![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
উড়ন্ত এক কাক বলে
আজ চুপ করে নেই জাতি,
কোমলমতি শিশু হইতে
সকল বুদ্ধিজীবী।
আজ শুনতে হবে তোমায় বাংলাদেশ
আজ প্রচুর ক্ষিপ্ত আমি,
আমার দেশ আর আমার মাটি হয়ে
আজও চুপ কেন আছ তুমি?
৫২তে রক্ত দিয়েছি
একাত্তরে প্রান,
৪৭ বছর পার হলো
আজও কিসের এতো অভিমান?
টেকনাফ হতে তেতুলিয়া
হাজারো প্রানের স্পন্দন,
জনতার ওপর বর্বর হামলায়
করেনি কি বুক কম্পন?
প্রতিফলন বা বাস্তব হবে না
মোদের একটিও কি দাবী?
হায় জন্মিলাম মোরা অভাগা
ইতিহাস থাকুক সাক্ষী।
২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
মাহমুদুর রহমান বলেছেন: কিচ্ছু হবে না।
২| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৫
আরোগ্য বলেছেন: আপনার নতুন নিকটার লিংক দেন।
২৬ শে আগস্ট, ২০১৯ রাত ২:০৭
মাহমুদুর রহমান বলেছেন: https://www.somewhereinblog.net/blog/Lion0
৩| ২১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতাটির বক্তব্য আরেকটু গোছানো হতে পারতো। কবিতায় কোন ছন্দ নেই। অন্ত্যমিলের কথা বলছিনা, অভ্যন্তরীণ ছন্দের কথা বলছি।
ব্লগে সুস্বাগতম। শুভ হোক আপনার ব্লগযাত্রা।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
আরোগ্য বলেছেন: স্বাধীন দেশের সকল অভাগা সন্তানদের মঙ্গল কামনা করি।