নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

এসো চাঁদাবাজেরা দলে দলে, জামাত শিবিরের ছায়াতলে !

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮


সৎ লোকের শাসন চাই বলে তুবড়ি ছোটানো দল জামাতের আজ কি হলো? তারা কেন চাঁদাবাজদের নিজ দলে ভিড়াচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে চান্দাবাজির জন্য বহিস্কার করলো তাকেই কেন জামাতের এত পছন্দ হলো? আসলে এগুলা হচ্ছে জাশির স্লিপার সেল। অন্য দলের নামে আকাক কুকাম করে তাদের নাম খারাপ করার জন্য কিছুসময়ের জন্য তারা জামাত থেকে দূরে ছিলো। দায়িত্ব পালন শেষে এখন আবার নিজ দলে ফিরে যাচ্ছে ভাইলোক।

বিএনপির ভিতরে পঞ্চাশ থেকে ষাট ভাগ জামাতের লোকজন ঢুকে বসে আছে। আচ্ছা আবরার হত্যার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামীর কি খবর? তাকে ধরা যাচ্ছে না কেন? এদিকে বিএনপির যারা জেন-জি তারা বিএনপির কিছু একটিভিস্ট ও তারেক রহমানের দেশে না আসা নিয়ে ক্ষুব্ধ। দোষ করে সেটা গোপন করার মতো কৌশল বিএনপির মধ্যে কম। বিএনপি পন্থী জেন-জিরা জিয়াউর রহমানের জামাত কে রাজনীতি করার সুযোগ দেয়া উচিত হয় নি বলে মনে করে। তাদের আশংকা সে দিন হয়তো বেশি দূরে নয় যে জিয়াউর রহমান কে মুক্তিযুদ্ধের দায়ে ভারতের দালাল বলা জামাত শিবির শুরু করবে।

বাংলাদেশে মিডিয়া সেক্টরে আওয়ামী লীগের পরেই জামাতের অবস্থান। বিএনপি এই সেক্টরে যোজন যোজন দূরে পিছিয়ে রয়েছে। জামাতের বেতনভুক্ত কর্মচারী আছে সোশাল মিডিয়ায় মন্তব্য করার জন্য। নতুন নতুন কনসেন্ট ম্যানুফাকচারিং এর জন্য। আওয়ামী লীগ যত বেশি বার বিএনপিকে চাঁদাবাজ বলছে জামাত তার থেকে এক ডিগ্রী উপরে। জামাত এখন প্রায়শই হুংকার দিচ্ছে বিএনপির বিরুদ্ধে বিশাল আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলন দেখার শখ আমার বহুদিনের। জাশির এক বিশাল আন্দোলন দেখেছিলাম ২০২৩ সালের ২৮ অক্টোবর। একদিকে আওয়ামী লীগ বিএনপিকে দমন পীড়ন করছে অন্যদিকে জামাত পুলিশ কে লাল গোলাপ দিচ্ছে। বিএনপি এক বালুর ট্রাক সরাতে পারেনি বলে কত রকমের কটাক্ষ করে জাশি। এদিকে নিজেরা মগবাজারের ২০০ টেকা দামের তালা ভাঙতে ষোল বছর পার হয়ে গেলো। মগবাজারর পীর দের কি বেদম পিটিয়েছে সেটা কেবল তাদের পরিবার জানে। আজকে একটু সুদিন দেখতেই সব ভুলে বসে আছে জামাত।

জামাত-শিবির ইউনুস সাহেব কে আরো পাচ বছর দেখতে চেয়েছিলো। কিন্তু সে আশা তাদের পূর্ণ হওয়ার পথে প্রধান বাধা আমেরিকা। এই কথা জামাত শিবির ও জানে। কিন্তু তারা ক্রমাগত দোষ দিচ্ছে তারেক রহমান কে। আবার জামাতের আমীর ইউনুস সাহেবেরও আগে তারেক রহমানের সাথে দেখা করে এসেছে। এই দলের কাজকর্ম সবসময় এমনই। ডাকসু/জাকসু তে জয়ী হয়ে তারা আকাশে উড়ছে। কিন্তু সারাদেশে মাজার ভাঙার জন্য বেরেলভিদের ভোট তাদের কমে গেছে; সনাতনীরা জামাত কে ভোট দিবে না। এত বিপুল সংখ্যক ভোট তারা আগেই হারিয়ে বসে আছে সেটা নিয়ে কোন চিন্তা নেই।

