নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

হে মানবমন্ডলী! সাবধান,

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

God Yourba:
Oxum God:
God Zayer:
God of Sun
God of Mawa:
God Maise:
God Lilith:
God Dynosos:
God Bes:
God Amantica:
God Ashura:
God Nimrud:
God Faraw:
God of Chines Zhon Ki:
God of Japan Kasima:
Nowrajian God:
God of Marishah:
God cow with a cow:

হে মানবমন্ডলী! সাবধান, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কেননা তোমাদের পূর্বের জাতিগুলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়ে গেছে।

ইতিহাসের একটি বড় শিক্ষা হলো_ কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না।
ধর্ম মানুষকে পুণ্যবান ও ধার্মিক করে। উদার ও সহনশীলতার শিক্ষা দেয় ধর্ম। ধর্ম পালন মানুষকে সত্যিকার মানুষে পরিণত করে। ধর্মের মূল বাণীসমূহ পবিত্র, উন্নত ও মানবিক জীবন-যাপনে মানুষকে সহায়তা করে। সমাজ-সভ্যতা ও পরিবেশ থেকে যাবতীয় অন্ধকার, কুসংস্কার ও অজ্ঞতা দূরীভূত করে সত্য, সুন্দর ও ন্যায়ের আলোকবর্তিকা প্রজ্বলিত করে ধর্ম। ধর্ম মানব জীবনে সব সময়ই ইতিবাচক ফল বয়ে আনে; ধর্মের কোনো নেতিবাচক দিক নেই। কেননা সব ধর্মই এসেছে এমন এক মহান সত্তার পক্ষ থেকে, যিনি পৃথিবী ও এর মধ্যকার সব কিছুরই স্রষ্টা। সৃষ্টি কিসের মাধ্যমে ভালো থাকবে, কিভাবে সমৃদ্ধ হবে, কোন পন্থায় জীবনযাপন করলে শান্তি আসবে, মুক্তি মিলবে_ সে সম্পর্কে তিনি সম্যক অবহিত। তাই তো পৃথিবীতে ধর্মের আগমন; ধর্মের মাধ্যমেই ভালো-মন্দের, পাপ-পুণ্যের বিচার-বিবেচনা নিহিত রয়েছে। মানুষ ও মানবতার প্রকৃত শান্তি ও সার্বিক মুক্তি ধর্ম পালনের মাধ্যমেই অর্জিত হয়। পৃথিবীর মানুষকে এমন একটি বার্তা পেঁৗছে দিতেই ইতিহাসের এক অমোঘ অন্ধকারের কৃষ্ণযুগে মরুর বুকে আর্তনাদরত মানবতার মুক্তিসনদ নিয়ে প্রবর্তিত হয়েছিল ইসলাম ধর্মের; দেড় হাজার বছর ধরে যা আজও বিশ্বদরবারে কল্যাণমূলক জীবন-বিধান হিসেবে স্বীকৃত হয়ে আছে।

'রহমান লতিফ'

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাবধান, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কেননা তোমাদের পূর্বের জাতিগুলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়ে গেছে।
................................................................... আমরা মুসলিম তাই বির্ধমীও অসবে ভয় পাই না ।
তবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার আবশ্যকতা নাই

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

বলেছেন: সুপ্রিয়,
অনেক ভালবাসা ও ভক্তি নিবেন ৷ অাপনি অনেক কষ্ট করে কর্মাশিয়াল মন্তব্যের যুগে যে বিশ্লেষণ মুলক মন্তব্য করেছেন তার জন্য কৃতজ্ঞতা ক্ষাপন করছি ৷

২| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

কাওসার চৌধুরী বলেছেন:



OMG!!
লতিফ ভাই এই দূর্লভ ছবিগুলো কিভাবে কালেকশন করলেন?

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩

বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: লতিফ ভাই- পোষ্ট টি ভালো।
আসলেই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি ভাল না।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩

বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪২

ফেনা বলেছেন: ভাল পোষ্ট।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩

বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮

আরোগ্য বলেছেন: বড় ভাই, অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ ছবি সমৃদ্ধ পোস্ট দেয়ার জন্য।

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৭

বলেছেন: প্রিয় অনুজ,
তুমি তো এক উজ্জ্বল তারকা হিসেবে ব্লগ জগতে মাড়িয়ে বেড়াও।

সবখানে গঠনমূলক মন্তব্য লিখেছেন দেখে ভালো লাগে আর লেখার হাত মারহাবা।


৬| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পোস্ট, অনেক ইতিহাস দেখে ভালো লাগলো।
নিচের কথাগুলোর সাথে একমত রইলো আমার। সুন্দর বলেছেন।

শুভকামনা জানবেন।

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৮

বলেছেন: এককাপ চায়ের সাথে মুড়ি খেয়ে যাওয়ার দাওয়াত।

সুন্দর করে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

৭| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫

আরোগ্য বলেছেন: বড় ভাই, সবই আল্লাহর রহমত ও আপনাদের সহযোগিতা। আশীর্বাদ করুন।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২

বলেছেন: Thanks for your generosity.
Wish you all the best my little brother.

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:২৫

ইসিয়াক বলেছেন: চমৎকার পোষ্ট ।
হে মানবমণ্ডলী !সাবধান, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কেননা তোমাদের পূর্বের জাতিগুলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়ে গেছে।
ছবিগুলো আসলেই দূর্লভ !!!
ভালো লেগেছে । সহমত ।
সুপ্রভাত ।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৯

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভোরের পাখি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.