![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
১।
আমি যুদ্ধ করবো একাই
আমি শহীদ হবো একাই,
সমগ্র হীনতাকে আমি
ভাসিয়ে দিব রক্তবর্ণ বন্যায়।
২।
অসহনীয়।খুব খুব।জার্নি করা খুবই অসহনীয় আমার জন্য।
ঈশ!আজ যদি লোকাল হেলিকপ্টার ব্যাবস্থা থাকতো।
"আমার সাধ না মিটিলো আশা না পুরিলো"
৩।
ছাত্ররা নিরপরাধ।প্রচলিত শিক্ষা ব্যাবস্থা তাদের বাধ্য করে চুরি করতে।আবার শিক্ষকরা কি অদ্ভুত!
কাজটা নিজে করেছো তো?অর্থাৎ চোর বলছে চুরি করো নাই তো আবার?এগুলো মূর্খতা কিংবা ধূর্ততা।আপনি সৎ হোন। প্রতিষ্ঠান আপনাকে চুরি করতে চাকুরী দেয় নি বরং কাজ শেখাতে চাকুরী দিয়েছে।নিজেকে কাজ না শিখিয়ে যদি ছাত্রদের বলেন কাজটা করে নিয়ে এসো এটা আপনাকেই ছোট করে।জ্ঞানবুদ্ধি যেদিন হবে এই বিষয়টা কেবল সেদিনই বুঝবেন তার আগে নয়।
৪।
এশার আজানের সময় অতি নিকটে,আপনারা প্রস্তুত হউন।হয়তো এটাই আপনার জীবনের শেষ নামাজ।আল্লাহ আ'লীম।
৬।
এজিদকে অনেকে (রাঃ) বলেন আবার অনেকে কাফের বলেন এবং গালমন্দ করেন।এগুলো মোটেও উচিৎ নয়।কারন এদুটোই বাড়াবাড়ি।
বরং তার বিষয়ে নীরব থাকাই উত্তম।যারা তাকে কাফের বলেন তাদের একটি হাদীসের কথা বলি,
যে ব্যক্তি মৃত্যু বরন করেছে তার সম্পর্কে তোমরা মন্দ কথা বলিও না।
[সহীহ বোখারী,নাসাঈ,তিরমিজী]
৭।
ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির বিশেষগুন, যার হৃদয় মোহিত প্রতিফলন রাঙ্গিয়ে তোলে মানুষের মন ও মনন।
৮।
বাংলার বন্ধু শেখ সাহেব আমাদের দেশ স্বাধীন করতে ব্যাপক অবদান রেখেছেন আর এই ব্যাপারে কেউ বাঙ্গালী হয়ে তার অবদান অস্বীকার করাটা অন্যায়।ব্যাপক অন্যায়।
৯।
মাঝে মাঝে আকাশের বুকে আঁধার নেমে আসে এক মধুর বার্তা নিয়ে।টিনের চালে তা টুপ টুপ করে পড়ে আর আমি কান পেতে শুনি।ছুঁয়ে যায় হৃদয়ের মধ্যমণি।আর মুছে দেয় উৎকণ্ঠার চরম অবসাদ।
১০।
এই পৃথিবীতে পুরুষের প্রতি পুরুষের এতোটা শ্রদ্ধাভক্তি নেই যা আছে নারীর প্রতি একজন পুরুষের।এটা খুবই হতাশাজনক বিষয়।আমরা যেখানে স্বজাতিকেই সম্মান করতে পারি না সেখানে অন্যজাতিকে শ্রদ্ধা করা এগুলো চ্যাওম্যাও শ্রদ্ধা ছাড়া আর কি হতে পারে?
১১।
আমরা নিজেকে সাজাই অন্যকে দেখানোর জন্যই।
১২।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৮
মাহমুদুর রহমান বলেছেন: তাহলে কথাটা কি এভাবে বলা উচিৎ ছিলো যে,
মানব জাতির পুরুষ লিঙ্গ এবং মানব জাতির নারী লিঙ্গ?
আমার যতটুকু ধারনা আপনি বাহিরে থাকেন।আচ্ছা ম্যানকাইন্ড আর ওমেনকাইন্ড শুব্দদুটো কি শুনেছিলেন?
আপনি কি জানেন জাতি অর্থ শ্রেনী।মানুষের মাঝেও শ্রেনী রয়েছে।জ্ঞানী ও মূর্খ।আর আপনি হলেন মূর্খ, মিস্টার একডজন ব্লগার।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: অভিজ্ঞতা গুলো জমিয়ে রাখুন। কাজে লাগবে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১
মাহমুদুর রহমান বলেছেন: হ্যাঁ ভাই।এগুলো জমিয়ে রাখছি।কি জানি এতে যদি কেউ উপকৃতি হয়।আল্লাহ্ আ'লীম।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৮
ইসিয়াক বলেছেন: বেশ তো
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১
মাহমুদুর রহমান বলেছেন: হুম।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪০
আরোগ্য বলেছেন: ভালোলাগা রইলো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০২
মাহমুদুর রহমান বলেছেন: শুকরিয়া।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: খন্ড খন্ড ভাবনাগুলো ভালো লাগলো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৯
মাহমুদুর রহমান বলেছেন: ভালোবাসা নিরন্তর।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪০
ল বলেছেন: চ্যাওম্যাও টা কি??
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
মাহমুদুর রহমান বলেছেন: এটা একটি শব্দ।এর অর্থ ফালতু।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
১০ নং:
-আপনি জাতি কাকে বলা হয়, সেটাও জানেন না! পুরুষ, বা নারী কোন জাতি নন, এগুলো মানব জাতির লিংগ ভাগ মাত্র!
-আমি একডজন ব্লগার বলছি ...