![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
জুলাই অভ্যুত্থান বাংলাদেশের তরুণদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলাদেশের অগণিত তরুণ তাদের ন্যায্য অধিকার আদায়ের উদ্দেশ্যে রাস্তায় নামলে সৃষ্টি হয় নতুন উপাখ্যান। বিগত সরকারের আমলের ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতির বলি হয়েছিল লাখো তরুণ। বেকারত্বের অভিশাপে যখন তরুন সমাজ হাহাকার করছে তখন বিগত সরকার সিদ্ধান্ত নিয়েছিল কোটাপ্রথা ফিরিয়ে আনার ! এতে তরুণেরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়েন। তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগ কে ক্ষমতাচ্যুত করে বাসায় ফিরে আসে। শিক্ষিত বেকার তরুণদের চাওয়া ছিলো এতটুকুই যে, সকল নিয়োগ পরীক্ষা ফেয়ারভাবে হবে এবং কোটা প্রথার বিলোপ ঘটবে। মেজোরিটি শিক্ষার্থীদের মধ্যে পলিটিক্স করবে এমন কোনো আশা আকাঙ্খা ছিলো না। সমস্যা শুরু হয় যখন দেখা যায় উপদেষ্টামন্ডলীতে তরুণদের মধ্য থেকে তিনজন প্রতিনিধি দায়িত্ব পান। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করে। তাদের এই প্রচেষ্টা কে স্বাগত জানায় একশ্রেনীর মানুষ যার হয়তো দেশের করাপ্টেড প্রশাসন ও রাজনীতি নিয়ে গভীর ভাবে চিন্তা না। তাদের প্রেস্ক্রিপশনে তরুণেরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সরকারের মধ্য থেকে কতিপয় ব্যক্তি বাতেলা বক্তব্য দিয়ে নতুন রাজনৈতিক সংগঠনের নেতাদের হাইপ আরো উপরে তুলে দিয়েছেন । এর ফলে তরুণদের নেতাদের নৈতিক বিচ্যুতি ঘটতে থাকে।
জুলাই অভ্যুত্থানে মূলত যারা অংশ নিয়েছিলো তাদের বেশিরভাগের বয়স ২২-৩০ বছরের মধ্যে। বাংলাদেশের তরুণদের জন্য সময়টা খুবই কঠিন। গ্রাজুয়েশন শেষ করে একটি সম্মানজনক চাকুরির জন্য দিনান্ত পরিশ্রম করতে হয় এই সময়গুলোতে । পারিবারিক অবহেলা, সমাজের চোখে বেকারসহ নানা জটিলতায় বিষন্নতায় ভোগে বেশি তরুণ। প্রায়শই দেখা যায় এই বয়সের তরুণেরা আত্নহত্যা করছে। দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নত হওয়ায় অনেকেই প্রচলিত পেশায় প্রবেশ না করে ভিন্ন পেশা গ্রহণ করছেন। এতে অনেকে সফলতার মুখ দেখছেন। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েট অন্যতম। কিন্তু কনটেন্ট ক্রিয়েটর হতে গেলে বিশেষ প্রতিভা থাকা লাগবে। ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করা লাগবে। আবার ছেচড়ামো ও ছেবলামো করেও অনেকে বড়ো কনটেন্ট ক্রিয়েটর বনে যাচ্ছেন। যে যেভাবেই পারুক টাকা ইনকাম করছে, লাক্সারি লাইফ লিড করছে, শপিং বিএফ-জিএফ সব কিছু মেইনটেন করতে পারছে। কিন্তু যাদের শিক্ষাগত যোগ্যতা ছাড়া তেমন কোনো ক্রিয়েটিভি নেই অথবা পড়াশোনায় ভালো না, ধর্মীয় কারণে, সমাজ কি ভাবতে পারে এসব ভেবে কনটেন্ট মেকিং করতে চান না তারা সবাই চেষ্টা করে কোনো মতে একটি সরকারি চাকুরি জোগাড় করে ভালো ফ্যামিলিতে বিয়ে করে ঝামেলা মুক্ত লাইফ লিড করতে। দেশের কর্মসংস্থানের বেহাল দশায় তাও সম্ভব হচ্ছে না। তাদের জন্য সারজিস আলম হতে পারেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত !
