২০২৫ সকাল ১০:০৯

রোবোট বলেছেন: মুনতাসীর রহমান কি তৌহিদী জনতাকে সমকামী হতে বলেছে?

০২ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: তার ছোট ভাই তো মাদরাসায় পড়ে। তৌহিদি জনতা গোসসা করেছে এই ঘটনা শুনে।

৭| ০২ রা মার্চ, ২০২৫ সকাল ১১:২৩

নতুন বলেছেন: আমাদের দেশের ভন্ডামী ক্লাসিক পর্যায়ে চলে গেছে। সুদ খাওয়া সমাজিক ভাবে হালাল, সুদী প্রতিস্ঠানে কাজ করছে, দাড়ী টুপি নিয়ে দূনিতি করে, ঘুষ দেয়নাই এমন বাংলাদেশী দেখাতে পারবেন না।

কিন্তু একজন সমকামী শুনেই যদি তৌহিদি জনতা তার কল্যা চায় তবে তো সমস্যা।

সেক্সুয়াল অরিয়েন্টেসন দেখে তো নতুন দল তাকে কাছে রাখে নাই। মানুষ হিসেবে তাকে মুল্যায়ন করতে সমস্যা কি?

দেশকে দূনিতি মুক্ত করতে হবে, কোন শিশু পথে থাকবেনা, সকল শিশু শিক্ষা পাবে, সবার বিনামুল্যে চিকিতসা সেবা পাবে, চাদাবাজী থাকবেনা, অন্যায়ের বিচার হবে, অপরাধী দ্রুত সময়ে গ্রেপা্তার হবে, রাজনিতিকদল ক্যাডার পালতে পারবেনা, একলা নারী পথে চলতে ভয় পাবেনা।

এসব বড় সমস্যার সমাধানগুলি বাস্তবায়নের জন্য সচ্চার হওয়া অনেক জরুরী। সমকামীতা দেশে এখনো বড় কোন সমস্যা হয়ে উঠে নাই।

০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১:০৯

সৈয়দ কুতুব বলেছেন: নাগরিক কমিটির নেতারা ভয়ে কেউ কিছু বলছে না। তোহিদি জনতা কল্লা ফেলতে প্রস্তুতি নিচ্ছে।

৮| ০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১:৫৪

ঢাবিয়ান বলেছেন: কিন্তু একজন সমকামী শুনেই যদি তৌহিদি জনতা তার কল্যা চায় তবে তো সমস্যা।

@ নতুন , এইটা আওয়ামি বয়ান।

@ লেখক , নাগরিক পার্টি বহুত্ববাদ মানে সব ধর্মের এক্ত্র শান্তিপুর্ন অবস্থান বুঝিয়েছে। এটা যদি তৌহদি জনতার গায়ে লাগে তাতে কিছুই করার নাই। এই সব তৌহিদিরা দেশকে আগগানিস্তান বানাতে চায়। তাই তাদের চাওয়াকে একেবারেই গুরুত্ব দেয়া যাবে না। তবে সমকামী বিষয়টা একেবারেই অন্য ইস্যূ। সংখ্যাগরিষ্ঠ মুসলম প্রধানের দেশে সমকামিতাকে প্রশ্রয় দেয়ার কোন সুযোগই নাই।

০২ রা মার্চ, ২০২৫ দুপুর ২:০৩

সৈয়দ কুতুব বলেছেন: বহুত্ববাদ দরকার নেই। আর কোন সমস্যাও হবে না।

৯| ০২ রা মার্চ, ২০২৫ দুপুর ২:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বহুত্ববাদ মানে সমকামীতা নয় আর এই দেশে যে নামেই হোক না কেন সমকামীতা কখনই গ্রহনযোগ্য হবেনা। তৌহদি জনতা বা অন্যনামে যে কেউই অযথা হাউকাউ করলে হবেন।

রাজনৈতিক ক্ষেত্রে বহুত্ববাদ এমন একটি তত্ত্ব যা অনেক গোষ্ঠীর মধ্যে ক্ষমতা ভাগাভাগি করলে সমাজ এবং সরকারে সর্বোত্তম ফলাফল পাওয়া যায় । সাধারণত, বহুত্ববাদ বলতে এমন একটি সমাজ বা রাষ্ট্রকে বোঝায় যেখানে রাজনীতি এবং সংস্কৃতিতে গোষ্ঠীগুলির সুষম প্রতিনিধিত্ব রয়েছে।

০২ রা মার্চ, ২০২৫ দুপুর ২:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: বহুত্ববাদের পরিধি নির্ধারণ করতে হবে। যেহেতু আলী রিয়াজ থার্ড জেন্ডারের অধিকার সংরক্ষণ করতে চান ইহার বিস্তৃত ব্যাখ্যা লাগবে।

