![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
হাড়ার ব্যাক্তে জিগায় রে
আম্নেগো বাড়ি-ঘর কোনাই?
উত্তর কি দিতাম হায় রে
সাড়ে তিন আঁত মাডি?
আইজ আইছি দুনিয়াতে
কাইল জাইয়ামগিন চলি,
মুসাফিরের ঘর-বাড়ি
এই দুনিয়া ছাড়ি।
কাইন্তে কাইন্তে মাহমুদ কয়
এন্নে আর কতকাল চইলবি?
ইব্লিশ্যার হওঁত ছাড়ি কবে
আল্লাহর হওঁতো আঁটবি?
এমন অইবো আগে জাইনলে
আল্লাহরে কইতাম,
যাইতাম না দুনিয়াতে
তোমার কাছে থাইক্কাম।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর।