নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

শিরোনামহীন

♣♣♣♣♣♣

কতশত মৃত্যুর খবর চোখে ভেসে আসে অবিরত,
তবুও হইনি কভু মহান মালিকের বিশালত্বে নত।

কত করুন সুর কলতান বাজে মন মোহনায়,
তবুও পাশান আমি আবদ্ধ বিলাসমণি কামনায়।

কত আপন,কত শখের হয়ে গেল জীবনের শেষ ,
তবু ও গড়াগড়ি করি দীপ্যমান তৃণভূমিতে বেশ।

কতশত বট-বৃক্ষ,কত বিশাল অরণ্য হয়েছে বিরান,
তবুও সোনামুখে গরিয়সী জন্মের হিরন্ময়ে হয়রান।

কত চাঁদ মুখ ঢেকে গেলো অবেলায় আস্তাকুর,
তবুও জলমগ্ন সাগরের পোতা্শ্রয়ে দেই পরিপুষ্ট তৃপ্তির ঢেঁকুর।

কতশত হারানোর টর্চার সেলে ওষ্ঠায় চবুক বিঁধে,
তবুও অসংযত জিহ্বামৃলের ধৃষ্টতা অগাধ বিধৃত ।

কতশত মৃত্যুর ছাপ ফেলে য়ায় শিখবার নিত্যতার,
তবুও পাঠ্য চুকিয়ে দেখা হবে না শিরোনাম স্বীয় কবিতার।

----------------------------------------------------------------
উৎসর্গ ---আমার অন্যতম প্রিয় ব্লগার তাজুল ভাইকে।
আশাকরি, আবার উনাকে আমাদের মাঝে পাবো।
প্রিয়জন মায়া লাগিয়ে রইলো নীরবে,
আজ তাকে খুব মনে পড়ে।
ছবি- তাজুল ভাইয়ের কাছ থেকে ইনবক্সে পাওয়া সৈয়দ তাজুল ইসলাম

মন্তব্য ৫৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

সুমন কর বলেছেন: শিরোনামহীন তবে অর্থহীন নয় ....

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি------
---------------------------------------
জীবনের অনেক অলি গলি এখনো জানা হয়নি --
অনেক কিছুই রয়ে যায় শিরোনামহীন।
তবুও
ভালোবাসা হয়না বিলীন
রয়ে যায় চির অমলিন।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

বলেছেন: ক্ষণিকের মোহে কেউ ছেড়ে দেয় বহুদিনের পুরনো সখ্যতা
করে নিয়ে আপন ভাবে না সেতো ধূসর মরুদ্যা।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

আরোগ্য বলেছেন: বড় ভাই কবিতাটি হৃদয় ছুঁয়ে গেল। অনেক ভালো হয়েছে। দারুণ লাগলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

বলেছেন: এটাতো পৃথিবী বিখ্যাত বিষাদের কবিতা ------
হাহা
======================



পাঠে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম
প্রিয় লতিফ ভাই।
কবিতার পরতে পরতে বেদনার যাতনা।
অনুভব করছি; কিন্তু কিছু বলতে পারছিনা।

তাজুল ইসলাম খুব মিশুক এবং প্রিয় একজন ব্লগার।
উনি আমাকেও খুব আপন করে নিয়েছেন।
উনার শেষ পোষ্টটা ছিলো হারিয়ে যাওয়া কিছু ব্লগারদের নিয়ে।
কিন্তু এখন দেখছি উনি নিজেই হারিয়ে গেছেন।

কমেন্টগুলোরও জবাব দেননি।
আশা করি উনি ভালো আছেন। দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩

বলেছেন: ওআলাইকুম সালামপ্রিয়ভাই======


ভালোবাসার দহন কেউ দেখে না!
কেউ জানে না চিতার আগুণ বুকের পিজরে!!
হারিয়ে যায় অনেক কিছু
তবুও
ভালোবাসা হারায় না রে ;ভাইয়া;

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: কেন হারিয়ে যায় :(

কবিতা ভালো লাগলো' লতিফ ভাইয়া। ইচ্ছে করছিল আমিও মন্তব্যে দুইটা লাইন লিখি।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

