নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি মাটির সাথে মিশিয়ে দেয়া হোক!

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:০৪


আজকে সকল স্বৈরাচারের শিরোমনি শেখ হাসিনার রায় দেয়া হয়েছে। কিন্তু কোথাও আওয়ামী লীগের তান্ডবের নমুনা দেখলাম না। শেখ হাসিনা গতকালও প্রফেসর ইউনুস এবং যত দোষ তারেক ঘোষ কে নিয়ে ভয়ানক সব কথা বলেছেন। তারেক রহমান নাকি লন্ডন থেকে শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে। কিন্তু একবারও উনার মুখে জিন্দাওলী খ্যাত শফিকুর রহমানের নাম উচ্চারিত হলো না। বড়োই তাজজবের বিষয় । যাই হোক সবাই যখন শেখ হাসিনার রায় নিয়ে ব্যস্ত তখন একদল বিপ্লবী রেড জুলাই ব্যানারে বুলডোজার নিয়ে পুনরায় ধানমন্ডি ৩২ ভাঙতে গিয়েছে।

ধানমন্ডি ৩২ নিয়ে ঢাবির সর্বকালের সেরা সুন্দরী মোনামী ম্যাডাম স্টাটাস দিয়েছিলেন " ফ্যাসিবাদের দুই প্রতীক শেখ হাসিনা এবং ধানমন্ডি ৩২ কে মাটির সাথে মিশিয়ে দিতে হবে "। মোনামী ম্যাডামের স্টাটাস কতিপয় বান্দার কাছে ঐশীবানীর মতো মনে হয়েছে। শেখ হাসিনা কে এই মুহুর্তে মাটির সাথে মিশিয়ে দেয়া সম্ভব না। কিন্তু ধানমন্ডি ৩২ এর যে অবশিষ্ট অংশ বাকি আছে সেটা ভেঙে ফেলা সম্ভব। মাটির সাথে ধানমন্ডি ৩২ কে মিশিয়ে দেয়া সম্ভব। তাই তরুণ তুর্কিরা গিয়েছিলো সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভবের পিডান পিডাইসে। এদের স্বভাব এখনো বদলালো না। পুলিশের আচরণ ছিলো খুবই ভয়ংকর! শিবিরের ভাইদের মারতে মারতে এলাকা ছাড়া করেছে। শিবির এবার সফল হলো না কেন?

আজকের বুলডোজার যাত্রায় বিএনপির অংশগ্রহণ ছিলো না। শিবির এর বিভিন্ন ব্যানার থেকে বিপ্লবীদের পাঠানো হয়েছিল বাকি কাজ সমাপ্ত করতে। কিন্তু তারা শোচনীয় ভাবে ব্যর্থ হলো। কয়েকজনকে এমন ভাবে মেরেছে পুলিশ এবং সেনাবাহিনী যে আইসিইউ তে ভর্তি হয়েছে। আজকে ধানমন্ডি ৩২ কে এত প্রটেকশন দেয়ার কি দরকার ছিলো? এটা তো কোনো দরগা শরীফ না যে পাহারা দিয়ে হবে। মাটির সাথে ইহাকে গুড়িয়ে দেয়া উচিত ছিলো। যাতে ভবিষ্যৎ প্রজন্মের কেউ এই দরগা শরীফের ইট কালেকশন করতে যেতে না পারে। ধানমণ্ডি ৩২ কে কোনভাবেই আওয়ামী লীগের তীর্থস্থান হতে দেয়া যাবে না। এটা নিয়ে বারবার পলিটিক্স করতে দেয়া যায় না । তাহলে এখন কি করা উচিত ?

সরকারি ভাবে ধানমন্ডি ৩২ কে মাটির সাথে মিশিয়ে সেটাকে ফুটবল খেলার মাঠ করা যাইতে পারে। তাছাড়া সেখানে একটা ফাঁসির মঞ্চ তৈয়ার করা যাইতে পারে। দূর্নীতিবাজ, ধর্ষক এবং খুনীদের সেখানে মব লাঞ্চিং করলে খারাপ হয় না। এতে সমাজে অন্যায়ের পরিমাণ কমে যাবে এবং ভবিষ্যতে যদি আবার কোনো বিপ্লব হয়(মামুনুল হুজুরের মতে ইসলামি বিপ্লবের সম্ভাবনা আছে) তবে যাদের বিরুদ্ধে বিপ্লব করা হয়েছে তাদের ঝুলিয়ে দেয়া যাবে। সময় এবং টাকা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে এবং তাৎক্ষনিক স্যাটিসফেকশন মিলবে।

পুলিশ এবং সেনাবাহিনীর আজকে পিটুনির ঘটনাকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। নুরুল হক নুর এর উপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের বিচার না হওয়ায় আজকে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো। অনেকে আবার এমনও বলছে আজকে আইনশৃংখলা বাহিনী এবং সরকার মিলে নাটক সাজিয়েছে যে সরকার সবার জান-মাল রক্ষায় বদ্ধপরিকর। মবকে সরকার প্রশ্রয় দিচ্ছে না। তাই বলে জুলাই যোদ্ধাদের আইসিইউতে পাঠাতে হবে? আসিফ নজরুলের কাছে এর জবাব চাই !