১০| ০২ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৬

নতুন বলেছেন: ঢাবিয়ান বলেছেন: কিন্তু একজন সমকামী শুনেই যদি তৌহিদি জনতা তার কল্যা চায় তবে তো সমস্যা।
@ নতুন , এইটা আওয়ামি বয়ান।
@ লেখক , নাগরিক পার্টি বহুত্ববাদ মানে সব ধর্মের এক্ত্র শান্তিপুর্ন অবস্থান বুঝিয়েছে। এটা যদি তৌহদি জনতার গায়ে লাগে তাতে কিছুই করার নাই। এই সব তৌহিদিরা দেশকে আগগানিস্তান বানাতে চায়। তাই তাদের চাওয়াকে একেবারেই গুরুত্ব দেয়া যাবে না। তবে সমকামী বিষয়টা একেবারেই অন্য ইস্যূ। সংখ্যাগরিষ্ঠ মুসলম প্রধানের দেশে সমকামিতাকে প্রশ্রয় দেয়ার কোন সুযোগই নাই।
০২ রা মার্চ, ২০২৫ দুপুর ২:০৩০

লেখক বলেছেন: বহুত্ববাদ দরকার নেই। আর কোন সমস্যাও হবে না।


ঢাবিয়ান ভাই। আফসোসলীগ অবশ্যই এই দলের পেছনে সর্বশক্তি দিয়ে প্রপাগান্ডা চালাবে।
বিএনপি ভয় পাচ্ছে এরা তাদের গদীতে যাওয়া পথে বাধা হয়ে না দাড়ায়।
জামাত/হেফাজত এরা খেলাফত চায় না তাই ইসলাম বিরোধী, পশ্চিমা সংস্কৃতি নিয়ে আসবে এই বয়ান দিতে থাকবে।

তাই এই দলের উচিত হবে ধীরে চলা, এবং জনগনের ইসু নিয়ে কথা বলে এই সব প্রপাগান্ডার বিরুদ্ধে জনমত গড়ে তোলা।

নতুন দলের আদর্শটা ঠিক করে সেটা জনগনের সামনে কাজের মাধ্যমে তুলে ধরা।

সময় লাগবে। এই নিবাচনে যদি কোন আসন না পায় তবে প্রেসার গুপ হিসেবে জনগনের ইসু নিয়ে পথে থাকলে পরের নির্বাচনে ভালো করবে।

আয়ামীলীগের আহাম্মকেরা বিটকয়েনের মতন প্রপাগান্ডা বিশ্বাস করে, তার অর্থ এরা এখনো প্রযুক্তিগত জ্ঞানে অনেক পিছিয়ে।

নতুন দলের সোসাল মিডিয়াতে ফ্যাক্ট প্রচারের জন্য সেল করতে হবে।

০২ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: বহুত্ববাদের সীমা নির্ধারণ করা উচিত যদি সংবিধানে সংযুক্ত করতে হয়। যেহেতু তৃতীয় লিঙ্গের অধিকার সংবিধানে আলাদা করে সংযুক্ত করার আলাপ শুরু হয়েছে সেহেতু তৃতীয় লিঙ্গের মধ্যে কারা থাকবেন এটা জানা জরুরি। আমরা একটা হযবরল সমাজে বসবাস করি যেখানে ব্যাভিচার, সমকামীতা প্রকাশ হয়ে গেলে মহাপাপ কিন্তু গোপনে অনেকে করে বেড়াচ্ছে সমস্যা নেই। এই মুহূর্তে এলজিবিটিকিউ নিয়ে শোরগোল করে তৌহিদি জনতা কে ক্ষেপিয়ে তোলা উচিত হবে না। ব্লগার হত্যার মতো কিছু ঘটে গেলে মোহাম্মদ ইউনূসের বদনাম হবে ভারী।

বহুত্ববাদ কে দেশের মানুষের মানসিকতার সাথে মানানসই হতে হবে।

১১| ০২ রা মার্চ, ২০২৫ বিকাল ৪:০২

নতুন বলেছেন: আমরা একটা হযবরল সমাজে বসবাস করি যেখানে ব্যাভিচার, সমকামীতা প্রকাশ হয়ে গেলে মহাপাপ কিন্তু গোপনে অনেকে করে বেড়াচ্ছে সমস্যা নেই। এই মুহূর্তে এলজিবিটিকিউ নিয়ে শোরগোল করে তৌহিদি জনতা কে ক্ষেপিয়ে তোলা উচিত হবে না। ব্লগার হত্যার মতো কিছু ঘটে গেলে মোহাম্মদ ইউনূসের বদনাম হবে ভারী।

দেশের জনগন কেন ব্লগেও অনেকেই আছে যারা বির্ধমীদের সাথে বন্ধুত্ব করা যাবে এমন ধারনায় বিশ্বাসী।

অবশ্যই কাউকে খেপিয়ে তোলা যাবেনা। তবে দেশে কিছু মানুষ সম্ভবত ক্ষেপে উঠার অপেক্ষায় থাকে।

০২ রা মার্চ, ২০২৫ বিকাল ৪:১৬

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

১২| ০২ রা মার্চ, ২০২৫ রাত ১১:১৫

আদিত্য ০১ বলেছেন: তাতে কি? আপনারা জুলাইযোদ্ধা কোটা পাইছেন। এইবার বিসিএস আর আপনার ছেলে মেয়ে নাতি পুতির কোটা ঠেকায় কে?

০৩ রা মার্চ, ২০২৫ রাত ১২:১৬

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.