জামায়াত আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে। বিএনপি এক্ষেত্রে ফজলুর রহমান কে কাজে লাগিয়ে এগিয়ে গেছে। ফজলুর রহমান কে নিয়ে যে মেয়ে স্লোগান দিয়েছিলো "টিনের চালে কাউয়া, ফজলু আমার শাউয়া" তাকে পুলিশ চাদাবাজির জন্য গ্রেফতার করেছে। সে আবার বাগছাস নেত্রী। এনসিপির ছাত্র সংগঠন হিসাবে বাগছাসের ভরাডুবি হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে। এনসিপিও তেমন ভালো পজিশনে নেই। এখন বিএনপির সাথে জোট করতে তাদের বেশি আগ্রহী বলে শোনা যাচ্ছে। জামায়াত কে আওয়ামী লীগের লোকজন ভোট দিবে আগামী নির্বাচনে? খাটি লীগাররা দিবে না তবে যেগুলো জামাত থেকে লীগে গেছে স্লীপার সেল হয়ে তারা অনেকে দলে প্রভাব তৈরি করেছে। তাই যখনই এমন কেউ ধরা পড়ছে জামাত দৌড়ে গিয়ে তাকে ছাড়িয়ে আনছে।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৯

জেনারেশন একাত্তর বলেছেন:



জামাতের যে ফাইন্যান্সিয়াল সাম্রাজ্য, যার পয়সা দিয়ে সবাইকে কিনছে, ইহার পুরোসবাসরত টাই চাঁদা; আরব ও ইউরোপ আমেরিকায় বসবাসরত জংগীদের থেকে চাঁদা।

জামাত পুরো বিএনপি'কে কিনে ফেলেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগকেও কিনে ফেলেছে।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৬

বিজন রয় বলেছেন: এই জন্য এদেশের কখনো ভালো কিছু হবে না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: সব দোষ শেখ হাসিনার।............ এই জন্যই আপনি বেশি ভান করেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার পায়খানা-রোবোটিক্স ফ্যাক্টরী কি আপনার বাসায়?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

সৈয়দ কুতুব বলেছেন: এটা আপনার পোষ্টে তিনি মন্তব্য করেছেন। আমার কাছে কি শুনতে চান? :-B। আপনারা নিজেদের মধ্যে বুঝে নেন।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু পরে আবার আসছি,জামাতের মুনাফেকি চরিত্রের সামান্য উদাহরণ দেব।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনারা চুপ দেখে ব্লগে হেগে বেড়াচ্ছে জাশি।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এলাকার এক ছোট ভাইয়ের ফেবু স্টাটাস কপি করছি-
৫ আগস্টের ১-২ মাস পর থেকে জামায়াত/শিবির নেতারা প্রত্যেক এলাকায় বিএনপি নেতা কর্মীদের ভিতরে ডুকে প্যাঁচ লাগাচ্ছে, একজনের কথা আরেকজনের কাছে বলে বদনাম রটাচ্ছে, বিএনপির স্থানীয় নেতা/কর্মীদেরকে জামায়াত/শিবির বলে, কিরে ওমুক লোক আওয়ামী লীগ করেছে,তার জালায় এলাকার মানুষ অতিষ্ঠ ছিল সে এখনো এলাকায় হাটে, স্বৈরাচারের আমলে হেতে দুনিয়ার অপকর্মে লিপ্ত ছিলো, হেতের জ্বালায় এলাকায় কেউ শান্তিতে থাকতে পারেনি, আপনারা থাকতে এ এলাকায় কেমনে হাটে, এরে মাইর একটা দেয়া দরকার, এরে মাইর দিলে সব ঠিক হয়ে যাবে, আর এরে মাইর দিলে কি বা হবে, তখন বিএনপির নেতা/কর্মী বলে ঠিক আছে এতেরে আজকেই পিডি দিমু।এর পর তারে ধরে মাইর লাগায়, তারপর রাতের আঁধারে জামায়াত/শিবিরের নেতা কর্মীরা ঐ আওয়ামী লীগের বাড়িতে গিয়ে বলে কত বেয়াদব বিএনপির নেতা/কর্মীরা আহারে কি মাইর টা যে দিলো, এই মাইর মানুষ মানুষেরে মারতে পারেনি, এলাকায় আওয়ামী লীগ বিএনপি করি কোন লাভ আছে নি সবাই আমরা আত্মীয় স্বজন এই বলে জামায়াত/শিবির নেতারা কিছু টাকা তার হাতে দিয়ে বলে এগুলো দিয়ে ঔষধ ও ফল কিনে খায়েন, এইভাবে তারা আওয়ামী লীগের সমর্থন নিয়ে দল ভারি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেএক্স এবং বিএনপি বিএনপির মধ্যে গ্রুপিং/দ্বন্ধ লাগিয়ে আলাদা করে রাখার চেষ্টা করে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: সঠিক। এরা মুনাফেকি করে।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৮

কামাল১৮ বলেছেন: আমি ছাড়া সবাই মোনাফেক।(যদিও মোনাফেক শব্দের অর্থ আমি জানি না)বাংলাদেশ প্রতিটা মানুষ এমন করে ভাবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আমি ছাড়া সবাই মুনাফেক!

