![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
রুদ্ধ মুখ আভি খোল
ভাঙ্গ নৈঃশব্দ্যের ভোল,
রক্ত অনলে জ্বলে উঠে
কর মুক্তির শোরগোল।
রুদ্ধ মুখ আভি খোল।
পুবে রক্তিম ধরনী কোন
পশ্চাতে উত্তাল মনন,
গগনে নীরদের গর্জন
পাতালের বুকে রণ।
হানরে হান তুফান
হীনতার অদৃষ্টে হান,
শকুনের বুকে প্রস্তরাঘাতে
উপাড়ি ফেলিবো প্রান।
শোন হে নওজোয়ান
খাড়া করি নীচ কান,
আত্মত্যাগেই গুপ্তাবসান
নয় যতন করিয়া জান।
তাই কররে সমিলে কর
কোকিলের সন্ধান,
পৃথ্বীর বুকে তুলবো মোরা
তৃপ্তির কলতান।
১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৯
মাহমুদুর রহমান বলেছেন: কেমন আছে প্রিয় রাজীব ভাই।
২| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৬
বিজন রয় বলেছেন: দেশে মুখ খোলার লোকের বড়ই অভাব!
+++++
১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২০
মাহমুদুর রহমান বলেছেন: যাবে যাবে যাবে দেখা এক আকাশ রোদ্দুর ধূলায় সব মিলিয়ে যাবে ঘোর আছে যতদূর
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: ভালো।