সারজিস আলম জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা। তার দেশের বাড়ি পঞ্চগড়ে। ঢাবিতে লেখাপড়া করেছেন এবং থাকতেন অমর একুশে হলে। ছাত্রলীগের সাথে তার দহরম মহরম সম্পর্ক ছিলো আসলে লোক দেখানো। কিন্তু ছাত্রলীগের অনেক আদর্শ তার মধ্যে মাঝে মধ্যে দেখা যায়। জুলাই অভ্যুত্থানের পর বাকি শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও সারজিস চিন্তা করতে লাগলেন কিভাবে নিজের আয় উন্নতি বাড়ানো যায়। ইন্টেরিম সরকার যেহেতু অনির্বাচিত সরকার তাই এর কোনো আলাদা ফোর্স ছিলো না। অনেক ক্ষেত্রে প্রশাসনের লুকিয়ে থাকা দালালেরা সরকার কে তেমন গুরুত্ব দিতো না। তাদের জোর করে পদত্যাগ করানো ছিলো সরকারের জন্য চ্যালেঞ্জিং। সরকার তখন সারজিস আলমদের একটি গ্রুপ কে দায়িত্ব দেয় দোসরদের সরাতে। তারা মব ক্রিয়েট করে অথবা হাঙ্গামা করে অনেক দালাল কে অপসারণ করে। যারা একটু বুদ্ধিমান তারা সারজিস দের উপহার দেয়ার প্রলোভন দেখায়। সারজিসদের গ্রুপ কোন কাজ কাম না করায় সারাদিন পান্ডাগিরি করে বেড়ালেও দিনশেষে তারা বাসায় খালি হাতে ফিরতে হত। তাই সারজিস আলম গং উপহার গ্রহণ করা শুরু করে।এভাবে করে দেশ- বিদেশ থেকে উপহার আসতে থাকে আর সারজিসদের ম্যানিবাগ ভারী হতে থাকে।
সম্প্রতি সারজিস আলম নিজ জেলায় গিয়েছিলেন নির্বাচনী প্রচারণা চালাতে। তিনি ঢাকা থেকে প্লেনে সৈয়দপুর পৌছান ও সেখানে থেকে শতাধিক গাড়িবহর নিয়ে গ্রামে পৌছান জনসংযোগ করতে । ইতিমধ্যে সারজিস আলমের শো-ডাউন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে । যে ছেলে টিউশান করে জীবিকা নির্বাহ করতো আজ তার পিছে গাড়ির এত বহর কেন ? সারজিস আলম কি এমন আলাদীনের চেরাগ হাতে পেল যার কারণে এত আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে পারছেন ? সারজিস এর আগেও শো-ডাউন করে পঞ্চগড়ে গিয়েছিল তবে সেটা ছাত্রলীগের গণসংযোগ কার্যক্রমে। ঢাবির সূর্যসেন হলের সিয়াম নামে একজন ছাত্রনেতার প্রটোকল দিতে সারজিস আলম শো-ডাউনে অংশ নিয়েছিলেন। এগুলো তার জন্য কোনো বড়ো বিষয় নয়। কিন্তু সাধারণ মানুষ পড়েছে বিপাকে । নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে এই কোন বন্দোবস্ত তাদের দেখতে হচ্ছে !
সারজিস আলম কে নিয়ে যারা কটাক্ষ করছেন তাদের নিজেদের চিন্তা করা উচিত অভ্যুত্থানের পর পলিটিক্স করা ছাড়া তার কোনো বিকল্প ছিলো না। অতি বিপ্লবী হওয়ায় মানুষ তাদের চাকুরি দিতে ভয় করে । একমাত্র রাজনীতি পারে সারজিস দের বেকারত্ব দূর করতে। তাই নতুন দল এনসিপি ভোটারদের বয়স ষোলো চায় এবং প্রার্থীর বয়স তেইশ করতে সুপারিশ করেছে। বেকারত্ব দূরীকরণের জন্য কি দুর্দান্ত ভাবনা চিন্তা। ভোটার হও দ্রুত, টাকা নেও আর লাইনে দাঁড়িয়ে ছাপ্পা মেরে আসো। আবার পড়াশোনা শেষ করেই রাজনীতিতে ঢুকে এমপি ইলেকশন করো ; তারপর হাগার হাগার টাকা কামাও। চাকুরির পিছনে ছোটা বাদ দেও এবং আঙ্গুল ফুলে কলাগাছ হও। বাবা-মা রাজি না হলে সারজিস আলমের উদাহরণ দেখিয়ে দিলেই আশা করি ঠান্ডা হয়ে যাবেন !
২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: শেষ ছবিটা তে সে ছাত্রলীগের এক নেতার প্রটোকল হিসাবে গিয়েছিলো। তার শো-ডাউনের অভিজ্ঞতা পুরোনো !
২| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:২২
নিমো বলেছেন: সারভিস মলম সামু ব্লগের মেঠোপথ২৩ ওরফে ঢাবিয়ান নামক ন্যাশনাল সার্কাস পার্টির জনৈক সিংহপুরী শুভাকাঙ্ক্ষীর দেয়া ডলারে একটু খেল দেখিয়েছে। এভাবে আস্ত পোস্ট প্রসব করা ঠিক হয় নাই।
২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:২৬
সৈয়দ কুতুব বলেছেন: বুল হয়ে গেছে ! ক্ষমা করি দেন।
৩| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:২৪
চেংগিস খান বলেছেন:
আপনার আগের লেখায়, আপনি এদের সুনাম করেছিলেন, বিপ্লবী বলেছেিলেন! ৬ মাসে আপনার জ্ঞান কি বাড়লো, নািক কমলো?
