নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজই হতে পারে জীবনের শেষ দিন

সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন

কসমিক- ট্রাভেলার

মানুষ আলোকিত হোক, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, জীবনের লক্ষ্য পরিস্কার হোক। সততা ও দক্ষতার সমন্বয় হোক । সৃজনশীলতা ও কল্যাণচিন্তায় মেধা বিকশিত হোক। ধনী গরীবের বৈষম্যমুক্ত সমঅধিকার নিশ্চিত হোক, সবার স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত হোক।সত্যিকারের চেতনা জাগ্রত হোক, অবিদ্যা ও কুসংস্কার দূর হোক। অন্যায় অবিচার,নির্যাতন অমানবিকতা,দূষণ, ভেজাল ও দুর্নীতির কালো দরজা বন্ধ হোক। সাহসী পদক্ষেপ, ত্যাগ আর সত্যের দৃঢ়তায় জীবন কর্মময় হোক। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রকৃতিবাদী জনদরদী সমাজ প্রতিষ্ঠিত হোক।স্বধর্মচর্চা ও সাধনায় জীবন শুদ্ধ হোক। শিষ্টাচার, সুবচন ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠুক পারস্পরিক সম্পর্ক। আবেগ,মমতা,প্রেম-ভালবাসার সিক্ততায় সুখী হোক সবার পরিবার। সুস্থতা, প্রশান্তি, ব্যস্ততা আর সুখে ভরে উঠুক সবার জীবন। স্বাভাবিক মৃত্যুতে সবার আত্বা প্রশান্তচিত্তে ফিরে যাক তার আপন ঠিকানায়।With death we start the next phase of our cosmic journey. I will prepare fully for the next journey.আমি একজন মহাজাগতিক মুসাফির, কিছুদিন এখানে আছি

কসমিক- ট্রাভেলার › বিস্তারিত পোস্টঃ

আজকের অটোশাজেশন - ৩

০১ লা জুন, ২০১৩ সকাল ১১:০৪

আমরা প্রতিদিন নিজের সম্পর্কে অনেক কিছুই বলি, এর কোনো কোনোটি আমাদের জন্যে উপকারী আবার কোনো কোনোটি ক্ষতিকর প্রভাব বিস্তার করে .



তাই এখানে কিছু পজেটিভ অটোশাজেশান তুলে ধরা হলো যেগুলো নিয়মিত চর্চা করলে আপনি নিজের ভেতরে ক্রমাগত ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন।

তাহলে শুরু করা যাক

০১. সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আমি সবদিক দিয়ে ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি।

০২. বোকা ও দূর্বলরাই অভিমান ও অভিযোগ করে, আমি বুদ্ধিমান। অভিযোগের কারণ দূর করতে আমি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করছি।



০৩. যখন আমাকে কেউ দেখছেনা, তখন আমি যে কাজ করি তাতেই আমার আসল চরিত্র প্রকাশ পায়। এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করছি।



০৪.শেষ পর্যন্ত সবকিছুই আমার অনুকূলে আসবে, সেজন্যে আমি সবরের সাথে অপেক্ষা করবো।



০৫. আমি প্রশান্তিতে থাকতে চাই, প্রশান্তি নষ্ট করে- এধরনের কাজ করা থেকে আমি সবসময় বিরত থাকবো।



০৬. আমি সত্যিকারের ধার্মিক, আমার জীবন হবে আমার ধর্মের প্রতিচ্ছবি।



০৭. জীবনে সুখী হতে হলে অপ্রয়োজনীয় আনেক কিছু ভুলে যেতে হয়, আমি অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাবো।



০৮. যার কাছ থেকেই যতটুকু উপকার পাবো সেজন্যে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো।



০৯. আনন্দ কিংবা দু:খ- দুটোই আমি সহজভাবে গ্রহণ করবো, ফলে আমার জীবন হবে আনন্দময়।



১০. অপকারের বিনিময়ে উপকার করে আমি আমার আন্তরের ময়লা দূর করবো।



আজ এ পর্যন্তই

পড়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

সুত্র- সংগৃহীত

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৯

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: বেশ ভালো তো অটোসাজেশন গুলা। পোস্ট এ প্লাস। :)

০৯ ই জুন, ২০১৩ রাত ১:১১

কসমিক- ট্রাভেলার বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৭:৫০

নীল-দর্পণ বলেছেন: ১ম প্লাস

১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:২৭

কসমিক- ট্রাভেলার বলেছেন:



ধন্যবাদ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২০

ফাহিম ইসলাম বলেছেন: প্লাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.