![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
হাটছিলাম মেঠো পথটি ধরে
আঁকাবাঁকা তার রুপ
মঞ্জিল আমার তাহার তরে
ধরবো যে কোন রুট?
হঠাত করে মটাৎ ভাবে
বিবেক এসে কয়,
সাবধান!
তুই যাসে না সেথায়
সে যে প্রচুর বিষাদময়।
বিবেককে আমি প্রশ্ন করলাম
তুই জানলি কি করে ভাই?
ওসবে আমি এক্সপ্রেরিয়েন্সড
ধুত্তরি সব ছাই।
নোংরা নোংরা খেলা চলে
হাজার রকম চাল,
আমার কথা অগ্রাহ্য করলে
হারাবি সব মাল।
মনকে মনে বললাম
ওতো মন্দ বলে নি
অল্পের জন্য বেচে গেলাম
নয়তো হারাতাম সবই।
ছবি সূত্রঃ দৈনিক ইনকিলাব
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫০
মাহমুদুর রহমান বলেছেন: হুম।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
খায়রুল আহসান বলেছেন: বিবেকের অনুশাসন মেনে চলাই উত্তম।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৩
আরোগ্য বলেছেন: সত্য বচন।