নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

মোঃনাজমুল হাসান

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

মোঃনাজমুল হাসান › বিস্তারিত পোস্টঃ

স্বামী-স্ত্রীর মাঝে টেলিফোনে যৌনালাপ কি বৈধ?

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩২

প্রশ্ন- টেলিফোনে স্বামী-স্ত্রীর যৌনালাপে লিপ্ত হওয়া
এবং একে অন্যকে উত্তেজিত করা, যাতে তাদের একজনের অথবা উভয়ের বীর্যপাত ঘটে
( হাত ব্যবহার না করেই;কেননা হাত ব্যবহার করা
হারাম) – এরূপ করা কি বৈধ হবে? বিশেষ করে আমার স্বামী প্রায়শঃ সফরে থাকেন, ফলে প্রতি চার মাস পরপর আমাদের দেখা-সাক্ষাৎ হয়।

(এ-ধরনের প্রশ্ন শায়খ মুহাম্মাদ সালেহ আল
উসাইমীন -কে করা হয়েছিল।)


উত্তর- আলহামদুলিল্লাহ।এতে কোনো ক্ষতি নেই,
বরং এরূপ করা জায়েয।

প্রশ্ন: যদি হাত ব্যবহার করা হয়?

উত্তর : হাত ব্যবহারের বিষয়টি প্রশ্নাতীত নয়। হাত ব্যবহার শুধু তখন জায়েয যখন ব্যক্তি যিনা-
ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা করবে।

প্রশ্ন: তাহলে হাত ব্যবহার না করে হলে কোনো
অসুবিধা নেই?

উত্তর: হ্যাঁ। হাত ব্যবহার না করে হলে কোনো অসুবিধা নেই। পুরুষ যদি কল্পনা করে,সে তার স্ত্রীর সাথে আছে, তাতে কোনো সমস্যা নেই।তবে স্বামী-স্ত্রী উভয়কেই সতর্ক হতে হবে যেন তাদের আলাপচারিতা অন্য কেউ শুনতে না পারে।কেউ কান পেতে আছে কি-না সে ব্যাপারেও তাকে সতর্ক হতে হবে।


– শায়খ মুহাম্মাদ সালেহ আল উসাইমীন.

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৯

গাল্লু বলেছেন: বিয়া করবার মুঞ্চায় :`>

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০

এরিক ফ্লেমিং বলেছেন: শায়খ মুহাম্মাদ সালেহ আল উসাইমীন- এই পন্ডিত ব্যাক্তির পরিচয় জানাবেন?

বি:দ্র:- পোস্টের বিষয়বস্তুতে আগ্রহ নাই।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২

মোঃনাজমুল হাসান বলেছেন: শায়খ মুহাম্মাদ সালেহ আল উসাইমীন-একজন ইসলামী গ্রন্থকার।আর বেশি কিছু জানার দরকার আছে কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.