নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ কেন জেন- জিদের উপর ভয়ংকর রেগে আছে ?

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩


নেপালের জেন-জি প্রজন্ম নেপো কিড নামে রাস্তায় নেমে নেপালের সরকার কে ইনকিলাব জিন্দাবাদ করে দিয়েছে। নেপালের করাপ্ট এমপি মন্ত্রীদের প্যান্ট খুলে নাঙ্গা করে পিটিয়েছে। কত বড়ো সাহস তাদের যে জেন-জিদের প্রাণ ভোমরা তেইশটি গুরুত্বপূর্ণ app নেপালের সাবেক সরকার বন্ধ করে দিয়েছে। পেটে দানা পানি না পড়লেও হবে তবে ইন্টারনেট ছাড়া জেন-জি চলতে পারবে না। নেপালের সরকারের মতো বাংলাদেশের সরকার ও সেইম কাজ করেছিলো। জুনায়েদ হোসেন পলক এখন সে জন্য টানা ৩৫ দিন রিমান্ডে থাকেন। যা হোক নেপালের সরকার পতনে যত না সে দেশের সরকার সমর্থিত লোকজন অনলাইনে হাউকাউ করছে তার চেয়ে বেশি হাউকাউ করছে আওয়ামী লীগ। তারা প্রচার করে বেড়াচ্ছে জেন-জি একটা জম্বি জেনারেশন। এদের দেশের সংবিধান, জাতীয় পতাকা কিছুর প্রতি সম্মান নেই। আসলে জেন-জির হাতে ধোলাই খেয়ে সেটা এখনো ভুলতে পারছে না। জেন-জিদের নাকি দেশের শিল্প সংস্কৃতি কৃষ্টি কালচার কিছুই ভালো লাগে না। তারা উন্মাদ!

আওয়ামী লীগের কিছু ইন্টেলেকচুয়াল বলছেন জেন-জিদের ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা ইউনুস সরকার ও বিএনপি-জামাত কে পালটা মাইর খাওয়াবে। তাদের মতে জেন-জিরা চায় কেবল ভালো ভালো খাবার, যৌনতা, টাকা ও বিলাসি জীবন। ইউনুস সরকার কিংবা বিএনপি-জামাত সেটা দিতে পারবে না। কারণ লুটপাট করে দেশের বারোটা তো তারা বাজিয়ে গেছে। জেন-জি কে টাইমিং দিয়ে আওয়ামী লীগ কে কাজে লাগাতে হবে তার প্রতিপক্ষ কে পরাজিত করতে। এখনই থেকে সেটা নিয়ে ভাবা উচিত।

নেপালের সরকার ও আওয়ামী লীগের মাঝে কমন হচ্ছে দুইটা সরকারই করাপ্টেড। জেন-জিরা কেবল সেটার প্রতিবাদ করেছে তাই এরা জম্বি জেনারেশন। তুমি কর্মসংস্থান, সঠিক পরিবেশ দিতে পারবে না আবার বলবে তারা বখে গেছে। তুমি প্রশ্নফাঁস করে তাদের পরীক্ষা নিবে, লাখ লাখ টাকা কামাবে আর বলবে এরা কিছুই শেখে না। লাখ টাকা ঘুষ খেয়ে টিচার নিয়োগ দিবা আর সে যদি ইংরেজি শিখাতে না পারে দোষ হয়ে যাবে জেন-জির। জেন-জি শুরু হয়েছে সাল ১৯৯৭ থেকে। এরা নাকি কেবল সেক্স সেক্স করে বেড়ায়! আর আগের জেনারেশন গুলো বিয়ের পর নারী-পুরুষ মনে হয় প্লেটোনিক লাভ করতো। জনসংখ্যা মনে হয় জেন-জির কারণে বেড়েছে ! বাকিদের সেক্স, চাকুরি এসব কিছুই লাগতো না। তারা হাওয়া খেয়ে জীবন পার করতো।