২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:৩২
সৈয়দ কুতুব বলেছেন: সেটা পরে জানাচ্ছি। আপনার নতুন নিক খুবই অপমানজনক। উহা আপনার সাথে যায় না। আর কমেন্ট করিয়েন না আমার লেখায়। আপনার নিকের জন্য মঙ্গল হবে।
৪| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:২৫
sabbir2cool বলেছেন: হাহাহা
২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:৩২
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
৫| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪৪
চেংগিস খান বলেছেন:
আপনিও আমেরিকান ক্যু'তে অংশ নিয়ে দেশকে "স্বাধীন" করেছেন; দেখেন, দুতাবস থেকে "সার্টিফিকেট" আষে কিনা!
২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: সার্টিফিকেট দিচ্ছে নাকি ? যোগাযোগ করতে হবে দেখছি। যারা আম শিক্ষার্থী তাদের দিবে না মেবি। তাদের সিলেক্টেড লোকদের কে নিশ্চয়ই দিয়েছে !
৬| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪৭
জুল ভার্ন বলেছেন: হিংসা হচ্ছে! সার্জিস আলম পোলাডা আলু খেতে গতর খাটিয়ে পয়সা জমিয়ে ৩/৪ কোটি টাকায় গাড়ি কিনসে।
২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:৫১
সৈয়দ কুতুব বলেছেন: এরকম রাজ কপাল নিয়ে কয়জন জন্মায় !
৭| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আন্দোলন পুর্বে, ৫০ বছর আগে ৩ লক্ষ টাকা খরচ করা পঞ্চগড়ের জমিদারের নবাব সলিমুল্লাহর দৌহিত্রের ড্রেসকোড? আমরা তো আবাল! তাইরে না রে না!!! যা মন চায় কইরা, একটা যুক্তি দিবে???
২৫ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: রাজার বংশধর সে ! অহেতুক সন্দেহ করছি আমরা।
৮| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫১
নিমো বলেছেন: @দফাদার দুইদিন আগেওতো এদের বেলুনেই হাওয়া দিচ্ছিলেন। এখন পল্টি!হা!-হা!
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি প্রায়শই দফাদার মিয়া কে নাজেহাল করতে চান। জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদের প্রতি মুগ্ধ হয় নি এমন লোক খুজে পাওয়া দুস্কর ছিলো। দফাদার সাহেব সহ আমরা কি জানতাম যে তারা এভাবে করাপশনে জড়িয়ে পড়বে ? দফাদার সাহেব কিন্তু এখন তাদের সমালোচনা করছেন। যদি তিনি এখনো এদের পক্ষ নিতেন তবে উনার সমালোচনা যথার্থ ছিলো।
আজকে আপনাদের ইদের আগেই ইদের দিন !
৯| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১১:৩২
কলিমুদ্দি দফাদার বলেছেন: নিমো বলেছেন: @দফাদার দুইদিন আগেওতো এদের বেলুনেই হাওয়া দিচ্ছিলেন। এখন পল্টি!হা!-হা! আপনার আপায় নাকি ১০ কোটি টাকা নিয়ে এরশাদের সাথে নির্বাচন করছিল? এইডা তো আপনার আপার ই তৈরি করা করা মাল!!! আপনে অবাক হোন কেন?
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি সৎ লোক আছেন। যদি এখনো তাদের অন্যায় কাজের পক্ষ নিতেন কেবল তখনই আপনার সমালোচনা যথার্থ ছিলো। নিমো সাহেব আসলে অন্ধ ভক্ত একটি দলের ! আগের একটি পোস্টেও দেখেছি যে তিনি না বুঝেই আপনার সমালোচনা করেছেন।
১০| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১১:৩৫
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কিছুদিন আগে একজন ব্লগারকে শুনতে হয়েছিল, আপনি তো ছাত্রলীগ করতেন। এখন সারজিস এর বেলায় কতিপয় সুশীল ব্লগার কিন্তু চুপ করে আছে।
এনসিপি ভোট পাওয়ার মতো কোনো যোগ্যতা এখন ও অর্জন করতে পারেনি।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: সারজিস আলমদের নষ্ট করার জন্য সরকার দায়ী !
১১| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:২৬
কামাল১৮ বলেছেন: আলাদিনের চেরাগ পেয়ে গেছে।এদের আর ঠেকায় কে।বন্যা এদের ভাগ্য খুলে দিয়েছে।সেখান থেকেই শুরু।তার আগে পেয়েছিলো ডিপ ষ্টেটের দেয়া টাকার কিছু অংশ।এখনতো খনির খবর পেয়ে গেছে।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: গত ১৫ বছরে আপনাদের নেত্রী ও তার দলবল এসব শিখিয়েছে দেশের তরুণদের !