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩১

আঁধারের যুবরাজ বলেছেন: ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি যারা গুড়িয়ে দিতে চায় ,তারা জামাত বা তাদের দোসর। শেখ হাসিনা অপরাধী ,ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি কি দোষ করেছে ? এই বাড়ি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে।

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: কয়েকদিন আগে এক টিন -এইজ ছেলে গিয়েছিলো ইটের টুকরা কালেকশন করতে । ইহা নিয়ে হাঙগামা হয়েছে । মাটির সাথে মিশিয়ে দিতে হবে । যাতে লিগ আর মাথা তুলে না দাড়াতে পারে। আর কেউ যাতে আওয়ামি লিগ করার সাহস না পায় । ;)

২| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মবকে সরকার প্রশ্রয় দিচ্ছে না।
তাই বলে জুলাই যোদ্ধাদের আইসিইউতে পাঠাতে হবে?

.............................................................................
জুলাই যোদ্ধাদের ফেরেশতা বানাইয়েন না !
ইতিহাস বলে ,
যার যা কর্মফল
তার তা ভোগ করতে হবে ।
আজ অথবা আগামীর দিন গুলিতে ।

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: ভাঙা বাড়ি নিয়ে বারবার পলিটিক্স না করে মাটির সাথে মিশিয়ে দেয়া হোক।

৩| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আজকে ঠিক কি কারনে বুলডোজার নিয়ে ৩২ এ যাইতে হবে?
৩২ দুইটা প্রধান বাড়িই প্রায় ধ্বংসপ্রাপ্ত; উল্লেখযোগ্য তেমন কিছু আর বাকি নেই।‌
জামাতের পিনাকী টোপে তৌহিদি জনতা এখন আর মাঠে নামছে না
পিনাকীর দায়িত্ব মোনামি ম্যামের কাছে হস্তান্তর করা হয়েছে......

পুলিশ এবং সেনাবাহিনীর আজকে পিটুনির ঘটনাকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। নুরুল হক নুর এর উপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের বিচার না হওয়ায় আজকে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আপনার এই কথার সাথে একমত হতে পারলাম না। একটা জোশ উঠায়ে জায়গায় জায়গায় ভাংচুর, মব সন্ত্রাস চালানো হলে আর্মি, পুলিশ কি করবে? এইসব খবর সারাবিশ্বে প্রচার হচ্ছে; দেশের ইমেজ সরকারকে চাপে রাখছে......

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: আমি তো সেটাই বললাম । বারবার ভাঙতে যাবে যদি বাড়ি মাটির সাথে মিশিয়ে না দেয় । আবার কেউ যাবে ইট কুড়াতে । এসব নাটক দেখতে ভালো লাগে না ।

ভিপি নুর জাপার আসে পাশেও যায় না এখন । সব মাইর তাকেই খেতে হয় ।

৪| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:২৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:
বিকাশ নুরু একটা সুযোগ-সন্ধানী আসতো বদমাইশ।
তার মাইরের ঘটনায় আপনি শুধু শুধু সিম্পেথি দেখাচ্ছেন...
চাঁদাগাজী বলেছিল এই টাউট মাইর খেয়ে গরুর রক্ত মেখে শুয়ে ছিল
যা শতভাগ সঠিক! মাইরের আঘাতে সে নাকি মৃত্যুপথযাত্রী;
কিছু মনে রাখতে পারতো না;
সিংগাপুরে থেকে আইফোন কিনে এখন সম্পন্ন সুস্থ্য।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৫

সৈয়দ কুতুব বলেছেন: মাইরের খাওয়ার এওয়ারড পেয়েছে হয়তো।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ক্যাঙ্গারু কোর্টের রায়ে আপনি খুশি তো?
উকিল সাহেব তো দেখলাম খুশির
চোটে হাঁসছেন

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৫

সৈয়দ কুতুব বলেছেন: কোন উকিল ? হা হা ।

৬| ১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:৩৯

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: ভাঙা বাড়ি নিয়ে বারবার পলিটিক্স না করে মাটির সাথে মিশিয়ে দেয়া হোক।

কথাবার্তায় সেই মানসিকতার গন্ধ পেলাম, যারা বলে, "মেয়েরা বাইরে বেরোলে ধর্ষণের শিকার হবে, তাই তাদের ঘরবন্দি করে রাখা উচিত।" সমস্যার মূলকে না বদলে জিনিসটা চোখের আড়াল করলেই সব সলভ হয়ে যায়, এমন ভাবটা খুবই বিপজ্জনক।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৮