বলেছেন: ইচ্ছা বা অনিচ্ছায় কক্ষচূত্য আমি জীবনের সরলরেখায়
অব্যক্ত থেকে যায় চাওয়াগুলো অনাদর- অবহেলায়।
তবুও থেকে যায় অমিত প্রণয়কাব্য----
ভালোবাসার ফুলঝুরি ঝাকুনি দেয় "প্রিয় কবিতায়"।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১

বলেছেন: বানের স্রোত ভাসে বেদনার ঢল,
উতল দিকভ্রান্ত কাঁদার ভেতর।
তবুও-------------
হতাশার আঁচলে আবৃত-
মঙ্গল অপরাহ্ন আসুক আবার।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩২

হাবিব বলেছেন: অতি ঊত্তম কবিতা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

বলেছেন: বিরহব্যাথা নিয়ে খুঁজি না উওম-মধ্যম --
অতিবৃষ্টিতে হই আহত অনাবৃষ্টিতে বাড়ে ক্ষত
তবুও বলি--
বেঁচে থাকায় বুঝি শ্রেয়

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় চমৎকার ভালোবাসার প্রকাশ করেছেন।
আপনার উৎসর্গ সফল হোক, সৈয়দ তাজুল ইসলাম ব্লগে ফিরে আসুন।

শুভ কামনা।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১১

বলেছেন: ধন্যবাদ প্রিয় কবিরাণী--------------------


ভালোবাসিময় থাকুক জীবনভর ।




সৈয়দ তাজুল ইসলাম ব্লগে ফিরে আসুন।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



মানুষের জীবনটাই একটি চিত্রনাট্য। আমরা শুধু অভিনয় করি জীবনের বাঁক পরিবর্তনের সাথে। এ যাত্রা শিরোনামহীন। জীবন নামক রঙিন মুভিতে কোন শিরোনামের প্রয়োজন হয় না। মৃত্যুর আগে জীবনকে শিরোনামহীন করাও সম্ভব নয়। একমাত্র শিরোনা হলো 'নিশ্চিত মৃত্যু'।

কবিতায় ভাল লাগা, প্রিয় রহমান লতিফ ভাই। (শুভ রাত্রি)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৫

বলেছেন: প্রিয় কাওসার চৌধুরী ভাই@ আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।





মানুষের জীবন তো এমনই-----------
আপনার জন্য শুভ কামনা রইল!

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:
বেশ ভাবগাম্ভির্যময় সুন্দর কবিতা ।

কত চাঁদ মুখ ঢেকে গেলো অবেলায় আস্তাকুর,
তবু জলমগ্ন সাগরের পোতাশ্রয়ে দেই পরিপুষ্ট তৃপ্তির ঢেঁকুর ।


কত লোক প্রাণ হারিয়েছে কিংবা কত পরিবার সাগরের বুকে নিশ্চিহ্ন হয়েছে তার সঠিক পরিসংখ্যান আজো যায়নি পাওয়া কোথাও । তবে সাগরের প্রশস্ত বুকেই অনেকের সাকিন এখনো । চারদিকের অনন্ত নীল জলরাশি মনে হয় যেন ডাকে তাদের , কখনো তরঙ্গে তরঙ্গে সাগরের নীল জল রাশির সাথে করে তারা খেলা , ঝর জঞ্জা প্রবল ঘুর্ণীঝড় হারিকেন নার্গিসকেও করে তারা অবহেলা । তাইতো কান্ডারী হুসিয়ারে জাতীয় কবি নজরুল লিখেছিলেন;
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।

তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।


তাঁর সাথে কণ্ঠ মিলিয়ে বলি বিষাদে চাঁদ মুখদের হারিয়ে যাওয়া চলবেনা কিছুতেই , জলমগ্ন সাররের পোতাশ্রয়ে পরিপুষ্ট ঢেঁকুর তুললেও চলবেনা এগিয়ে যেতে হবে দুর্বার বেগে , ভেঙ্গে ফেলতে হবে দুর্দান্ত তরঙ্গসংকুল এ সমাজের যতসব অন্যায় অবিচার, কবিকুলের পক্ষেই এটা হবে আসল আচার , সমাজের বিবেক হিসাবে হোক তাঁরা জাগ্রত , কান্ডারী হয়ে হোক আগুয়ান । এমনতর সুন্দর সুন্দর কবিতা লেখা চলুক দৃপ্ত গতিতে, হোক সে সকল দিপ্তিমান ।