১২| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:৩৪
কামাল১৮ বলেছেন: আপনি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফায়ে কি পেলেন।দৌড়ানী খাবার ভয়ে বোল পালটাচ্ছেন।গেঞ্জী জাইঙ্গা নিয়া তো খুব দৌড়াদৌড়ী করছিলেন।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: আমি কবে ভোল পাল্টালাম ? আমি শুরু থেকেই ছাত্রদের সরকারের অংশ হওয়া নিয়ে বিরোধিতা করেছি। এদের করাপশনের লাইন ঘাট এই সরকার দেখিয়েছে। দেশ জালিম মুক্ত হয়েছে আমি এতেই খুশি ! আমাদের এমন চেতনা বিক্রি করা দলের দরকার নেই। মানুষ এখন সচেতন অনেক। কেউ দেশকে বিপথে নিতে চাইলে রুখে দিবে।
১৩| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:৩৫
চেংগিস খান বলেছেন:
শেখ হাসিনা এদেরকে "রাজাকার" ডেকেছিলো?
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১:০২
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার চোখে কেবল তিনিই প্রকৃত দেশপ্রেমিক ! তাই উনি যে কাউকে রাজাকার ডাকতে পারেন। সত্যিকার রাজাকার দের রাজনীতি দেশে বন্ধ করার সৎ ইচ্ছা থাকলে ১৫ বছর এনাফ সময় পেয়েছিলেন। রাজাকার দল কে পতনের দুইদিন আগে নিষিদ্ধ করেছেন। এতেই বোঝা যায় উনার রাজনৈতিক স্টান্ডবাজি !
১৪| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:৪৩
পান্হপাদপ বলেছেন: স্বপ্নবাজ তরুণ সেই পুরনো পথে । হোন্ডা, গুন্ডা,,শোডাউন। এর থেকে কি বের হবে না বাংলাদেশ
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১:০৪
সৈয়দ কুতুব বলেছেন: নতুন রাজনীতি করছে। নিজেকে সংশোধনের সুযোগ আছে !
১৫| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১:২১
চেংগিস খান বলেছেন:
আপনি তো গতকাল থেকে রাজনৈতিক পোষ্ট লিখছেন, যা মুখে আসছে তা লিখছেন। শেখ হাসিনা জামাত-শিবিরকে ব্যান করলে, সৌদী ও অন্যান্য আরবদেশে "শ্রমিক পাঠানো বন্ধ হতো ও ৪ লাখ রোহিংগা আরব থেকে বাংলাদেশে আসতো"। শেখ হাসিনা এদের জন্য চাকুরী সৃষ্টি করতে পারেনি দেখে, জামাত-শিবিরকে ব্যান করেনি। আপনি আমাদের রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে কোন ধারণা নসঠিকভাবে না'বুঝে ব্লগ ভরায়ে ফেলছেন লিখে।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১:২৬
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা কেন চাকুরি সৃষ্টি করতে পারেনি ? ১৫ বছর অনেক সময় ! আপনি অনেক জ্ঞানী মানুষ হওয়া সত্ত্বেও যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করেন ইহা হতাশাজনক।
১৬| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১:২৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: নিমো সাহেব আসলে অন্ধ ভক্ত একটি দলের ! আগের একটি পোস্টেও দেখেছি যে তিনি না বুঝেই আপনার সমালোচনা করেছেন। ৫ই আগষ্ট বঙ্গভবন থেকে আপার অন্তর্বাস চুরির ছবিটি খুব সম্ভবত নিমো সাহেব সহ্য করতে পারে নী। তাই এখন ব্লগে এসে মানুষের নিতম্বে আংগুল দিচ্ছেন। ওনার দ্রুত মানুষিক সুস্থতা কামনা করছি।
আর আক্রমণাত্মক কিছু মন্তব্যের উওর যেভাবে মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সাথে দিয়েছেন,আপনাকে স্যালুট কুতুব সাহেব।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১:২৮
সৈয়দ কুতুব বলেছেন: উনাদের রাগ কোথায় সেটা তো বুঝি ! প্রথমে ভেবেছে ২/৩ মাসের মধ্যে রাস্তায় নামবে এখন দেখছে দশ বছরেও ফিরতে পারে কিনা সন্দেহ ! মাথা হট না হয়ে উপায় কি ?
