নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র চাই, কাগজে নয় বাস্তবে

মেঘযাত্রা

স্বাধীনচেতা এবং মুক্তমণা, জানতে চাই জানাইতে চাই ধন্যবাদ ।

মেঘযাত্রা › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন: জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র। আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি? 1. প্রথম ২ সংখ্যা - জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬। 2. পরবর্তী ১ সংখ্যা - এটা আর এম ও (RMO) কোড। • সিটি কর্পোরেশনের জন্য - ৯ • ক্যান্টনমেন্ট - ৫ • পৌরসভা - ২ • পল্লী এলাকা - ১ • পৌরসভার বাইরে শহর এলাকা - ৩ • অন্যান্য - ৪ 3. পরবর্তী ২ সংখ্যা - এটা উপজেলা বা থানা কোড 4. পরবর্তী ২ সংখ্যা - এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য) 5. শেষ ৬ সংখ্যা - আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর। বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল। সংগৃহীত

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

মনসৃর বলেছেন: ধন্যবাদ...

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

মেঘযাত্রা বলেছেন: কৃতজ্ঞতার সহিত গৃহীত হইল

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

সেতু আশরাফুল হক বলেছেন: ++++++++

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭

মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।এটা চেক করার কি কোন ব্যবস্থা আছে? আমার টায় নাম ভুল এসেছে? দুদিন আগারগাঁ চক্কর কেটেছি।এখন নিবার্চনের জন্য সংশোধন বন্ধ আছে!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

মেঘযাত্রা বলেছেন: ব্যক্তিগত পর্যায়ে কোন ব্যাবস্থা নাই, স্থানীয় নির্বাচন আফিসই ভরসা । সংশোধনের জন্য উপজেলা পরিষদ কার্যালয়ে যোগাযোগ করতে পারেন ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪

তারছেড়া লিমন বলেছেন: নতুন কিছু জানলাম.+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৫

পেন্সিল চোর বলেছেন: আমার নাম ভুল আসছে। কেমনে ঠিক করুম আইডিয়া দেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

মেঘযাত্রা বলেছেন: স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করুন

৬| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ তথ্যটি জানা হলো।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরো তথ্য দিলে ভালো হতো। যেমন যাদের আইডি কার্ড নেই তারা কিভাবে বানাবে, অনলাইনে চেক করা যায় কিনা ইত্যাদি।
তারপরও পোস্টে

A+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.