| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মন ভালো নেই। জুলাই আন্দোলনের পর থেকে তিনি রীতিমতো কোণঠাসা! শেখ হাসিনা ভারতে প্রস্থানের পূর্বে তাকে জানিয়ে যান নি। শেখ হাসিনা চুপ্পু সাহেবকে উনার দুরবস্থার জন্য দায়ী মনে করেন। অন্যদিকে জুলাই আন্দোলনের পর চুপ্পু সাহেবের পদত্যাগের দাবীতে ছাত্রনেতারা বারবার মিছিল করলেও বিএনপি এবং সেনাবাহিনীর চাপের মুখে সফল হয়নি। বিএনপি-সেনাবাহিনী জোট ভয় পাচ্ছিলো চুপ্পু সাহেবকে অপসারণ করলে সাংবিধানিক সংকট দেখা দিবে। কিন্তু চুপ্পু সাহেব অবশেষে স্বেচ্ছায় ঘোষণা দিয়েছেন নির্বাচনের পর তিনি আর থাকছেন না।
সাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সাথে প্রফেসর ইউনুস তেমন কথা বলেন না। প্রায় সাতমাস তাদের মুখ দেখাদেখি বন্ধ। সেনা প্রধান ওয়াকার উজ জামান মাঝে মধ্যে দেখা করেন। বর্তমানে সাংবিধানিক শূন্যতা যাতে সৃষ্টি না হয় সেজন্য চুপ্পু সাহেব বিষ খেয়ে হজম করছেন। উনার পেয়ারা দল আওয়ামী লীগ ভারতে আর তিনি বাংলাদেশে বসে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন - এ যেন স্বামী-স্ত্রী আলাদা দেশে থেকে সংসার করার মতো ব্যাপার! তিনিও হয়তো চলে যেতে চান সেখানে।
প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে চলে যেতে চান। কিন্তু এই মহান ব্যক্তিকে চলে যেতে দেওয়াটা কি দেশের জন্য সঠিক সিদ্ধান্ত হবে? তিনি যদি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি হন, তাহলে তো কোনো সমস্যাই নেই! রাজনৈতিক দলগুলোরও আপত্তির কিছু থাকার কথা না। জুলাই সনদ বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আসবে। আর প্রফেসর ইউনুস তো বটগাছের মতো ছায়াদানকারী ব্যক্তিত্ব - তাকে রেখে দিলে সবারই লাভ!
ভবিষ্যতে বিএনপি-জামাত জোট সরকার যখন দেশে- বিদেশে ইমেজ সংকটে পড়বে, তখন প্রফেসর ইউনুস সাহেবের আন্তর্জাতিক সংযোগ কাজে লাগানো যেতে পারে ! প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হলে উনার গ্রামীণ ব্যাংক নিরাপদ থাকবে। আওয়ামী লীগ গ্রামীণ ব্যাংকের নাম বাংলার মাটি থেকে উঠিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। ইউনুস সাহেবের সাথে আলেম ওলামাদের সম্পর্কও দারুণ। হুজুরেরা বলছেন তিনি আল্লাহর নির্দেশে জাতির ইমাম হয়েছেন। আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন, তাকে রাষ্ট্রপতি বানাতে আমাদের আপত্তি থাকবে কেন?
