![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
চুপ চুপ চুপ কর
কোন ধ্বনি নয়,
করোনা এসেছে দেখ
সবে দূরে দূরে রয়।
কি একটা ভাইরাস এনসিওভি
ধরলে ছাড়ায় ক্রমে,
নাই কোন প্রতিরোধ
ক্ষমতা কি রে!
ওরে বাব্বাহ আমি বান্ধা
বাজারে যাওয়া মানা,
কর্তা বলে দিয়েছে
বিনাদেশে কোথাও যাবেনা যাওয়া।
মাথায় আসে না আমার
এখন কি করি,
ফন্দী এঁটেছে তাই
দুই হাত আকাশে তুলি।
অতঃপর বলি,
ওগো আল্লাহ মোরা বান্দা
এবার করো ক্ষমা,
মিথ্যার জালে ডুবে
মোরা করেছি অনেক গুনাহ।
তুমি মেহেরবান দয়ালু খুব
আর হবে না,
হাজারও খোশ আমোদে কভুও
ভুলে যাব না।
১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০০
মাহমুদুর রহমান বলেছেন: আমীণ।
২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: করোনা থেকে আল্লাহু আমাদের মুক্তি দেও ।
৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখেছেন । আল্লাহু আমাদের ক্ষমা করুক ।
৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৮
নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: আজ শবে বরাতের রাতে সবার জন্য দোয়া। জীবন যেনো অর্থপূর্ণ হয়। মৃত্যু হোক সম্মান, স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা আর মায়াময়।করোনামুক্ত হোক পৃথিবী।