নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

ফিরে যাই রবের পানে

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৯

ফিরে যাই রবের পানে
---------------------------------
দিন রাত মগ্ন আমি টাকা,কড়ির পিছে
কিনব দালান,হাট,মাঠ,খাল,বিল সাত-পাঁচে,
জমিদারের বাহাদুরি করবো আামি এই ভবে
বাহবা দিবে দিকবিদিক সর্বজনে।

দিবস ও রজনী কাটাবে মহা রঙে-ঢংগে,
আঁধার ছোঁবে না কভু এই আমাকে,
যে যাই বলুক কি বা তাতে যায় আসে
প্রাচুর্যে নিয়ে রইবো আমি মহাসুখে

ভাবেমন এই অবেলায় দিয়ে ধ্যান-জ্ঞান
বন্ধ হবে একদিন অাছে যত আয়োজন,
দমের মালিক আছে যে জন
করছি কি হায় তার তরে?

কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সব বয়সে
খুঁজেছি কি কভু মহাপ্রভুদর শানে,
কি জবাব দিব ? যেদিন সবকিছুর হিসাব নিবে
টাকা পয়সা সেদিন আপন না হয়ে আপদ হবে।

বলছে প্রভু পবিত্র তার কিতাব মাঝে
ভুল শুধরে যেজন করে তাওবা মনে-প্রাণে,
আপন করে নিবে যেমন মা বুকে নেয় সন্তানেরে
চলো তবে আজ ফিরে যাই মহান রবের পানে।


রহমান লতিফ
০৭.০৭.১৮

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন ভাইয়া

কবিতায় ভাল লাগা +++

২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

বলেছেন: ধন্যবাদ ভাই

ভালবাসা আপনার জন্য

৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০০

কাইকর বলেছেন: সুন্দর+++

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই

৪| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: আফসোস সময় বসে থাকে না - কি হিসেব দিবো ??? ধন্যবাদ ভাই ধন্যবাদ, এমন সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আন্তরিক ধন্যবাদ।।

৫| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

বলেছেন: কৃতজ্ঞ

৬| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

৭| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বলেছেন: আমরা সত্য ও সুন্দরের পথে চলি।

ভালোবাসা প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.