নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

আজকের দিনটি হোক নতুনের শুরু

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৬


আমরা সব প্রেমে পড়ি,
আমাদের হৃদয় ভেঙ্গে যায়
এবং একটি সময়ে আমরা শিশুর মত চিৎকার করি।
আমরা তখন বুঝতে পারি যে আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও বুদ্ধিমান।
এটা হাসতে এবং সুখী হতে এবং যারা অতীতে আমাদের আঘাত করেছে তাদের ক্ষমা করার সময়।
তাদের জন্য আজ আমরা গতকালের চেয়ে শক্তিশালী, স্মার্ট, বুদ্ধিমান এবং সাহসী মানুষ।
আজকে খুশি হোন
আত্মবিশ্বাসী হোন.
আপনি কি হতে চান তা হোন
অন্যরা আপনি যা হতে চান তা নয়।
নিজের মত হন.

আজকের দিনটি হোক নতুনের শুরু।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৬

কাইকর বলেছেন: বাহ.....

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

বলেছেন: ধন্যবাদ জ্ঞানী ভাই আমার

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২২

বিজন রয় বলেছেন: যা বলতে চেয়েছেন মনেহয় বুঝেছি।

আসলেই, মানুষ ঘটনাপ্রবাহের সাথে সাথে সমৃদ্ধ হয়।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

বলেছেন: ১০০% সহমত---মানুষ ঘটনাপ্রবাহের সাথে সাথে সমৃদ্ধ হয়

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০০

আখেনাটেন বলেছেন: আমার মনে হয় মানুষ নিজের মতো করেই বাঁচে।


আজকে খুশি হোন
আত্মবিশ্বাসী হোন.
-- এটা ভালো লিখেছেন। কোনো কাজে অাত্নবিশ্বাসটা ভীষণ জরুরী। আমরা বাঙালী জাতি এ জায়গাতে খামতি আছি।

ভালো লাগা লেখায়। ++

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

বলেছেন: ধন্যবাদ প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.