ব্লগার তাজুলের জন্য রইল উৎকন্ঠা , কামনা করি তিনি ফিরে এসে নিয়মিত হোন ব্লগে ।

আপনার জন্য রইল শুভেচ্ছা ।



০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

বলেছেন: শ্রদ্ধা শব্দটা যেন আপনার জন্যে আবহ সৃষ্টি করে।
আর আপনার লেখায় রুপালী রৌদ্রজ্জ্বল হয়ে ওঠে।

এগিয়ে যেতে হবে দুর্বার বেগে , ভেঙ্গে ফেলতে হবে দুর্দান্ত তরঙ্গসংকুল------- এমন অভয় দিলে ঝিনুক খুঁড়ে মুক্তা আনতে পারি পারি ডুবুরি হয়ে সাগড় সেচে নুড়ি পাথরের পাহাড় গড়তে।



মন্তব্য টি বারবার পড়লাম *** এক মনোহরী মোহ নিমজ্জিত লেখাতে।
আপনার জন্যে সাগরসম শ্রদ্ধা আর ভালোবাসা রইলো।




পরিশেষে আপনার কথায় বলি ---
এসো হাতে হাত ধরে জাগ্রতকরি সমাজের বিবেক
এসো কান্ডারী হয়ে হই আগুয়ান ভাঙি বাধার বান।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: জীবনে কোনো কোনো কথা অব্যক্ত থেকে যায় যদিও সেগুলি ব্যক্ত হলেও ততটা সুখকর হতো না যতটা সেগুলি অব্যক্ত থেকে হত ।
আপনার শিরোনামহীন বাস্তবে ঠিক ততটাই আমার কাছে অর্থবহ এবং দীপ্যমান লেগেছে। কথা ও কাব্যে মুগ্ধতা++

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবিভাইকে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

বলেছেন: আমার স্মৃতিকে আজ অন্ধকার করে দেয় ।
কুন্ডুলি পাকিয়ে যে ধোয়া আকাশে উঠছিল,
আর আমার বাড়ির পিছনে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে ,
সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল!!!

যেখানে আপনার লেখা পাই তাই পাঠে সুখ নিতে চাই ***


শহরের বিলবোর্ডে বড় শিরোনাম হবে আমাদের ভালোবাসার ****

মন্তব্য, প্লাস ও লাইকে কৃতজ্ঞ।। প্রিয় ভাই

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
জীবনরে চক্র অবিরত
বেভুল বেহুশ কর্মে রত।

মোহ মায়া আর কায়া
তারই পিছে সব ছায়া

উন্নাসিক মিথ্যা অহম
মৃত্যুতেই হয় যে খতম!

জীবনের সবচে বড় সত্য বিধান
সমাপনীতে তার নিশ্চিত মরণ!


সত্যকে ভুলতে মিথ্যেতে বসতি
কি অদ্ভুত কি বোকা মানব জাতি!!!

আপনার শিরোনামহীনের সাই ইফেক্ট ;)

পোষ্টে ++++++

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

বলেছেন: বাহ,

আপনি তো গুরু একদম কবিতা বোদ্ধা -----

কালজয়ী কবিতা লিখে ফেললেন তরতর করে ----



আপনার কাব্যের প্রতিভা আলো ছড়াক।


মন্তব্যে প্রীত হলাম।


ভালো থাকুন, আলোয় থাকুন।
শুভ কামনা।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

নতুন নকিব বলেছেন:



কবিতা সুন্দর হয়েছে।

ব্লগার সৈয়ধ তাজুল ইসলাম ফিরে আসুন ব্লগে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

বলেছেন: নতুন নাকিব ভাই কে ধন্যবাদ

কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো।


তাজুল ভাই ফিরে আসুক এটাই চাই।



নিরন্তর শুভেচ্ছা।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: ছবি এবং কবিতা দুটোই খুব ভালো লেগেছে

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

বলেছেন:

ভালো লেগেছে জেনে আলোড়িত হলাম।




ধন্যবাদ আর বিমুগ্ধ ভালোবাসা রইলো।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