১৭| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১:৩২
চেংগিস খান বলেছেন:
লেখক বলেছেন: শেখ হাসিনা কেন চাকুরি সৃষ্টি করতে পারেনি ? ১৫ বছর অনেক সময়।
-শেখ হাসিনা, শেখ সাহেব, তাজউদ্দিন সাহেব বা ড: ইউনুস "জাতির" জন্য চাকুরী সৃষ্টি করার মতো জ্ঞানী ছিলেন না, জ্ঞানী নন।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ১:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের নিয়ত এই টার্মে মোটেই সহী ছিলো না। বিএনপি-জামাত কে সারাদিন জঙ্গী বলতেন আপনার নেত্রী(এখন আপনি বলেন) কিন্তু আম্লিকের সময় স্কুল থেকে মাদরাসার সংখ্যা দেশে বেড়ে গিয়েছে। আম্লিকের যদি রাজাকার নিয়ে এত কনসার্ন থাকতো তবে এই টার্মে মিডল ইস্ট লোক না পাঠিয়ে দক্ষ প্রশিক্ষণ দিয়ে উন্নত দেশে পাঠাতে পারতো। পারবে কি করে ? বিদেশ যেতে লাগবে পাচ লাখ টাকা আপনার নেত্রীর চামচারা দশ লাখ করে নিতো। শিক্ষা ও কর্মসংস্থানে কোনোদিন কম্প্রমাইজ চলে না। কোনো পরিকল্পনা ছিলো না। যদি বিশ্ববিদ্যালয় গুলোতে অনেক টাকা বরাদ্দ দিতো গবেষণায় তাহলেও দেশ অনেক এগিয়ে যেতে পারতো। মেগা প্রজেক্ট করেছে করাপশনের জন্য। মেধাবীদের বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়ে চাটুকার বানিয়ে রেখেছিলো। যাতে প্রতিবাদ না করে ।
১৮| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১:৫৩
চেংগিস খান বলেছেন:
আপনি সামান্য শিবিরকে "চিনতে পারেননি"; বিপ্লব বিপ্লব করে ব্লগ ভরায়ে ফেলেছেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজনও আপনার মতোই জ্ঞানী ছিলো; ওরা চাকুরী সৃষ্টি করতে জানতো না; তবে, ওরা রাজাকার বা জংগী ছিলো না।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: শিবির কে আমি ভালোই চিনি। আমি খুব কমই বিপ্লব শব্দটা লিখি। আমার চোখে ইহা একটি সফল অভ্যুত্থান যাতে বিদেশি শক্তি ইনভলভ ছিলো। শেখ হাসিনা আমার মতো চিন্তা ভাবনা রাখলে ৫৬০ টা মডেল মসজিদ করতেন না বেহুদা যেখানে হাজার হাজার মসজিদ সাধারণ মানুষের দান খয়রাতে হয়ে যাচ্ছে ! একটি পিউর সরকারি ইসলামিক ব্যাংক খুলতেন যাতে ইসলামি ব্যাংক নির্ভরতা কমে যায়। হাওয়ালা রোধে মনোযোগ দিতেন। মাদরাসার ডিগ্রী কে সাধারণ শিক্ষার সমতুল্য ঘোষণা করতেন না। আপনার জামাত-শিবির নিষিদ্ধ করার সাথে সৌদি কানেকশান এত হাস্যকর কি বলবো ! দেশে আধুনিক শিক্ষা বাস্তবায়ন করলে শিবির মিবির কোথায় উড়ে যাইতো ! শেখ হাসিনার ইসলামিক মৌলবাদ দমনের কোনো জ্ঞান ছিলো না। বরং তিনি উহাকে তার রাজনৈতিক এজেন্ডা বানিয়েছেন।
আপনার সাথে কথা বলতে ভালোই লাগে কিন্তু আমাদের কনভারসেশনের উপর নজরদারি থাকে ব্লগে। আশা করি এবার ক্ষান্ত হবেন।
১৯| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:২৪
আদিত্য ০১ বলেছেন: ধুর মিয়া কি করলেন, এই দেশে এইটাই বড় হাতিয়ার আলাদীনের চেরাগ। এইটা এন্ট্রাপ্রেয়নিয়ারশিপ। অনেক ছেলে মেয়ে কাছে লিজেন্ড। গেঞ্জিরা তাদের নাতি পুতিদেরকে এই ছোট এরশাদকে দেখিয়ে বলবে, দেখ পড়াশোনা শেষ করে বীণা পুজিতে কিভাবে কইয়েক হাজার কোটি টাকার মালিক হওয়া যায়।
হাসনাত কালা পাঠা, আর সার্ভিস মলম ছাত্রলীগ করে কোন বড় পদ বা টাকা পয়সা পাইনাই, ওদের ঐটাই ধান্দা ছিলো, তাই ছাত্রলীগ করছে নামেই। সুযোগ সন্ধানী ছিলো। তবে ক্ষমতা যেদিন থাকবে না, এই পাডা দুইটার কি হবে।
হাসনাতকে কালা পাঠা না ডেকে। শুয়ো*** ডাকা উচিত ছিলো, সেনাবাহিনীকে যেভাবে ওপেন থ্রেট করে।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:২৮
সৈয়দ কুতুব বলেছেন: এগুলো শিখেছে তাপস থেকে! তাপস যেমন গর্ব করে বলেছে বিচারপতি সিনহা কে নামিয়েছি ! একই ভাবে সেনাবাহিনী সম্পর্কে বলেছে হাসনাত! আসলে ছাত্রলীগের কোলে পিঠে বড়ো হয়েছে তো !
