![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
এরশাদ মাঝে মাঝে সাইকেলে চালিয়ে অফিস যাত্রা করতেন। তো উনি যেদিন সাইকেলে চালিয়ে অফিস যাবেন...সেদিনই কিভাবে কিভাবে যেনো সাংবাদিকরা খবর পেয়ে এতো। এরশাদের সাইকেল চালিয়ে অফিস যাবার ছবি উঠে যেতো। এরশাদের লোকজন ঝাপিয়ে পরতো: প্রেসিডেন্ট সাব অহেতুক তেলের খরচ বাঁচাতে সাইকেল নিয়ে অফিস করে।
মাঝেমাঝে অনাবৃষ্টি দেখা যেতো। এরশাদ আবহাওয়া খবরের আপডেট রাখতেন। যখনই খবর পেতেন দুই-তিন দিনের মাঝে বৃষ্টি হবার সম্ভবনা আছে... উনি বিশেষ দোয়ার আয়োজন করতেন। স্বাভাবিক ভাবেই দোয়া-মাহফিলের আয়োজনের পর বৃষ্টি নামতো। মানুষের মাঝে এরশাদের সাগরেদরা প্রচার করতো : প্রেসিডেন্ট সাব পুন্যবান লোক। আল্লাহর কাছে বৃষ্টি চাইছে আর আল্লাহ না দিয়া পারে নাই।
এখন বেঁচে থাকলে অবশ্য এরশাদ সাহেব মাংস বিলি করতেন। বৃষ্টিতে ভিজে মাংস বিলি করতেন। এরশাদ সাহেবের অজান্তেই সেটা কেউ ছবি তুলে/ভিডিও করে অনলাইনে ছেড়ে দিতো। এরশাদ সাহেব এগুলা দেখে বিব্রত হতেন। ফেসবুকে পোস্ট দিয়ে বিরক্তি প্রকাশ করতেন। এরশাদের লোকজন ঝাঁপিয়ে পরতো: জেনারেল সাহেবের কামডা দেখছেন? গাঁয়ের মেঠোপথ পার হয়ে ঠিক গরীব দু:খীর কাছে পৌছে গেছেন। রাজনীতির জগতে এরশাদের লেভেলের বাটপার আর দুইটা আসবে বলে মনে হয় না। এরশাদ এক পিসই !
সংগ্রহীত
০৮ ই জুন, ২০২৫ রাত ১২:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
২| ০৮ ই জুন, ২০২৫ রাত ১:৫৫
ফেনিক্স বলেছেন:
এরশাদ জাতির কি কি ক্ষতি করে গেছে?
০৮ ই জুন, ২০২৫ রাত ২:০২
সৈয়দ কুতুব বলেছেন: উটের বাম্পার ফলন করে গেছে।
৩| ০৮ ই জুন, ২০২৫ সকাল ৯:০০
নাহল তরকারি বলেছেন: আমার আব্বু সরকারি চাকরি করেন। নওগাঁ তে পোস্টিং থাকতে এক সেনা সদস্যের সাথে পরিচিত হয়। তিনি রিটায়ার্র পারসন। ও তিনি বর্তমানে দোকানদ্বার। তাকে আমি সেনাবাহিনীনির বিভিন্ন জিনিস প্রশ্ন করতাম। সাপ্তাহে একদিন ক্যান্টনমেন্ট সব গাড়ি বন্ধ সাথে। গাড়ি রক্ষণাবেক্ষন এর জন্য গাড়ি বন্ধ রাখা হয়। ঐ দিন সেনাপ্রধান ও নিজের গাড়ি ব্যাবহার করেন না। তিনিও হেটে অফিসে যান। এরশাদ হয়তো দ্রুত অফিসে যাওয়ার জন্য সাইকেল ব্যাবহার করতেন।
০৮ ই জুন, ২০২৫ সকাল ৯:০৬
সৈয়দ কুতুব বলেছেন: এরশাদ শো অফ করতো। ইতিহাস ঘাটেন।।
৪| ০৮ ই জুন, ২০২৫ সকাল ৯:০৯
নাহল তরকারি বলেছেন: মানুষ হিসেবে শো অফ আমরা সবাই করি।
০৮ ই জুন, ২০২৫ সকাল ৯:১০
সৈয়দ কুতুব বলেছেন: এরশাদ ছিলো ব্যক্তিগতভাবে টাউট। আপনার হয়তো উনার জীবনী পড়ে ভালো লেগেছে।
৫| ০৮ ই জুন, ২০২৫ সকাল ৯:১৭
নাহল তরকারি বলেছেন: তা ঠিক। তার চরিত্র যেভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিলো, তাতে ওয়ান ম্যান আর্মি; সুপার হিরো টাইপ মনে করছিলাম।
০৮ ই জুন, ২০২৫ সকাল ১০:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: তার ক্যারেক্টার ভালো না।
৬| ০৮ ই জুন, ২০২৫ সকাল ১০:১৭
নতুন নকিব বলেছেন:
সকাল বিকাল মত পরিবর্তনকারী এই লোকটির কাঁধে ভর দিয়ে ফ্যাসিবাদীরা বাংলাদেশকে প্রায় দেড় যুগ পিছিয়ে নিতে পেরেছে। দেশটাকে লুটপাটের কেন্দ্রে পরিণত করার সুযোগ লাভ করেছে।
০৮ ই জুন, ২০২৫ সকাল ১০:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: এরকম লোকের জন্মানো টাই বাংলাদেশের জন্য ব্যাড লাক।
৭| ০৮ ই জুন, ২০২৫ সকাল ১১:০৪
শেরজা তপন বলেছেন: এর মাধ্যমেই প্রমাণিত হয় না যে অনেক চতুর ও বুদ্ধিমান ছিলেন?
