নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

মাহমুদুর রহমান

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

মাহমুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

খন্ড খন্ড ভাবনারাশি_৪

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৭




১।
আর মুমিন নারীদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না।

সুরা আন নুর, আয়াত ৩১।

কয়জন নারী একাজ করে থাকেন যারা নিজেদের মুসলিম বলে দাবী করেন?

২।

এই মানুষটাকে দেখছেন, তিনি একজন প্রতিবন্ধী হয়েও কি সুন্দর করে নামাজ পড়ছেন? আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না আর চিরস্থায়ী সুখের আশায় পথ চেয়ে বসে আছেন।তালি আপনার গালে।

৩।
ধরুন আপনার জীবনের লক্ষ্য আপনার সন্তান।এবার আপনি তাকে সযত্নে লালন করুন।আল্লাহর রহমতে সফলতা আসবেই।

৪।
একজন পর্দাশীল নারী আমার কাছে অনেক মূল্যবান সম্পদ।কিন্তু একজন বেপর্দা নারী আমার কাছে রাস্তার ধূলোবালীর মতই মূল্যহীন ছাড়া আর কিছুই না।পুরুষের ক্ষেত্রেও ঠিক তাই।

৫।
নিজেকে মাঝে মাঝে খুব শক্তিশালী একজন মানুষ ভাবি।আমি আমার শক্তি দিয়ে দুনিয়ার সমগ্র অনিয়ম দূর করি।মানুষ আমাকে ভয়ের চোখে দেখে।আমি মনে মনে দুঃখ পাই আর বলি, আমি যদি তোমাদের প্রতি কঠোরতা প্রদর্শন না করি তবে তোমরা আগের অবস্থায় ফিরে যাবে।আমি চাই না তোমরা শয়তানের পথ অনুসরন করো।

৬।
যেখানেই থাকুন না কেন, আল্লাহ কিন্তু ঠিকই দেখছেন।

৭।
আমার মন আছে আর তা দিয়েই তোমার কথা ভাবি।আমার অবস্থান নেই তাই ভুলে থাকতে ভালোবাসি।

৮।
সংখ্যাগরিষ্ঠতা আমার কাছে কোন বিষয় না,কারন সংখ্যাগরিষ্ঠতা নির্ভুল এর নিশ্চয়তা কি?

৯।
সত্যি বলতে আমি আত্মনির্ভর কম।আল্লাহ্‌ নির্ভর বেশী।তাই আমি ভয় পাই না।

১০।
সীমা অতিক্রম করার পূর্বেই বিনোদন আমার ভালো লাগে।তারপর আর না, কখনও না।

১১।
তাকে ছাড়া আমি আমার অস্তিত্বকে কল্পনা করতে পারি না যিনি আমার প্রতিপালক আমাদের প্রতিপালক মহান আল্লাহ্‌ রব্বুল আ'লামিন।

১২।
আমি কোন রাজনীতি করি না।আর এটাই আমার শক্তি।কারন অন্তঃতপক্ষে কেউ আমাকে শত্রু ভাবতে পারবে না।
তবে আমি সত্যের পক্ষে।

১৩।
মাঝে মাঝে একা থাকতে ভীষণ ভালো লাগে আমার।আত্মসমালোচনা আত্মপর্যালোচনা করার সুন্দর সুযোগ পাওয়া যায় কেবলমাত্র এই একাকী থাকার মধ্য থেকেই।আর ঠিক এভাবেই আমি আবিষ্কার করি নতুন এক আমিকে।এটা আল্লাহর রহ'মত।

১৪।
এই শহরের কাক অপেক্ষা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অত্যাধিক।

১৫।
সদা ভালোকে ভালো বলি আর মন্দকে মন্দ।এটা কোন অপরাধ নয় এটা অবশ্যই কর্তব্য।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৪১

