নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

খন্ড খন্ড ভাবনারাশি_২

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯


১|
সব সময়ই মৃত্যুর কথা স্মরণে আসে, জানি না সেটা কতটা দুঃখের হবে।আল্লাহ্‌ আলীম।

২|
আমি তো আল্লাহরই আর তার কাছেই আমি প্রত্যাবর্তন করবো।

জানি আমার নফস জুড়ে এক আকাশ পাপ বিদ্যমান।না পারছি সে পাপ থেকে নিজেকে মুক্ত করতে আর না পারছি অন্যকে সে বিষয়ে উপদেশ দিতে।আসলে আমি সে বিষয়ের উপদেশ দিই না যে বিষয়ে আমার হাত রয়েছে।এটা সত্য যে আল্লাহ্‌ বড় ক্ষমাশীল।এখন তিনি যদি ক্ষমা করেন তবেই আমার মুক্তি না হলে যা হওয়ার তাই হবে।

৩|
আমি প্রেম-ট্রেম নিয়ে ভাবি না।কারন এগুলো বুঝি কম।তার ওপর যে নিজে অন্যের ঘাড়ে থেকে লালিত হয় তার আবার প্রেম-ভালোবাসা,এটা তার জন্য অর্থহীন চিন্তা!

ফেসবুকে অধিকাংশ ছেলেরাই প্রেম সমাচারে মত্ত।অনেকটা আপনি না বাচতেই বাবার নাম।এসব বিবেকহীনতা ছাড়া আর কি হতে পারে?

জানি, আমার এই কথাগুলো বোঝার ক্ষমতা ছেলেগুলোর নেই।কারন মাত্রাতিরিক্ত আবেগ সদা বাস্তবতাকে এড়িয়ে চলতে পছন্দ করে।

৪।
উপমহাদেশের ইতিহাস শ্রেষ্ঠ দানবীর হাজী মুহাম্মদ মহসিনকে এখন আর কেউ স্মরন করে না।

৫।
গ্রামের আলো-বাতাস এখন আমার হৃদয়কে ছুঁতে পারে না।কারন গ্রামে এখন আর গ্রামীন পরিবেশ নেই।যা আছে তা কেবলই গ্রাম্য ও শহুরে পরিবেশের মাঝামাঝি পর্যায়।

৬।
মিন্নিকে গ্রেফতারের ৫০ দিন পর জামিন দেয়া হলো। অর্থাৎ বোঝা গেল পরিবেশ এখন বেশ শান্ত।

৭।
প্রতিটি বছরই আমার কাছে সেরা,আর প্রতিটি বছরের প্রতিটি দিন আমার কাছে শ্রেষ্ঠ আর প্রতিটি দিনের মাঝে শুক্রবার অন্যদিনগুলোর তুলনায় অধিক শ্রেষ্ঠ।কারন এই দিন অধিক বরকতপূর্ণ।

৮।
যখন কোন একজন মানুষ মানসিক ভারসাম্যহীন এবং তার প্রতি সহানুভূতির দৃষ্টিতে না তাকিয়ে কেউ যদি উপহাসের দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহর কসম সেই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানসিক ভারসাম্যহীন।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সবাইকে স্রষ্টার নিকটে ফিরে যেতে হবে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: এটাই সত্য।মহা সত্য।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


২ নং:

আল্লাহ আপনার পথ চেয়ে বসে আছেন, আপনি ব্লগে ম্লগে ঘুরে বেড়াচ্ছেন, আর সময় নষ্ট করছেন; উনার মেজাজ খারাপ হলে, খবর আছে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: আমি চেষ্টা করছি নিজেকে শুধরে নিতে।আপনিও নিজেকে শুধরে নিন।
আল্লাহর দয়া মিছে নয়।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


আবোল তাবোল কথা লিখাকে ব্লগিং বলা হয় না, ইহা আসলে আবোল তাবোল

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ্‌ আপনাকে উত্তম বুদ্ধি দান করুন।
আমীন।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

ইসিয়াক বলেছেন: মানুষের শেষ গন্তব্য স্রষ্টার নিকটে ফিরে যাওয়া।
ধন্যবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য আপনাকেও জানাই ধন্যবাদ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৭

আরোগ্য বলেছেন: প্রতি পয়েন্টেে সহমত। আল্লাহ আমাদের মৃত্যুকষ্ট সহজ করুক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১১

মাহমুদুর রহমান বলেছেন: আমীন।
জাঝাক্কাল্লাহ খাইরান।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: আল্লাহ মহান। দয়ালু।
তার দয়ায় বেঁচে আছি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৫

মাহমুদুর রহমান বলেছেন: আবু হুরায়রাহ (রাঃ) বলেন, রাসূল (সঃ) বলেছেন, 'আল্লাহ যখন মাখলূক সৃষ্টির ইচ্ছা করলেন, একটি লিপি লিখলেন যা তাঁর নিকট তাঁর আরশের উপর আছে, আমার দয়া আমার ক্রোধ অতিক্রম করেছে' (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৩৬৪; বাংলা মিশকাত হা/২২৫৫)।
এ হাদীস দ্বারা বোঝা যায়, আল্লাহ অন্যায়ের জন্য শাস্তি দিতে চান না; বরং সব সময় ক্ষমা করতে চান।

কাজেই আল্লাহকে বেশী বেশী করে স্মরন করুন আমার ভালো লাগার মানুষটি প্রিয় রাজীব নূর ভাই।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমি রাতে ঘুমাতে যাওয়ার সময় আল্লাহকে স্মরন করি। সকালে ঘুম থেকে উঠে আল্লাহ কে স্মরন করি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৮

মাহমুদুর রহমান বলেছেন: জাঝাকাল্লাহ খাইরান।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ও সহজ কথা অনেকে বুঝতে চায় না।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩০

মাহমুদুর রহমান বলেছেন: বুঝবে কি করে?
ইশ! তাদের সাথে যদি তাদের আক্কেল থাকতো।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩

জাহিদ অনিক বলেছেন: আমি তো আসি আপনার ব্লগে চাঁদগাজী আর আপনার মন্তব্য পড়তে

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩২

মাহমুদুর রহমান বলেছেন: চাদ্গাজী একজন বয়স্ক মানুষ।বয়সের সাথে সাথে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায় এটাই স্বাভাবিক।তবের তার একটু বেশী।আর এই মন্তব্যটা চাদ্গাজী পড়লে একটা রিয়েকশন হবে।ইন্টারভাল দেখতে অপেক্ষায় থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.