নেপালের জেন-জিরা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে তারা কোনো সহিংস আন্দোলন করেনি। তৃতীয় পক্ষ সাবোটাজ করে এসব করেছে। নেপালের জেন-জি যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। তারা একজন নারী বিচারক কে প্রধান উপদেষ্টা হিসাবে চেয়েছে। ইহার চেয়ে উত্তম সিদ্ধান্ত কি হতে পারে? একজন বিচারকের যে দৃষ্টিভংগী সেটা অমূল্য সম্পদ জাতির জন্য। সে বিচারক ছিলেন করাপশনের বিরুদ্ধে ভয়ানক সোচ্চার। উনাকে ওলি শরমার সরকার সে জন্য বহিস্কার করেন। সেই নারী বিচারক সিস্টেমের কোনায় কোনায় যে সব ভূত রয়েছে তাদের কে চিনেন। আমাদের দেশেও এমন কাউকে দরকার ছিলো। প্রফেসর ইউনুস সাহেব বাংলাদেশের মানুষকে সঠিক ভাবে চিনেন না। তিনি বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছেন। ন্যায় অন্যায় বোধ উনার কম। তিনি একজন পাকা বিজনেসম্যান। দেশ চালানোর জন্য বিচারক আমার কাছে সবসময় বেশি প্রেফার পাবে।

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মূল কথা হলো,
চলমান অস্হির বিশ্বে আমরা সবাই
সুস্হতা হারিয়েছি ,আশপাশের অনিয়ম, দূর্নীতি আর অবৈধ ক্ষমতার
চর্চ্চা দেখে ।

....................................................................................
সুতরাং যৌবনযার , প্রতিবাদ সে করবেই
কারন সে জানে,
যুদ্ধে যাবার সময় এখন তার !

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: শিবির কে মানুষ করেছে শেখ হাসিনা! :)

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

জেনারেশন একাত্তর বলেছেন:



নেপালের মেয়েরা জ্যাকসনহাইটে বাংগালী রেষ্টুরে্টগুলোতে চাকুরী করে; বাংগালী, পাকিস্তানী, থাই রেষ্টুরেন্টে বাংগালী মেয়েরা সহজে চাকুরী পায় না; কিন্তু নেপালী মেয়েরাবিনা কষ্টে চাকুরী পায়; একামত্র কারণ হলো, দক্ষতা ও নম্রতা।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০০

সৈয়দ কুতুব বলেছেন: তাও আওয়ামী লীগ গালি দিচ্ছে। শিবির কে মানুষ করেছে শেখ হাসিনা। দেখেন ছবিতে।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৯

মেঠোপথ২৩ বলেছেন: আমাদের দেশে সবচেয়ে বড় ইবলিশ হচ্ছে বিচারপতিরা।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১০

সৈয়দ কুতুব বলেছেন: ইবলিশ সব সেক্টরে আছে৷

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি জেন-জি নন, কোন বাংগালী, পাকিস্তানী ও আফ্রিকানরা জেন-জি নয়; জেন-জি হচ্ছে আমেরিকান, ইউরোপিয়ান, জাপানীজ ও অষ্ট্রেলিয়ান বাচ্চারা।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৯

সৈয়দ কুতুব বলেছেন: আমার ডিসক্লেইমারে লিখে দেয়ার দরকার ছিলো যে এই কমেন্ট করবেন না। এটা অনেকবার বলেছেন। বিচারক কে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া সঠিক হয়েছে কিনা?

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৫

ঊণকৌটী বলেছেন: একটু চিন্তা করেন না কেন ? আজকে একজন ব্যবসায়ী কে যে বিদেশী কে এনে বসেছিলেন যার সাথে এই বঙ্গের সাধারণ সাধারণ ধারণা মিলনা ,সে তো ইউরোপীয় ধরণের বিশ্বাসী তো আজকের দিনে তার কি বাংলাদেশের প্রতি মায়া মমতা ভালোবাসা আছে কি ? নেপালিরা কিন্তু তাদের দেশ কে ভালোবাসে আপনারা কি ভালোবাসেন আপনার দেশ কে ?