তারেক ফাহিম বলেছেন: অনেক অনেক ভালোলাগা।

ব্লগার সৈয়দ তাজুল ইসলাম ফিরে অাসুক।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

বলেছেন:
মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা



আপনাদের মত নতুন প্রজন্মের চাওয়া পুর্ণ হোক ---ব্লগার সৈয়দ তাজুল ইসলাম ফিরে অাসুক

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: অনেক ভালো লাগলো "শিরোনামহীন "

সৈয়দ তাজুল ইসলাম আমারও প্রিয় একজন ব্লগার। উনার লেখা গুলো অত্যান্ত মনোমুগ্ধকর। উনি খুব অল্প দিনে আমাকে অনেক আপন করে নিয়েছেন।
তবে সবথেকে মজার বিষয় হল, আমার ব্লগে আসা, লেখালেখি করা এ সবের পিছনে একমাত্র উনিই কলকাঠি নেড়েছেন।
আশা করি ব্লগার সৈয়দ তাজুল ইসলাম খুব তারাতারি ফিরে আসবেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

বলেছেন:
মন্তব্যে ধন্যবাদ

প্রাণিত হলাম সু প্রিয়।




পুষ্পিত শুভেচ্ছা,নিরন্তর।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

গুলশান কিবরীয়া বলেছেন: খুব ভালো লেগেছে কবিতা।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

বলেছেন:
অজস্র ধন্যবাদ,





মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা প্রিয়

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

অপু দ্যা গ্রেট বলেছেন:




শিরোনাহীন তবে সেটা সুন্দরের অন্যতম প্রতিচ্ছবি

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯

বলেছেন: কবিরা সমাজের সুন্দরের প্রতিচ্ছবি।


মন্তব্যে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি ,



সুস্থ সুন্দরের প্রত্যাশা ।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

জাহিদ অনিক বলেছেন: কবিতা ভালো লেগেছে

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

বলেছেন:



কবিজি মন্তব্যে এক বুক ভালোবাসা জানবেন।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

নীল আকাশ বলেছেন: শুভ সকাল, লতিফ ভাই। আমার ব্লগের স্মৃতি কবিতার পোষ্টে এই কবিতাটা পড়ে আমি তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সাথে সাথেই এটা ব্লগে দিতে বলেছিলাম। দারুন কাজ করেছেন এটা পোষ্ট দিয়ে, সবার এটা পড়া উচিৎ........
কি যে দারুন লিখেছেন আর কি দারুন থীম। প্রতিটা লাইন যেন হৃদয় কে ছুয়ে যায়। মুগ্ধতা যেন প্রতি পরতে পরতে..
থাক না শিরোনামহীন। জীবনের আমাদের মূল্যই যেখানে প্রশ্ন আর বাস্তবতার মানদন্ডে দুলছে সেখানে শিরোনাম কি বা আর নতুন কিছু বয়ে নিয়ে আসবে........
আপনি খুব ভালো কবিতা লিখেন আর আরও ভাল ভাল কবিতা আপনার কাছে চাই।
মহাদেব সাহার কবিতাটা আমার নতুন লেখায় দিয়ে দিয়েছি। কথা দিয়েছিলাম আপনাকে। নাবিলাকে নিয়ে লেখা নতুন গল্পটা কয়েকদিন পরেই পোষ্ট দিব। পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম।
শুভ কামনা রইল!





০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৩

বলেছেন: প্রিয় কবি ও কথা সাহিত্যেক,


আপনার বিশ্লেষনধর্মী মন্তব্যে কবিতার গভীরতা বাড়িয়প দিলো।


ভালে কবিতা লিখি কি না জানি না তবে আপনাদের মতো গুনীরা পাশে আছেন বলেই কৃতজ্ঞ।


আপনার পোস্টে এই কবিতাট দিয়েছিলাম আপনার নজরে আসার জন্যে কারণ আপনি কবিতার ভাষা বুঝেন।


আপনার জন্যে অনেক শুভ কামনা।

বিশেষ ধন্যবাদ নিবেন।

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

শিখা রহমান বলেছেন: কবিতাটা বিষণ্ণ সুন্দর!! শেষের লাইন দুটো মন ছুঁয়ে গেলো।

কবিতায় ভাললাগা আর মুগ্ধতা। অফুরন্ত শুভকামনা কবি।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

বলেছেন: সুপ্রিয়,

আপনার মন্তব্য বিষম মুগ্ধতায় ভর্তি ঠিক যেন কবিতার নন্দিনীর কথা।



আপনাকেও জানাই বিনম্র শ্রদ্ধা ও শুভ কামনা।

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

হাবিব বলেছেন: আব্দুল লতিফ ভাই নতুন কিছু কি লিখছেন?