২০| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:২৯
আদিত্য ০১ বলেছেন: মিয়া আপনার জ্বলে, ভাগ বাটোয়ারা পান নি বলে। এনছিপি নাকি ৩০০টা আসনে জয়ী হবে। ইউনুসের মত আওলিয়া জ্ঞানি আর একটাও নাই। দেখেন এই মাল কত হাজার কোটি টাকা গ্রামীন ব্যাংক থেকে আমেরিকায় পাচার করেছে। বের হবে সব। ভাগ বাটোয়ারা পিনিক আর ইল্লেও পাইছে
২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আমার জ্বলার কোনো গন্ধ পান ব্লগে ? আমিতো দেখি আপনারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। তারা ৩০০ আসন কেন ৫০০ আসনে নির্বাচন করুক তাতে কি যায় আসে ? এখন আপনাদের নেত্রী ও চামচাদের করাপশন বের হওয়ার পর যেমন মানুষ পুন্দাচ্ছে যদি এরাও এমন কিছু করে তখন মানুষ এদের কেও পুন্দাবে !
২১| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৩৪
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: এগুলো শিখেছে তাপস থেকে! তাপস যেমন গর্ব করে বলেছে বিচারপতি সিনহা কে নামিয়েছি ! একই ভাবে সেনাবাহিনী সম্পর্কে বলেছে হাসনাত! আসলে ছাত্রলীগের কোলে পিঠে বড়ো হয়েছে তো !
দিনে দিনে আপনার এত ভুল পাল্টাচ্ছে। কবে যে আপনারা আওয়ামীলীগেরও সুনাম করবেন। কিন্তু আপনাদের সুনাম আওয়ামীলীগের লাগবে না। আওয়ামীলীগের এমনিতেও অনেক আছে।
আপনাদের ভুল আর বুকের চাপা কষ্ট দেখে হাসি আসছে। কি করবেন ? একুল ওকুল দুকুলে আপনারা হারাচ্ছেন। দেখেন টেন পার্ছেন্টের মুরিদ হন। কিন্তু সেই মাল আরেক দুর্নীতিবাজ। ২০০১ থেকে ২০০৬ চাইতে এইবার সে বড় কিছু করবে
আপনাদের পীরগুলা দেখে হাসি পায়। আপনার ভুল পীর ধরেন বার বার আর ধোকা খান
২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: আমি কোনো দলের সাপোর্ট করি না। তাই আমার গাও জ্বলে না।
২২| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৩৫
আদিত্য ০১ বলেছেন: জুলাই পাকি আন্দোলনের সবগুলাই এক একটা মাল। পাকিদের রেখে যাওয়া জিনিস জুলাইয়ে সুযোগে একটু কামে আইছিলো আর কি
২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: দেশে এখনো পাক-ভারত প্রক্সি যুদ্ধ চলছে। এবার পাকিরা হারিয়ে দিয়েছে মন খারাপ করিয়েন না। আপনারা চেষ্টা করতে থাকেন।
২৩| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৪৩
চেংগিস খান বলেছেন:
সৌদী কানেকসশান হাস্যকর লেগেছে তো! ভালো।
বছরে আরব দেশগুলো থেকে কত বিলিয়ন ডলারের সম-পরিমাণ হার্ড কারেন্সী আসে?
২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: ১০/১২ বিলিয়ন ডলার
আপনার সৌদি কানেকশান হাস্যকর কারণ একটি সরকারের কাছে বিকল্প থাকতে হয় সবসময় ! যদি ঐকান্তিক ইচ্ছা থেকে থাকে সব সম্ভব !
২৪| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৪৯
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আমার জ্বলার কোনো গন্ধ পান ব্লগে ? আমিতো দেখি আপনারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। তারা ৩০০ আসন কেন ৫০০ আসনে নির্বাচন করুক তাতে কি যায় আসে ? এখন আপনাদের নেত্রী ও চামচাদের করাপশন বের হওয়ার পর যেমন মানুষ পুন্দাচ্ছে যদি এরাও এমন কিছু করে তখন মানুষ এদের কেও পুন্দাবে !
উচিত কথা বললে এমনই হয়। যাইহোক রাগ করে কি আর করবেন! আপনার টেন পার্ছেন্ট পীরের আস্তানা থেকে ফিরে আইসেন না। সেই পীরের আকছে ভাগ বাটোয়ারা না পাওয়ার সম্ভবনা বেশি। আপনার চাপা কষ্ট বুঝতে পারছি। এভাবে দল পাল্টিয়ে এক সময় আওয়ামীলীগে যায়গা নিতে চাইলেও কোন লাভ নাই... আহা যে পীরকে ধরে সেই পীরের আমল নামা বের হয়
২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আমি মোটেই রাগ করি না। কারণ ব্লগের মতো একটা সোশ্যাল মিডিয়ায় বলা মানুষের কথায় রাগ করে কি হবে?
২৫| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৫১
আদিত্য ০১ বলেছেন: আমরা আওয়ামীলীগের দোষ ধরতে পারি, কিন্তু আপনারা মি টেন পার্সেন্টের দোষ ধরতে নারাজ। কি করবেন, উহা আপনাদের শেষ আশ্রয় স্থল হিসেবে চেষ্টায় আছেন
২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: আমি পোস্ট করেছি সারজিস কে নিয়ে! কিন্তু আপনি হাবির মার কেচ্ছা শুরু করে দিলেন। আজকে আপনাদের নিশ্চয়ই শান্তিতে ঘুম হবে!