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি ভারতের সমস্যা নিয়ে ভাবেন। ইলিশ কিন্তু আগের চেয়ে বেশি পাঠাচ্ছি আমরা।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি যাদেরকে Gen-Z বলছেন, এদের ৫০% মা-বাবা এদের পড়ালেখা ও লাইফষ্টাইলের খরচ যোগাতে গিয়ে, চুরি-ডাকাতী, প্রতারণা, জমি ও সম্পদ বিক্রয় করছে, ঘুষ খাচ্ছে, ঋণ নিচ্ছে।

এরা Gen-F

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪২

সৈয়দ কুতুব বলেছেন: আমি ভাবনা চিন্তা করে দেখেছি। জেন-জি আসলে মানায় অমি পিয়াল, আরিফ জেবতিক দের। জেনারেশন গারবেজ! এখন এক রাজ্যে দুই ধরনের জেন- জি থাকছে না।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০১

ঊণকৌটী বলেছেন: আপনার zen-z মানে বুঝি অশিক্ষিত মোল্লা বাপ মা নাই বস্তির পোলা এবং আপ্নার মতো পোলা যাদের জন্য করুণা হয় এর বেশী কিছু না |

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: অশিক্ষিত মোল্লা আর শিক্ষিত মোদি উভয়েই মৌলবাদি।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৬

ঊণকৌটী বলেছেন: zen- G এরা কামাই, আপনার বছরের কত কোটি কামাই? Zen-G এর মানে বুঝেন ?

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কেমন বুঝেন সেটা জানতে হলে আপনার লেখা পড়তে হবে। লিখেন দেখি।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৯

ঊণকৌটী বলেছেন: শিখতে বা জানতে অসুবিধা নাই ভারতের zen-G রা বছরে কোটি টাকা কামাই

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: ভারতের জেন-জি দিয়ে আমার কি কাজ? আমি বাংলাদেশে থাকি! আপনি কি আওয়ামী লীগের ভারত শাখার পাতি নেতা নাকি?

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২০

কলিমুদ্দি দফাদার বলেছেন: নেপালি Gen Z রা বাংলাদেশ থেকে ভাল করার কথা। তারা বাঙালি থেকে অপেক্ষাকৃত একটু বেশি সৎ এবং পরোপকারী; তাঁদের মধ্যেকার ইউনিটি অনেক শক্ত। নেপালে যেহেতু কোন‌ সামুদ্রিক বন্দর নেই, তাঁদের কোন‌ বন্দর বন্ধু পাবার সম্ভাবনা নেই। ;)

নেপালি Gen Z এর কথায় মনে পড়ে গেল- মালয়েশিয়াতে বড়‌ কন্ডমিনিয়াম, অফিস, শপিং মলের সিকিউরিটি গার্ড সব নেপালিরা। এই সেক্টরের সব কর্মী তাঁদের দখলে। শেষবার যখন‌ মালয়েশিয়া যায় সেভেন ইলেভেনে একটা নেপালি ছেলের সাথে কথা হয়। অল্প বয়সে জীবিকার তাগিদে চলে আসে; নাইট ডিউটি তে কাজ করতো। তিন‌ বছরের চুক্তিতে দৈনিক ১২ ঘন্টা কাজ করতো সপ্তাহে এক দিন‌ ছুটি মাত্র।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: নেপালের জেন-জিরা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। একজন বিচারক কে প্রধান উপদেষ্টা করেছে।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৪

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি সব বিষয়ের উপর লেখার চেষ্টা করছেন; কিন্তু কোন বিষয়ের উপর আপনার দরকারী পরিমাণ দক্ষতা দেখছি না।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: আমি সব বিষয়ের উপর লিখি না। আমার চেয়ে দক্ষতা ধারীরা হজ করছেন, আফগানিস্তানের নারীদের জন্য রোবট বানাচ্ছেন। আমি প্রশ্ন করি, মানুষের মতামত জানতে চাই। তাই সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করি।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫০

