![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি ঋতুরই একটি বিশেষত্ব থাকে বর্ষারও আছে ।
এর সবথেকে বড় বিশেষত্ব প্রাণসঞ্চার করা, অর্থাৎ
পৃথিবীর সকল প্রাণীর জীবন ধারনের অন্যতম উপাদান পানি যা রিসাইক্লিং করে পুনরায় ভূমিতে ফিরে আসে বর্ষায় ।
অনেকগুলো যৌগিক কারনেই গাছে নতুন পাতার আবর্ত, নতুন চারার সঞ্চারণ ঘটে বর্ষায় ।
এই বর্ষার আবহাওয়াতে সকল রসায়নের সঠিক সহঅবস্থান থাকে যা উদ্ভিদ জগতের বৃদ্ধিতে সহায়তা করে । এজন্য আমাদের মত নাতিশীতষ্ণ অঞ্চলে বর্ষাকালে বৃক্ষচারা রোপন করে প্রকৃতির ভারসাম্য উন্নয়নের প্রচেষ্টা অব্যহত আছে ।
আমরা এই সমাজের ই একটি অংশ, গাছ লাগান আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব ।
গাছ লাগাবার উপযোগী নিজস্ব জায়গা থাকুক বা না থাকুক অন্যত্র হলেও আমাদের সকলেরই একটি করে হলেও গাছের চারা লাগিয়ে সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় সর্বপরি নৈতিক দায়িত্ব পালন করা দরকার ।
(বেশি লিখলে পাবলিক বিরক্ত হয়, সারাংশ লিখলাম)
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭
মেঘযাত্রা বলেছেন: ধন্যবাদ জনাব
২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১:০৬
আবুল হায়াত রকি বলেছেন: বেশি লিখলে পাবলিক বিরক্ত হয়,জুতা দিয়া মারেন হেগ কপালে!!!!
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯
মেঘযাত্রা বলেছেন: নিজেই সাধু সাজবার চেষ্টা করলাম
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১:০২
অরুনি মায়া অনু বলেছেন: সহমত জানাচ্ছি