২৬| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ২:৫৮
চেংগিস খান বলেছেন:
১৯ কোটী বাংগালীর মাঝে ১ জনও নেই, যিনি বিকল্প বের করতে পারবে।
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৩:০৫
সৈয়দ কুতুব বলেছেন: নিজের বুদ্ধি না থাকলে অন্য থেকে দেখে শিখতে হয় ! অনেক বাবা মা অশিক্ষিত৷হন কিন্তু শিক্ষিত মানুষের বুদ্ধিজ্ঞান ও সামাজিক অবস্থান দেখে সন্তান কে উচ্চশিক্ষার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন। শেখ পরিবার ও আওয়ামী লীগ বাঙালির মা-বাবা টাইপের ! এখন আর কিছুই করার নেই।
২৭| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ৩:১৪
আদিত্য ০১ বলেছেন: হা হা... কুতুব ভাইয়ের বুকে চাপা কষ্ট
২৬ শে মার্চ, ২০২৫ রাত ৩:১৮
সৈয়দ কুতুব বলেছেন: আর বেশি কাদালে উড়াল দেবো আকাশে
২৮| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ৩:৫৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: আদিত্য ০১ এর মতে: ইউনুস সুদি/ চু** এই মাল কত হাজার কোটি টাকা গ্রামীন ব্যাংক থেকে আমেরিকায় পাচার করেছে।হাসনাত কালা পাঠা, আর সার্ভিস মলম ব্যাবসায়ী, তারেক জিয়া টেন পার্ছেন্ট পীর, জামাতের আমীর চুম্মা শফি!!
আর দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হইলো মুজিব পরিবার আর তাহাজ্জুদ রানী শেখ হাসিনা। তাঁদের আগে ও পড়ে কোন গুনাহ নাই, তারা নাবালক, মাসুম। মুঘল বাদশা আওরঙ্গজেব এর মত জয়, পুতুল, তাপস, টিউলিপ, ববি টুপি বিক্রি করে বিদেশে সংসার চালায়।
২৬ শে মার্চ, ২০২৫ ভোর ৪:১০
সৈয়দ কুতুব বলেছেন: দারুণ লিখেছেন।
২৯| ২৬ শে মার্চ, ২০২৫ ভোর ৪:১১
আদিত্য ০১ বলেছেন: @কলিমুদ্দি দফাদার আপনাদের মতে আওয়ামীলীগ সবচাইতে খারাপ। কিন্তু এখন আপনাদের নিজেদের পীরদের এত দুর্নীতি মেনে নেন না কেন?
৩০| ২৬ শে মার্চ, ২০২৫ ভোর ৪:১২
আদিত্য ০১ বলেছেন: দফাদার আর কুতুবদের বুকে চাপা কষ্ট
২৬ শে মার্চ, ২০২৫ ভোর ৪:১৫
সৈয়দ কুতুব বলেছেন: আসলেই কষ্ট। নিত্য নতুন রেসিপি পাচ্ছি না আপার কাছে থেকে ! এবার যদি ইদে থাকতেন তবে মুরগীর বিষ্ঠার হালুয়া রেসিপি শেয়ার করতেন। আল্লাহ ভালোয় ভালোয় উনাকে ভারতে পাঠিয়ে দিয়েছেন।
৩১| ২৬ শে মার্চ, ২০২৫ ভোর ৬:২৫
নিমো বলেছেন: লেখক বলেছেন: আপনি প্রায়শই দফাদার মিয়া কে নাজেহাল করতে চান।
তাই। উনার দফাতো এমনিতেই রফা হয়ে আছে। আমার কিছু কেন করতে হবে।
লেখক বলেছেন:জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদের প্রতি মুগ্ধ হয় নি এমন লোক খুজে পাওয়া দুস্কর ছিলো।
অভ্যুথ্থানটা কেবল ছাত্রদের এই বোকার মত ধারণাটা থেকে বের হয়ে আসুন। প্রজ্ঞাপিত শহীদদের ও আহতের তালিকায় ছাত্র সংখ্যা নাই বললেই চলে। জনতাই বেশি।
লেখক বলেছেন:দফাদার সাহেব সহ আমরা কি জানতাম যে তারা এভাবে করাপশনে জড়িয়ে পড়বে ?
সুবিধাবাদিরা এভাবেই বলে থাকে, আমরা কি জানতাম অমুকটা হবে? আহালে! দুগ্ধপোষ্য বাবুসোনা আমার!
