নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ঃ মেক্সিকান "মাদক সম্রাট" এর প্রাসাদের অভ্যন্তরে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯











































মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

অদিব বলেছেন: ট্যাকা...ট্যাকা...ট্যাকা... :D :D :D

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

অগ্নিপাখি বলেছেন: খালি টাকার পাহাড়। :D :D

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

একজন ঘূণপোকা বলেছেন: খাইসে


সাথে একটু বর্ননা থাকলে ভালো হত

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

অগ্নিপাখি বলেছেন: আসলে বিস্তারিত কিছু পাই নি।
চেষ্টা করবো বিস্তারিত বর্ণনা দিতে।
ধন্যবাদ আপনাকে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

রহস্যময় শিশির বলেছেন: এতো ট্যাকা রাইখা এই ব্যাডা ঘুমায় ক্যাম্বায় ? :|| :||

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

অগ্নিপাখি বলেছেন: ট্যাঁকার বিছানায় ঘুমায় B-))

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়ার কি দুদকে যোগদান করার সম্ভাবনা আছে ?? ;)




অ.ট.- আপনার এই পোস্টটি মনে হয় দুইবার এসেছে। একটু চেক করে দেখবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

অগ্নিপাখি বলেছেন: পোস্টটি ভুলে দুবার চলে এসেছে।
দ্বিতীয়টা মুছে দিয়েছি।
ভালো থাকবেন।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৬

হাতীর ডিম বলেছেন: খাইছে!!! B:-) B:-) B:-)

কেন্দ্রীয় ব্যাংক, জাদুঘর, চিড়িয়াখানা, আস্ত্রাগার সব একবারে নিয়ে বসছে দেখি। মালিকের নাম কি??? B:-/

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

অগ্নিপাখি বলেছেন: নামটা ঠিকভাবে খুঁজে পাইনি।
পেলে দিয়ে দিবো।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ওরররে ..... পিস্তলের নকশা করা বাট দেখিয়া মন মজিয়া গেলু ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

অগ্নিপাখি বলেছেন: পিস্তলের নকশাগুলো সেরকম ।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এত টাকা দিয়া আমি কি করমু?

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

অগ্নিপাখি বলেছেন: টাকার সমুদ্রে সাতার কাটলে মন্দ হয় না। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.