রাজনীতিবিদরা গোপনে সমাজসেবামূলক কর্মকাণ্ড করলে কেউ পাত্তা দেয় না সেটাকে কোনো না কোনোভাবে প্রচার করতেই হবে- যার লেখা কোট করেছেন তিনি কি অন্তত একজন শহীদ বা আহতদের বাসায় বৃষ্টির ভিতর ভিজে মাংস দিতে গেছেন বা কোন সহযোগিতা করতে গেছেন?
আমরা নিজেরাও কিছু করবো না কাউকে কিছু করতেও দেবো না, এই হল আমাদের জাতিগত পরিচয়। যাকে দেখতে নারি, সে হেলিকপ্টারে চড়লেও দোষ দামি গাড়িতে চড়লেও দোষ কাঁদার মধ্যে হেটে গেলেও দোষ। আমরা নতুন ও তরুণ নেতৃত্বের জন্য হাহাকার করি কিন্তু নতুনদের কোন ভাবে আসতে দেবো না। চমৎকার!!
০৮ ই জুন, ২০২৫ সকাল ১১:১৬
সৈয়দ কুতুব বলেছেন: অসৎ লোক যতই চতুর এবং বুদ্ধিমান হউক না কেন সবসময় পরিতাজ্য। জাতীয় পার্টি এবং এরশাদের কারণে আমাদের বাংলাদেশে যে সীমিত গণতন্ত্র ছিলো তাও শেষ।
৮| ০৮ ই জুন, ২০২৫ সকাল ১১:২১
শেরজা তপন বলেছেন: আমাদের প্রায় সবার কারণেই আমাদের সবকিছু শেষ হয়েছে এরশাদ-ফেরশাদ সাথে এগুলা উপর উপলক্ষ মাত্র।
এত বড় বুদ্ধিজীবী জাতির এরকম গ্যাড়াকলে পড়া খুবই স্বাভাবিক।
০৮ ই জুন, ২০২৫ সকাল ১১:২৫
সৈয়দ কুতুব বলেছেন: জাতীয় পার্টির জন্ম না হলে আম্লিক এত বছর ক্ষমতায় থাকতে পারতো না।
৯| ০৮ ই জুন, ২০২৫ দুপুর ১:৪৭
আধুনিক চিন্তাবিদ বলেছেন: শেরজা তপন ভাইয়ের মন্তব্যের সাথে একমত।
০৮ ই জুন, ২০২৫ বিকাল ৪:০২
সৈয়দ কুতুব বলেছেন: পাখির পালক সবসময় এক জায়গায় জড়ো হয়ে থাকে।
১০| ০৮ ই জুন, ২০২৫ রাত ৮:০০
কামাল১৮ বলেছেন: ইউনুসের কাছে এরশাদ নস্যি।(শিশু)
০৮ ই জুন, ২০২৫ রাত ৮:৩০
সৈয়দ কুতুব বলেছেন: কিসের সাথে কিসের তুলনা? জামায়াতের আমীর এরশাদের ডিজিটাল ভারশন।
১১| ১১ ই জুন, ২০২৫ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: ভাইরে রাজনীতিতে নামলে অনেক কিছু করতে হয়।
অনেক রকম ভং ধরতে হয়।
১১ ই জুন, ২০২৫ সকাল ১১:২৭
সৈয়দ কুতুব বলেছেন: আইচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০২৫ রাত ১২:০৫
ধীবধির বলেছেন: সেরা কুতুবদা।