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জামাত এখন ক্ষমতার খুবই কাছে।
নির্বাচন এলে এরাই মনে হয় এবার ক্ষমতায় যাবে।
বিএনপি মনে হয় ধরা হয়ে গেল।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৫

সৈয়দ কুতুব বলেছেন: জামাত ক্ষমতায় আসলে মজা হবে।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: একজন রিকশাচালক পর্যন্ত জামাতকে টাকা দেয়।
রিকশাচালককে বুঝানো হয়েছে- আল্লাহর জমিনে, আল্লাহর শাসন চাও না?
আগে দশ টাকা বিশ টাকো নিতো। এখন ৫শ' কম নেয় না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৬

সৈয়দ কুতুব বলেছেন: রিকশাচালকের আখিরাত নিশ্চিত করতে টাকা দেয়।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জামাতে যোগ দিতে পারে বাট নেতা হতে পারবেনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮

সৈয়দ কুতুব বলেছেন: এগুলো জাশির ছুপা সেল।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫১

সুলাইমান হোসেন বলেছেন: কথাকি মিথ্যা বলেছেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: গুগল করলেই পেয়ে যাবেন। জামাত মানেই মুনাফিক আর ছুপা ।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৯

সুলাইমান হোসেন বলেছেন: আমি কোনো রাজনৈতিক দলেরই না। নিরপেক্ষ দৃষ্টিতে রাজনৈতিক দলগুলোকে দেখে থাকি।জামাত যদি একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতার যে অভিযোগ রয়েছে তার জন্য ক্ষমা চায়।তাহলে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার রয়েছে।আর চাঁদা বাজকে জামাত দলে স্থান দিয়েছে,এটা বিএনপির অভিযোগে তিনি চাঁদা বাজ হলেও,জামাতের নিকট তিনি চাঁদা বাজ নয়।চাঁদা বাজির কারনে কি তাকে গ্রেফতার করা হয়েছে?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: চাদাবাজির কারণে তাকে বাদ দেয়া হয়েছে । তাকে সবার আগে জেলে দিতে হবে । চাদাবাজ কে নিজ দলে নেয়া মানেই হয় আপনার লোক কিংবা আপনি কোন বিশেষ কারণে তাকে নিতেসেন।


জামাত পলিটিক্স করার সুযোগ পেলে মাফ চেয়ে লিগ ও মাফ চেয়ে পারবে। বেটার দুইদল কেই মাইনাস করে দেয়া ।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

মাথা পাগলা বলেছেন: আমরা মীরজাফরের বংশধর, সামনে ক্ষমতার লোভে কিছু নেতারা যদি জামাত-শিবিরে যোগ দেয় তাতে অবাক হওয়ার কিছু নেই।

পৃথিবীতে অনেক ইসলামিক দল আছে কিন্তু জামাত ইসলাম একমাত্র দল যারা ইসলাম নিয়ে ভন্ডামি, লুচ্চামি সব কিছুুই করে।

লেখক বলেছেন: জামাত পলিটিক্স করার সুযোগ পেলে মাফ চেয়ে লিগ ও মাফ চেয়ে পারবে। বেটার দুইদল কেই মাইনাস করে দেয়া ।

এটা ভুল চিন্তা, কারণ লীগের ম্যানিফেস্টোতে দেশ বা জনগণের বিপক্ষে কোনো কিছুই লেখা নেই। শাসক খারাপ হতে পারে, কিন্তু জামাতকে রাজনীতি থেকে বাদ দেওয়ার যথেষ্ট কারণ আছে। মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড বাদ দিলেও উগ্র ধর্মভিত্তিক আদর্শ, সহিংস রাজনীতি, গণতান্ত্রিক মূল্যবোধের বদলে মধ্যযুগীয় চিন্তা-ভাবনায় আটকিয়ে আছে। সমস্যাটা হলো তাদের আদর্শ আর বাস্তব কর্মকাণ্ডে। তাদের চিন্তা-ভাবনা বাংলাদেশের সংবিধানের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: পাক সার জমিন বাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.