সৈয়দ কুতুব বলেছেন: মাথা ঠানডা করেন । লেখাটা বারবার পড়েন।

৭| ১৮ ই নভেম্বর, ২০২৫ ভোর ৪:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনার কথাবার্তা বিপজ্জনক।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৭

সৈয়দ কুতুব বলেছেন: হা হা

৮| ১৮ ই নভেম্বর, ২০২৫ ভোর ৬:৩৫

মেঠোপথ২৩ বলেছেন: শিক্ষক মোণামি এই ধরনের স্ট্যটাস দিতে পারে না কোণভাবেই। হয়ত তার নামে ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে। গতকাল সেনা ও পুলিশ উন্মত্ত জনতাকে থামিয়ে দিয়ে খুবই ভাল কাজ করেছে।আইন আদালতকে তা নাহলে প্রশ্নবিদ্ধ করার একটা সুযোগ পেয়ে যেত লীগ। পিনাকি হ্যামিলনের বাশিওলা হয়ে দাড়িয়েছে। এরে থামানো দরকার।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৮

সৈয়দ কুতুব বলেছেন: মেডাম বলেছেন ।

৯| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:৪৯

হাইজেনবার্গ ০৬ বলেছেন: ৩২ ভাংগা ঠিক না, তয় ৩২ তামা তামা না করলে এটা রাম মন্দির হয়া যাওয়ার সম্ভাবনা আছে।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: আমার দেয়া আইডিয়াটাও খারাপ না ।

১০| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: আপনি একজন খারাপ ব্লগার।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: বুকে পাথর চাপা দেন ।

১১| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৮

চারাগাছ বলেছেন:
ধানমন্ডি ৩২ এখন আর শেখ হাসিনার সম্পদ নয়। উনার সকল সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। তার সকল বাজেয়াপ্ত সম্পদ নিশ্চয়ই কোন কাজে লাগানো হবে।
তাই ধানমন্ডি ৩২ যে থাকবে না এমন আশঙ্কা থাকতেই পারে।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:২২

সৈয়দ কুতুব বলেছেন: ফাসির বেদি করা হোক। সমাজে যারা আকাম কুকাম করে তাদের ঝুলিয়ে দএয়া হোক।

১২| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:০৩

আলামিন১০৪ বলেছেন: ৩২ এর অবশিষ্টাংশে পাবলিক টয়লেট নির্মাণ করে জনসাধারণের জন্য উম্মুক্ত করা যেতে পারে..মোনাফিকরা থাকবে জহান্নামের সর্বনিম্ম স্তরে

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:২০

সৈয়দ কুতুব বলেছেন: টয়লেট দরকার নেই । এগুলোতে জোশ আসে না । ফাসির বেদি করা হোক।

১৩| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫২

নতুন বলেছেন: ৩২ ভাঙ্গায় আমলীগের লাভ সবচেয়ে বেশি হয়েছে।

জামাত বা অন্য কেউ মুক্তিযুদ্ধের চেতনার উপরে আঘাত করবে , জনগনের মনে আয়ামীলীগের প্রতি সহানুভুতি বাড়বে।

১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪২

সৈয়দ কুতুব বলেছেন: লীগের ফিরে আসা খুবই কঠিন।

১৪| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৩

ক্লোন রাফা বলেছেন: এক কাজ করেন পুরো ৩২ নম্বর তুলে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসেন। তারপরও আপনাদের কলিজা ঠান্ডা হোক।

আরেক রাজাকারের আওলাদ জানেই না যে ৩২নম্বর শেখ হাসিনার না।@চারাগাছ

১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: বুকে পাথর চাপা দেন।

১৫| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬

রাসেল বলেছেন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে আর কি মামলা রয়েছে?

১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: অনেক মামলা আছে। ভবিষ্যতে কাউকে ঝুলিয়ে দিতে পারে।

১৬| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৫

যারীন তাসনীম আরিশা বলেছেন: বারবারের কাজ একবার করাই ভালো। B-)

১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: সেটাই। একবারেই মাটির সাথে মিশিয়ে দিক।

১৭| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৫

কোমলমতিরপ্যাদানি বলেছেন: রানু আর তার উস্তাদ সবসময় মনে হয় চোলাই মদের উপ্রে থাকে, নাইলে উলটাপালটা কমেন্ট আর পোস্ট করে ক্যাম্নে :-*

১৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮

সৈয়দ কুতুব বলেছেন: স্পামিং ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন। লেখা পড়ে আপনার নিজস্ব মন্তব্য জানান।

১৮| ১৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৯

সপ্তম৮৪ বলেছেন: শেখ হাসিনা যে নিজ হাতে মানুষ জবাই করেছেন সেই মামলায় তার সাজা হয়েছে নাকি ?
না হয়ে থাকলে বিচার সঠিক হয়নি।

১৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯

সৈয়দ কুতুব বলেছেন: বজলুর কথা বলছেন? উহা এখনো প্রমাণ হয়নি। ছাত্র-জনতার উপর হামলার রায় দিয়েছে সরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.