প্রফেসর ইউনুসের একটি ভক্ত শ্রেণী তৈরি হয়েছে দেশে-বিদেশে। তারাও তো ভোটার! তাদের মতামতেরও মূল্য আছে। জুলাই সনদে একটা প্রশ্ন যোগ করা দরকার ছিল: "প্রফেসর ইউনুসকে আগামী পাঁচ বছর রাষ্ট্রপতি পদে দেখতে চান কি?" নিশ্চিতভাবেই ৯৯.৯৯% হ্যাঁ পেতেন (বাকি ০.০১% হচ্ছে ভারতীয় এজেন্ট)।
প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হলে এনসিপির জন্য বিশাল সুবিধা হতো। এনসিপির মার্কেট ভ্যালু এখন শেয়ার বাজারের পতনশীল স্টকের মতো। তাদের কেউ আসন দিতে চাচ্ছে না। ভবিষ্যতে দেখা যাবে এনসিপির নেতা-কর্মীরা যখন আওয়ামী লীগের হাতে পিটুনি খাবে, তখন বিএনপি-জামাত চুপচাপ দাঁড়িয়ে দেখবে যেন কোনো নাটক দেখছে। এখন সংসদে এনসিপি যাওয়ার সম্ভাবনা খড়ের গাদায় সুঁচ খুজে পাওয়ার সম্ভাবনার চেয়েও কম।
এনসিপির পোস্টারবয় নাহিদের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দিন দিন সাদা-কালো টিভির মতো ঝাপসা হয়ে যাচ্ছে। জনসংখ্যার মাত্র ০.৬ শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী দেখতে চায় । এনসিপি-আপ বাংলাদেশ-রাষ্ট্র সংস্কার ও গণঅধিকার পরিষদ মিলে জোট বানিয়েছে, কিন্তু মিডিয়ায় কভারেজ শূন্যের কোঠায়। এখনই যদি এই দশা হয়, তবে নির্বাচনের পর কী হবে সেটা ভাবতেও ভয় লাগে! রাষ্ট্রপতি হিসাবে প্রফেসর ইউনুস এনসিপিকে আইসিইউতে রেখে বাঁচিয়ে রাখতে পারবেন।
রাষ্ট্রপতি হিসাবে ইউনুস সাহেব থাকলে ভারত ঘুমাতে পারবে না। আওয়ামী লীগ নিজেদের একেবারে এতিম মনে করবে। প্রফেসর ইউনুস নির্বাচিত সংসদে রাষ্ট্রপতি হবেন না কেন ? তিনি তো মেটিকুলাস প্ল্যানিংয়ের চ্যাম্পিয়ন! উনার কৌশলের কারণেই মাত্র ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনাকে হেলিকপ্টার করে ভারতে পালাতে হয়েছে।
তাই আমার বিনীত প্রস্তাব - প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি বানিয়ে পরবর্তী পঞ্চাশ বছরের জন্য রেখে দেওয়া হোক। না, পঞ্চাশ কেন? জীবনভর! তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন রাষ্ট্রপতি থাকবেন। এটাই হবে প্রকৃত দেশপ্রেম, প্রকৃত গণতন্ত্র !

১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: তিনি সকল আইনের উর্ধ্ধে ! আয়াতুল্লাহ আল খোমেনির মত মর্যাদা তাঁর ।
২|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:১৬
মাথা পাগলা বলেছেন: "বিকল্প নাই" ঠিক যেমন হাসিনার আমলে লীগ ছাড়া বিকল্প ছিলো না। এই টাইটেলগুলো আসলে সুযোগ-সন্ধানী মানুষদের সিভি, যেখানে সুবিধা বেশি, সেখানেই তাদের ঈমান ট্রান্সফার হয়।
৩|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:১৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইউনূসকে কারা যায় আসলে? আপনার কি মনে হয় দেশে কোনো অভিভাবক আছে?
৪|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্বপ্ন আছে বলেই মানুষ বেঁচে আছে।
আপনিও বেঁচে আছেন।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রফেসর ইউনুস তো বটগাছের মতো ছায়াদানকারী ব্যক্তিত্ব
........................................................................................
তিনি যদি বটগাছের মতো নিরপেক্ষ হতেন
তাহলে ৬শত কোটি টাকার প্রয়োজন কেন ?
রাষ্ট্রপতি হতে হলে কোমল মতিদের আবদার লাগবে
তাহা কি যথাসময়ে শাহবাগের মোড়ে
প্রজ্জলিত শিখার মতো জানান দিবে ???