নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

কবিতা আমার

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১

কবিতা আমার
-------------------------
---------------------------------------------------------------
কবিতার কৃষক আমি খুড়াখুড়ি করি সদা,
পবিত্র মমতায় গল্পের মাঝে আকুন্ঠ পান করি সুধা।

কৃষক আমি নিজ হাতে করি কবিতার আবাদ।
কবিতায় আমার আজন্ম চাষাবাদ।

কবিতা আমার অন্তর্দেশে শ্যমল পত্র পল্লব,
কবিতা আমার ঠোঁটের স্পর্শের নীচে বিস্তৃত প্রবৃত্তি।

কবিতা আমার নারীর শরীর সাচ্চা প্রেম করি পান।
কবিতাকে গর্ভবতী করে জন্ম দেই অনন্য সোপান ।

উৎসর্গ----★★★ প্রিয় কবি @ বিজন রয় কে,
সময় ও পরিশ্রম করে কবিতা সংকলনের কাজটা সুনিপুনভাবে করে সবগুলো কবিতা একসাথে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৮

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতার খুড়োখুড়ি, মমতার আকুণ্ঠ পান
কৃষকের কবিতায়, আজন্ম চাষাবাদ।

চমৎকার কবিতা, প্রিয় 'রহমান লতিফ' ভাই।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১২

বলেছেন: অনেক ভালোবাসা জেনো কাওসার চৌধুরী ভাই

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কৃষক আমি নিজ হাতে করি কবিতার আবাদ।
কবিতায় আমার আজন্ম চাষাবাদ।

..................................................চমৎকার হয়েছে ভাই
কবিতায় ভাললাগা ++

১৭ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩১

বলেছেন: আপনি এত সুন্দর করে মন্তব্য করে কবিতায় প্রাণময়তা দিয়ে গেলেন।
কবিতাটা উৎসর্গ করেছি আমাদের কবি বিজন রয় কে যেভাবে কবিতা সংকলন করে আমাদের সবার কবিতা পড়ার সুযোগ করে দেন একমহুর্তে এই খুড়াখুড়ির জন্যে মন থেকে কবিকে ভালোবাসা।
আর আপনাকে আবারো ধন্যবাদ।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৩

নজসু বলেছেন:



ব্লগে পাঠ করা সেরা কবিতার মধ্যে এই কবিতাটিও যুক্ত হলো।
শুভ সকাল।

১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২০

বলেছেন: আহ মনডা ভরে গেলো প্রিয় অনুজ।
ভালোবাসা রইলো।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় লতিফ ভাই,

চমৎকার একটি কবিতা লিখেছেন,

" কবিতা আমার অন্তর দেশে শ্যামল পত্র পল্লব,
কবিতা আমার ঠোঁটের স্পর্শের নিচে বৃস্তিত প্রবৃত্তি।""
আমি আপনার ' ঠোঁটর ' কে ঠোঁটের করে দিলাম।

শুভকামনা ভালোবাসা প্রিয় লতিফভাইকে ।


১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২১

বলেছেন: আপনার সম্পাদনার জন্যে কৃতজ্ঞ হে সুজন।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

বিজন রয় বলেছেন: বিনয়ত, বিনীত ও আন্তরিক শ্রদ্ধা, ভক্তি ও প্রণাম।
অসীম ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার "দানে"।

মানুষ মানুষের জন্য, মানুষ ভাল জন্য, মানুষ সুন্দর সৃষ্টির জন্য, আপনি সেই মানুষদেরই একজন!

অনেক অনেক শুভকামনা রইল।

১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২২

বলেছেন: আপনার জন্য একবুক ভালোবাসা প্রিয় দাদা।

কথায় আপনাকে মাঝে মাঝে হারিয়ে ফেলি তাই সঙ্গেই থাকুন।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে তো আর দেশ সমাজের কোনো উপকার হয় না। দ্রব্যমূল্যের দামও কমে না।
তাহলে কি লাভ কবিতা লিখে?

১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২২

বলেছেন: মনের খোরাক তো জুটে!!!!

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:

প্রিয় দুই কবি’র জন্য ভালোবাসা রইলো।

১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২৩

বলেছেন: ভালোবাসা আপনাকেও শক্তিমান কবি।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: দুইজনের জন্যই রইলো আমার দোয়া ও ভালবাসা।

১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২৩

বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: যেমন কবিতা তেমন উৎসর্গ । অসাধারণ হয়েছে ভাই!


আপনি কি সিলেট শহরেই থাকেন?

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

বলেছেন: সৈয়দ ভাই,
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে।
আমি আম্বরখানা থাকতাম -- বাসা চৌকিদিকি।

আর বর্তমান হোয়াইট চ্যাপল, ইষ্ট লন্ডনের ---
আপনার লেখার মান অনেক ভালো।
চালিয়ে যান।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: ভালোবাসা আপনাকেও শক্তিমান কবি


এই কথা ব্যখ্যা দেন !! :)

না হলে অপমানবোধ করছি।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১২

বলেছেন: শিরোনামহীন কবিতাটা আবার পড়লাম --- অনন্য সৃষ্টি এক শক্তিমান কবির অন্তদৃষ্টি।

বিশদভাবে আসছি ------

১১| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৮

ইসিয়াক বলেছেন: একটা রবীন্দ্র সংগীত গাইছি ...।এটা আমার খুব প্রিয় গান । যদিও বর্ষার গান । কিন্তু যখন আমার খুব মন খারাপ হয় । অকারণে চোখে জল ছলছলিয়ে ওঠে অথবা বুকটা কষ্টে ভেঙে যায় তখন আমি ঘরের সমস্ত দরজা জানালা আটকে ফেলি । নিজেকে আবদ্ধ করে ফেলি । আর খুব আবেগে গাই ........প্রাণ খুলে ।তখন আমার কষ্টগুলো পাপড়ি হয়ে ধরার মাঝে একে একে ঝরে ঝরে পড়ে ......।আমি বিকশিত হই । আমি প্রকাশিত হই , রবীঠাকুরের গানের মাধ্যমে। প্রণাম তোমায় হে মহান কবি ..........
=============================
মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্দিগন্তের পানে
নিঃসীম শূণ্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
.
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিত্ ক্বচিত্ চকিত তড়িত_আলোকে ।
ঝঞ্ঝণমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে
কলো_কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়_আহ্বানে
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো ছলো তটিনীতরঙ্গে
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল_তমাল_অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে .......।
কবিতায় অনেক ভালো লাগা ।

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৯

বলেছেন: আপনার মন খারাপ শুনে আহত হলাম।।

দোয়া রইলো।।


আল্লাহ সকলের মঙ্গল করুন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.