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

বলেছেন: জ্বী স্যার।


অনেক কবিতা
আর
কিছু গল্প


সময়ের বড় অভাব, লেখার চেয়ে পড়ি বেশি ***


ধন্যবাদ

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

নজসু বলেছেন:


প্রিয় লতিফ ভাই।
একদম ঠিক বলেছেন।
ভালোবাসা কখনও হারায় না।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

বলেছেন: আবারো আমার প্রিয় সুজন

আমার আত্মার আত্মীয়।



ভালোবাসা রয়ে গেছে তোমাতে আমাতে।

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

রাকু হাসান বলেছেন:

ভাইয়া কবিতাটি দুইবার পড়লাম । আমরা প্রায় সব কিছুই দেখি এবং একদম বুঝি না সেটাও কথা না ।তবু মালিক কে স্বরণ করি না । উনার খেলার বস্তু হয়ে থাকি । খেলার উদ্দেশ্যে বুঝলে আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করবে । ডঃ এম এ আলী স্যার খুব ভালো মন্তব্য করেছেন । আপনার প্রতি উত্তরটিও চমৎকার লেগেছে । ঠিক ‘শ্রদ্ধা শব্দটা যেন আপনার জন্যে আবহ সৃষ্টি করে। । এভাবেই বারবার শ্রদ্ধাল্পুত হই । তাজুল ভাই কে অভিনন্দন । ফিরে আসুন ।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

বলেছেন: অনেকদিন পর প্রিয় ভাইটাকে কাছে পেলাম।



রাকু হাসানের মন্তব্য দু বার নয় চারবার নয় বারবার পড়ি +++ ভালোলাগা




পাঠে ও চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এক কথায় দারুণ কবিতা....

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

বলেছেন:
এক কথায় নয় এক হাজার কথায় বলি আপনি পাঠক হিসাবে দারুণ।



বিমোহিত হলাম।

২৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক মায়া দিয়ে লেখা।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

বলেছেন:
অনুভূতিগুলি অকুণ্ঠ জড়িয়ে থাকুক।
শুভ কামনা।

বিমোহিত হলাম।

২৭| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৩

ইসিয়াক বলেছেন: প্রিয় ভ্রাতা আপনার কবিতা পাঠে আমার মন হঠাৎ কেমন যেন করে উঠলো।
মন্তব্য লিখতে লিখতে এই কবিতাটি লিখে ফেললাম ।
কাল পোষ্ট দেব ভাবছি .....
ঝরা শিউলি
আমি যেদিন হবো ঝরা শিউলি ,
খুঁজোনা আমার তোমরা খুঁজোনা ।
পথে যেতে যেতে হঠাৎ দেখা ,
পথের শেষই আমার ঠিকানা ।

আমি হারাবো যবে অনন্তের পথে,
যেথা তারা সকল ফুটে রয় ।
বুনোফুল আমি ,আমার গন্ধ
আসলেই এমনি হয় ।

এ পৃথিবীর পরে এসেছিনু আমি ,
কিছু দিনের তরে হায়।
শুধু হয়ে রব তোমাদের স্মৃতি
হয়তো রয়ে যাবো ভাবনায় ।

তোমাদের নির্লোভ ভালোবাসা ,
আমায় করেছে আপ্লুত ।
সেটুকু ই আমার মাথার মণি ,
শত শ্রদ্ধায় অবনত।

অদেখা জগতের অচেনা সাথীদের
স্বার্থ হেথায় অদৃশ্য ।
ভালোবাসা তাই এত মোহময় রূপে ,
হয়ে ওঠে প্রকাশ্য ।

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

বলেছেন: এটা আমার একটি প্রিয় কবিতা।।
আর বোনাস হিসেবে আপনার কবিতাটা পেয়ে সোনার সোহাগা।।।



কৃতজ্ঞতা রইলো।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.