![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
১।
লোকে বলে আমি রসিক কম সিরিয়াস বেশী।সত্যি বলতে অর্থহীন কথা বলার সময় আমার নেই।
২।
মিস্টার বিন নাটকের মূল চরিত্র "রোয়ান অ্যাটকিনসন" এর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখে বিস্মিত হই। আর সেই ব্যাপারটা হলো "সময়"।তিনি সময়ের কাজ সময়ে না করলে স্বস্তি পেতেন না।অস্থির হয়ে উঠতেন!তার কার্যকলাপ দেখে স্মরন করলাম সেই স্কুল আর কলেজ জীবনের কথা।সময় মত উপস্থিত থাকতাম না বলে অপমান আর ক্রোধের দাবানল বয়ে যেত আমার ওপর দিয়ে।
৩।
হযরত মুহ'ম্মদ (সঃ) এর সাথে আমার সম্পর্ক ভালোবাসার।তবে আমাদের এই ভালোবাসার সম্পর্কে তিনি যেসকল অবদান রেখেছেন তার পরমানু পরিমান আমি কখনোই পরিশোধ করতে পারবো না।হে আল্লাহ তোমার প্রতি অনিঃশেষ ভালোবাসা এই জন্য যে তুমি আমাকে সৃষ্টি করেছ এবং এমন একজন মানুষকে আমার শিক্ষক করেছ।
৪।
জ্ঞানবুদ্ধি হবার পর একটা সময় মাতৃভাষায় সমান্তরালভাবে কথাই বলতে পারতাম না।এখন আমি সেটা বিদ্যুৎ গতিতে বলতে পারি।আলহা'মদুলিল্লাহ!
৫।
আমি কোন মানুষকে বন্ধু হিসেবে গ্রহন করি না।কারন জীবনের মতই এই বন্ধুত্বের সম্পর্ক একদিন ফুরিয়ে যাবে।তবে আমি কিন্তু দায়িত্ববোধ থেকে মানুষকে মূল্যায়ন করি!
৬।
আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে গরীব।আচ্ছা যে ব্যক্তি এখন পর্যন্ত নিজের হাতে উপার্জন করা শেখেনি সে কি করে ধনী হয়?
_মাহমুদুর রহমান।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৩
মাহমুদুর রহমান বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
২| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১২
শাহিন বিন রফিক বলেছেন:
দার্শনিক কথাবার্তা আমার আবার মাথার উপর দিয়ে যায় তবে পড়তে খুব ভাল লাগে। বুঝি আর না বুঝি শব্দ চয়ণে মুগ্ধ করি নিজেই নিজেকে।
লেখায় +++
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪
মাহমুদুর রহমান বলেছেন: বাহ!
৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো বলেছেন ।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কথা বলা আমার দায়িত্ব।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: - পাল্টা আঘাত নয়
- ক্ষমা করে দেওয়াই সবচেয়ে বড় প্রতিশোধ
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৬
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৯
সাইফ নাদির বলেছেন: অনেক ভালো লিখেছেন