লেখক বলেছেন:দফাদার সাহেব কিন্তু এখন তাদের সমালোচনা করছেন। যদি তিনি এখনো এদের পক্ষ নিতেন তবে উনার সমালোচনা যথার্থ ছিলো।
নাটক কম কর পিও! এখন জারাও ভড়ং ধরেছে। দল আত্মপ্রকাশ, বিশাল সমারোহে ইফতার পার্টির খরচ নিয়ে জারার কিছু মনে হয় নি কিন্তু এখন যখন সবাই সারভিসকে নিয়ে বলছে, তখন তার আক্কেল দাঁতা গজিয়েছে। হা!-হা!
২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০২
সৈয়দ কুতুব বলেছেন: এবার ক্ষান্ত দেন।
৩২| ২৬ শে মার্চ, ২০২৫ ভোর ৬:৩০
নিমো বলেছেন: কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার আপায় নাকি ১০ কোটি টাকা নিয়ে এরশাদের সাথে নির্বাচন করছিল? এইডা তো আপনার আপার ই তৈরি করা করা মাল!!! আপনে অবাক হোন কেন?
আমার আপনাদের মত আপা-দুলাভাই লাগে না। আসলেই নাহিদটা ভীষণ বোকা, কী বুঝে যে, দলের বড় একটা পদ একে দিয়ে দিল। আপনার সাথে পরামর্শ করা উচিত ছিল।
২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০৩
সৈয়দ কুতুব বলেছেন: নাহিদ এমপি ইলেকশন করবে। অস্থায়ী পদে বসে থেকে কি লাভ?
৩৩| ২৬ শে মার্চ, ২০২৫ ভোর ৬:৩২
নিমো বলেছেন: লেখক বলেছেন: নিমো সাহেব আসলে অন্ধ ভক্ত একটি দলের !
এসব সস্তা কৌতুক বলেতো বাজার পাবেন না।
২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০৪
সৈয়দ কুতুব বলেছেন: কোনো দলের অন্ধ ভক্ত হওয়া খারাপ নয়। কিন্তু এতে ন্যায় অন্যায় পার্থক্য করা কঠিন।
৩৪| ২৬ শে মার্চ, ২০২৫ ভোর ৬:৩৭
নিমো বলেছেন: কলিমুদ্দি দফাদার বলেছেন: ৫ই আগষ্ট বঙ্গভবন থেকে আপার অন্তর্বাস চুরির ছবিটি খুব সম্ভবত নিমো সাহেব সহ্য করতে পারে নী।
আপনি, কুতুব কিংবা আপনাদের পরিবারের অন্তর্বাস চুরি হলেও আমার ভালো লাগবে না। আপনি কি ঐ চুরিটা করেছেন ?
কলিমুদ্দি দফাদার বলেছেন: তাই এখন ব্লগে এসে মানুষের নিতম্বে আংগুল দিচ্ছেন।
আপনি বোধহয় বহু বছর এই পেশায় আছেন। আমার দিন এখনও এত খারাপও হয় নি। হলে আপনাকে জানাবো। হাজার হোক অভিজ্ঞ আপনি।
২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০৭
সৈয়দ কুতুব বলেছেন: কিছু বিষয় আছে যেগুলো ৫ই আগস্ট করা উচিত হয় নি। অন্যের সম্পত্তি এভাবে জোর করে নিয়ে আসা ভালো বার্তা দেয় না। যখন মানুষের ঢল নামে তখন অনেক বাজে লোক ভীড়ের মধ্যে ঢুকে পড়ে। ভদ্র ঘরের পোলাপান এসব করবে না।
৩৫| ২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: সারজিস, নাহিদ আরর হাসনাতের কপালে দুঃখ আছে।
অপেক্ষা করুন আর দেখুন।
২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:২২
সৈয়দ কুতুব বলেছেন: তাদের তেমন কোনো বড়ো অপরাধ নেই আপনার নেত্রী ও তাদের চামচা দের মতো। জনগণ যে কোনো ষড়যন্ত্র ঠেকিয়ে দিবে।
৩৬| ২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে চ্যাংড়া চাকরির কোটার আন্দোলন করলো সেই চ্যাংড়া এখন কোটি কোটি টাকা কৈ পায়?
আলা উদ্দিনের চেরাগ দিয়েছে ইউনুছ সাহেব তাকে?
২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগে অনেক কে দেখতাম ছাত্রদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের পক্ষ ছিলো। এরা বেকার পোলাপান ! সহজেই প্রলোভনে পড়ে গিয়েছে। আমলা ও ব্যবসায়ী রা নিজের পিঠে বাচাতে এদের উপহার দিয়েছে। এভাবে তাদের কে নষ্ট করে দিয়েছে সরকার।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২৫ রাত ৯:১১
শায়মা বলেছেন: সারজিস মনে হয় বাইক চালাতে জানে না। ধ্যাৎ এটা কোনো হিরো হলো!! হিরো বাইক নিয়ে সাঈঈঈ করে ছুটে যাবে ..... রোডের পর রোড পার হয়ে যাবে তা না মানুষের পিছে হাবার মত বসে রয়েছে!

নাহ পষন্দ হলোনা ......