নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

ভালবাসা বেঁচে থাক

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৯



ভালোবাসা বেঁচে থাক
মায়েদের হাত ধরে,
পৃথিবীর তটরেখা ছুঁয়ে
সীমান্ত থেকে সীমান্তে।

জনপদ মাড়িয়ে সুখ-দুঃখে
সীমাবদ্ধতার শিকল ভেঙে,
সজল সংকল্প আর
শিশু অধিকারে।

তাবৎ সৃষ্টিসুন্দর নিজ দুগ্ধ-ধন
সন্তানের সুখে শপে নিশ্চিত মরণ,
উপমাহীনা যাদুর কালহীন পল্লব
সহ্য করে যতই শুকাক মগজ মুল্লুক।

সন্তানের তরে সঁপে আপনার জীবন,
এমন অমিত সুখ কে দেয় ঢেলে?
অন্তত সুখ ডালি উজাড় করে
বেদনাকে জয় করে জীবনসায়াহ্নে।

মমতাময়ী করে কি কভু ভ্রুনের বিনাশ
সৃষ্টির সেরা কে কি মানায় ধিক্কার উপহাস?
জরায়ু জটরে যত্নে মোড়া কোষের ভাঁজে
রহস্য বলয় ভেদ হয় মাহাত্ম্য মোড়ানো খামে ।

আবেগ আর বিবেক দিয়ে ভরাট উদর
আলোকিত মানুষ হয়ে সন্তান বাড়াবে কদর,
সম্মান সুবাস তব অবতীর্ণ হোক সর্বাগ্নে
ভালবাসা বেঁচে থাক সবার আগে।


রহমান লতিফ

বিঃদ্রঃ- আধুনিক মেয়েদের সন্তান গ্রহণে অনীহা, বিলম্বিত বিবাহ ও গর্ভপাতের উপর একটি রিপোর্টের বিপরীতে লেখাটি।

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:০১

ইব্‌রাহীম আই কে বলেছেন: শেষের নোটটা কবিতাটাকে আরো পরিপূর্ণ করেছে। ভাল লাগলো।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:০৪

বলেছেন: ধন্যবাদ প্রিয়জনেষু

২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:১১

কাওসার চৌধুরী বলেছেন:



জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি,-
“মা, তোমারে কত ভালোবাসি!”
“কত ভালবাস ধন?” জননী শুধায়।
“এ-ত।” বলি দুই হাত প্রসারি’ দেখায়।
“তুমি মা আমারে ভালবাস কতখানি?”
মা বলেন “মাপ তার আমি নাহি
জানি।”
“তবু কতখানি, বল।”
“যতখানি ধরে
তোমার মায়ের বুকে।”
“নহে তার পরে?”
“তার বাড়া ভালবাসা পারি না
বাসিতে।”
“আমি পারি।” বলে শিশু হাসিতে
হাসিতে!.......

(কবি কামিনী রায়).....

কবিতায় ভাল লাগা, পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা রইলো।

৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:১৫

বলেছেন: ধন্যবাদ

৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৩

এখওয়ানআখী বলেছেন: মাতৃত্ব তার রূপ রস গন্ধ নিয়ে ফিরুক স্বমহিমায়। চমৎকার বিষয়বস্তুর জন্যে শুভকামনা।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

বলেছেন: অনুপ্রাণিত হলো মন,
শুভেচ্ছা অফুরান

৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৭

রাকু হাসান বলেছেন: ভাল একটি টপিক নিয়ে কবিতাটি লিখেছেন । এভাবেই প্রতিবাদ হোক , কবিতায় হোক জবাব ।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

বলেছেন: প্রাণিত হলাম আপনার মন্তব্যে
সুপ্রভাত।
ভালো থাকবেন ।

৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার কবিতা!

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

বলেছেন: ধন্যবাদ কবি ।

৭| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


মায়েদের ভালোবাসা প্রকৃতি থাকে পাওয়া, উহা কমবে না

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

বলেছেন: আন্তরিক ধন্যবাদ সন্মানিত লেখক

৮| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর ভাবনা ও কথামালা। ++

শভকামনা,প্রিয়কবিভাইকে।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

বলেছেন: ধন্যবাদ প্রিয়।
শুভেচ্ছা রইল আলোকিত আগামী প্রভাতের।

৯| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

সনেট কবি বলেছেন: চমৎকার

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

বলেছেন: আন্তরিক শ্রদ্ধা
প্রীশু নিয়েন।

১১| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২২

স্রাঞ্জি সে বলেছেন: সকল মায়েরা ফিরে আসুক সন্তানের কল্যাণের জন্য।

কবিতায় মুগ্ধতা।

প্রীশু নিয়েন।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

বলেছেন: সম্মানিত বরেণ্য কবিপ্রাণ


প্রীশু নিয়েন।

১২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: মায়েদের ভালোবাসা প্রকৃতির মতই আজীবন থাকবে। কবিতার বিষয়বস্তু খুব ভালো লেগেছে ভাই।

২২ শে জুন, ২০১৯ রাত ১২:২২

বলেছেন: আন্তরিক ধন্যবাদ

১৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা,

জয় হোক ভালোবাসার

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

বলেছেন: অভিনন্দন জানবেন শ্রদ্ধেয়

১৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

বলেছেন: ধন্যবাদ প্রিয় নীলপরি

১৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১১

অর্থনীতিবিদ বলেছেন: ভালোবাসা বেঁচে থাকুক। সবার মাঝেই ভালোবাসা থাকুক। তাহলেই হয়তো কোনো একদিন সার্থকতা আসবে পৃথিবীতে।

২২ শে জুন, ২০১৯ রাত ১২:২২

বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.