আরোগ্য বলেছেন: এক নম্বরের কথাটা পুরুষের জন্যও বলা হয়েছে। অধিকাংশ লোকই পুরুষদের কথাটা বাদ দিয়ে শুধু নারীদের বিচারটা উল্লেখ করে। কিন্তু আল্লাহ তায়ালা উভয়কেই পর্দার নির্দেশ দিয়েছেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:০৮

মাহমুদুর রহমান বলেছেন: টপিকের মধ্যে থেকে কথা বলা বুদ্ধিমানদের পরিচয়।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৮

অভি চৌধুরী বলেছেন: আপনি এক ওয়াক্ত নামাজ পড়েননা, আর আপনি চিরস্থায়ী সুখের আশায় পথা চেয়ে আছেন, তালি আপনার গালে

এটা আপনার ধর্মীয় সহনশীলতা?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

মাহমুদুর রহমান বলেছেন: এধরনের মন্তব্যের অপেক্ষায় ছিলাম।

মনে করেন,এক দম্পতি একটা সন্তান জন্ম দিলো।তারপর সেই সন্তানকে খুব যত্ন করে বড় করলো।এখন সন্তান প্রাপ্ত বয়স্ক।সে ভালো একটা কম্পানিতে চাকুরী করে কিন্তু তার বাবা মায়ের খোজ খবর রাখে না।এমন সন্তানকে আপনি কি বলবেন?
নিঃসন্দেহে অমানুষ, অসভ্য,অকৃতজ্ঞ ইত্যাদি।আপনি মানবেন যদি আপনার বাবা-মা আপনাকে বড় করে যাবতীয় সুযোগ সুবিধার মাধ্যমে কিন্তু বড় হয়ে আপনি তাদের খোজ খবর না রাখেন তাহলে আপনি অমানুষের চেয়ে কম কিসের?যদি এই কথাটা মেনে নেন তাহলে সে সকল মানুষদেরকে আপনি কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ?মহান আল্লাহ্‌ তা'লা তো শুধু আমাদেরকেই সৃষ্টি করেন নি বরং আমাদের পিতা-মাতাদেরকেও।আপনার কি মনে হয় না মহান আল্লাহকেও আমাদের উচিৎ কৃতজ্ঞতা জানানো? আমাদের কি তার প্রতি অনুগত থাকা উচিৎ না?

কাজেই একজন ব্যক্তি যিনি সৃষ্টিকর্তার নাফরমানি করেই যাচ্ছেন তার জন্য এর চেয়ে ভালো ভাষা আমার জানা নেই।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: ভালো। ভালো ভালো কথা লিখেছেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

মাহমুদুর রহমান বলেছেন: ভাবুন।অনুধাবন করুন ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার বয়স কত এবং আপনি ব্যক্তিগত জীবনে কি করেন? যদি খুব সমস্যা না হয়, তাহলে আপনার কাছে এই নিয়ে জানতে চাচ্ছি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

মাহমুদুর রহমান বলেছেন: দুঃখিত।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

অভি চৌধুরী বলেছেন: আপনার সমস্যা হলো আপনি বোঝেন কম বলেন বেশি, আপনার বর্ণনার মানুষ গুলো ঘৃণিত সেটা আমার আপনার মনের মধ্যে আছে থাকুকনা, যখন আপনি এসব নিয়ে বলতে যাবেন তখন সেটাকে নরম হাতে তুলে ধরবেন জন সম্মুখে,সুযোগ দিবেন আপনার কথা গুলো নিয়ে ভাবতে মানতে মেনে চলতে, আপনার বক্তব্যে এমন কিছু তুলে ধরবেননা যা মানুষের মনে মগজে আঘাৎ করে, সুতরাং ধর্ম নিয়ে বলার সময় আপনাকে অতি সতর্ক হতে হবে যেন মানুষের বা পাঠকের মনে জায়গা করে নেয়। অপরাধিকে আঘাৎ করে সত্য বের করা যায় কিন্তু সত্য তার মধ্যে প্রতিষ্ঠা করতে হলে আপনাকে হতে হবে কৌশলী।

ধন্যবাদ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.