ঊণকৌটী বলেছেন: আপনাকে একটা উপদেশ দেশের জন্য ভাবেন উন্নতির জন্য চিতা করেন |

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫১

সৈয়দ কুতুব বলেছেন: দেশের উন্নতির জন্যই তো শেখ হাসিনা কে সরালাম। মুরগির কেজি ২১০ টাকা ছিলো যে মাসে আন্দোলন শুরু হয়।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৩

মাথা পাগলা বলেছেন: নেপাল-ভূটান দক্ষিন এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তি-প্রিয়, মানুষজন ভালো মানসিকতার দেশ হিসাবে জানি, তবে তাদের রাজনীতি নিয়ে আমার জ্ঞান-শূন্য। নেপাল নিয়ে কোন খবরও পড়িনি।

টাইটেলটা হবার কথা ছিলো "জনতা কেন গেঞ্জিদের উপর ভয়ংকর রেগে আছে?"

হাসিনা পলায়নের পর গেঞ্জিরা আইনের নামে রাস্তায় কম তামাশা করেছে? এতো সময় পায় কিভাবে? আমার সময়ে তো মাগরিব আযানের পরে ঘরে ঢুকতে দেরি হলে উত্তম-মধ্যম খেতে হতো। পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় এরকম তামাশা করলে শরীরের চামড়া থাকতো কিনা সন্দেহ আছে।

তবে এসব গ্যাঞ্জিরা রাস্তায় না নামলে হাসিনার পলায়ন সম্ভব হতো না। যেসব গেঞ্জিরা দেশপ্রেম নিয়ে রাস্তায় নেমেছিল, শহিদ হয়েছে - তাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। যদিও লেজাকারদের পুর্নাবাসন দেখে আমি জুলাই CIDI আবার আপার দেশ পলায়নও সাপোর্ট করি। আমার কপালের দোষ, কোনো দলে যোগ দিতে পারছি না।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনি যে বিষয়টা বলতে চাইছেন সেটা ঠিক আছে। আজকালের বাবা-মা কি আপনার বাবা-মায়ের মতো? আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করি। ২০১৮/২০১৯ সালের দিকে আমার বোনের একটা কোচিং সেন্টার ছিল যেটা পরে আমি পাই। তার ১৮ সালে চাকরি হয়ে যায়। শেয়ারে ছিল। সবার চাকরি হয়ে গেছে। কোচিং-এ ভালো বিজনেস যদি স্কুলের আশেপাশে হয়। তো ক্লাস টু-এর এক অভিভাবক আসছে অভিযোগ নিয়ে যে উনার ছেলে মোবাইলে ১৯/২০ দেখে। আমি পুরোই অবাক। বলে কি। তারা সেই পুচকেকে কিছুই বলতে পারে না। মোবাইল দেখতে না দিলে নাকি ভাত খায় না। সে মাছ-মাংস ছাড়া খায় না। বাইরে খাবার খায়। অথচ শুধু ক্লাস টু-তে পড়ে। আমি বললাম, "ঠাডাই দুইটা চড় মারেন।" তারা নাকি সেটা পারবে না। ছেলের মুখ কালো দেখলে তাদের খারাপ লাগে। এদিকে আমি যখন স্কুলে পড়তাম, এক শিক্ষক কিল মেরে আমার হাতের উল্টো পিঠ কালো করে ফেলেছিল। মাকে বলেছিলাম যে "দেখো শিক্ষক কি করেছে।" মা বলে, "যেখানে কালো হয়ে গেছে সেটা নাকি বেহেশতে যাবে।" এখন বুঝতে পেরেছেন?

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৫৭

কাঁউটাল বলেছেন: ছাগল হাউয়ামিলীগ, উহাদের জন্য আজকে দেশের এই অবস্থা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৩

সৈয়দ কুতুব বলেছেন: এটা খারাপ বলেন নি।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:২১

কাঁউটাল বলেছেন:

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৩

সৈয়দ কুতুব বলেছেন: ভোট চোর, টাকা চোর।

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: পাক সার জমিন বাদ।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৪

ক্লোন রাফা বলেছেন: আওয়ামী লীগ জেএনজি’দের পছন্দ ক্রেনে কে বললো আপনাক⁉️ আওয়ামিলীগ অপছন্দ করে লালবদর বাহিনী কে। আওয়ামী লীগ সবচাইতে বেশি কাজ করেছে জেএনজি’দের জন‍্য।
অনলাইন যে বট বাহিনী জেএনজি দাবি করে ।তার অধিকাংশ হোচ্ছে বাঁশের কেল্লা ও মাদ্রাসা জেনারেশন। এই প্রজেক্টে জামাতের উল্লেখ যোগ্য ইনভেস্টমেন্ট। বাংলাদেশে প্রতারিত করে জেএনজি’দের ব‍্যব্যবহার করা হয়েছে।
নেপালেও বাংলাদেশের মত ব‍্যার্থ হবে তাদের পরিবর্তনের রাজনীতি। তবে করাপশন’কে কেউ সমর্থন করে না বলেই প্রতীয়মান হচ্ছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১২

সৈয়দ কুতুব বলেছেন: লাল বদর কি নেপালেও আছে নাকি?

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পাক সার জমিন বাদ।

ঘৃণা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: পাকিস্তান জিন্দাবাদ।

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২০

ক্লোন রাফা বলেছেন: নেপ বদর আছে / আপনি হয়তো খেয়াল করেন নি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আসল রুপ বেরিয়ে আসলো।

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৮

কিরকুট বলেছেন: নেপালের জেন জি রা পরের দিনই স্বিকার করেছে যে তাদের উদ্দেশ্য কে লুন্ঠন৷ করে তৃতীয় পক্ষ নিজের স্বার্থে ব্যবহার করছে। বাংলাদেশের জেন জি দের সাথেই এটাই বড় পার্থক্য।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫১

সৈয়দ কুতুব বলেছেন: বিষয়টা আমি দেখেছি। ইহার জন্য আমার নিজের কাছেই লজ্জা লাগে। আমি যেদিন শেখ হাসিনার পতন হয় কারখানা লুট হতে দেখেছি। এরা কেউই আন্দোলনে ছিলো না। :(

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫০

নতুন নকিব বলেছেন:



জেন- জিরা ভোট চোর, অর্থ পাচারকারী, ভারতের তাবেদার ফ্যাসিবাদী আওয়ামী লীগের কবর দিয়েছে। এই কারণে তাদের উপর ভয়ংকর রেগে আছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: জেন-জি'রা ভারতীয় আধিপত্য বাদ কে পিটিয়ে দেশ ছাড়া করেছে। পরের প্রজন্ম জেন-আলফা পাকিস্তানি আধিপত্য বাদ কে পিটিয়ে পৃথিবী ছাড়া করবে।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৪

নতুন নকিব বলেছেন:



পরের প্রজন্ম জেন-আলফা পাকিস্তানি আধিপত্য বাদ কে পিটিয়ে পৃথিবী ছাড়া করবে।

-ঠিক বলেছেন। কোনো দেশের আধিপত্যবাদই আমাদের নতুন প্রজন্ম মেনে নেবে না। পাকিস্তানপন্থী হিসেবে যদি নতুন তাবেদারের অভ্যুদয় ঘটে তাদেরকেও আওয়ামীলীগের মত একইভাবে দেশ ছাড়া করা হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৪

সৈয়দ কুতুব বলেছেন: যত গুপ্ত ছুপা আছে সবাইকে দেশ ছাড়তে হবে।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০

সৈয়দ কুতুব বলেছেন: পাক সার জমিন বাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.