নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

মোঃনাজমুল হাসান

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

মোঃনাজমুল হাসান › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের গোপন যে সত্যগুলোছেলেদের অজানা!

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬

একজন ছেলের পক্ষে তার সঙ্গিনী কী চিন্তা করেন এবং কী ভাবেন তা খুঁজে বের করা অনেক বেশি কঠিন। ছেলেরা কিছুতেই বুঝতে পারেন না আসলে তার সঙ্গিনী কী বলতে চাইছেন। মেয়েরা অনেক বেশি মাত্রায় আবেগী হয়।
যার কারণে মেয়েরা অনেক কিছুই আচরণ প্রকাশ করতে চান, মুখে বলতে পছন্দ করেন না। কিন্তু ছেলেরা ঠিক এর উল্টোটা। ছেলেরা সব কথা মুখে বলতেই পছন্দ করেন এবং শুনতেও পছন্দ করেন। কিন্তুকি-ই বা করার আছে। এই কারণেই ছেলে ও মেয়ে সম্পূর্ণ আলাদা।
সমস্যা হলো মনের অজানা কথা বুঝতে না পারার কারণে মেয়েরা বেশিরভাগ সময় ছেলেদের উপর অভিমান করে থাকেন। এতে করে ঝামেলায় পড়েন ছেলেরা। তাই মেয়েদের মানসিকতা এবং মনোভাব সম্পর্কে কিছু তথ্যজেনে রাখা উচিৎ সকল ছেলেরই। এতে করে তার সঙ্গিনীকে বুঝতে বেশ সুবিধা হবে। এবং সঙ্গিনীও অভিমান কম করেই করবেন। চলুন তবে জেনে নেয়া যান মেয়েদের সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য।


তথ্য-১মেয়েরা ভালোবাসা প্রকাশ করাটা অনেক বেশি পছন্দ করে থাকেন। আপনি অনেক চাপা বা লাজুক স্বভাবের হলেও নিজেরভালোবাসা প্রকাশ করুন। সেটা যেভাবেই হোক। প্রশংসাকরুন, উপহার দিন কিংবা সরাসরি তাকে বলুন আপনি তাকে কতোটা ভালোবাসেন।

তথ্য-২অনেক সময়েই মেয়েদের অভিমান পুরোটাই থাকে অভিনয়। মেয়েরা মাঝে মাঝেঅভিমানের অভিনয় করে তার প্রেমিক বা স্বামীর পরীক্ষা নিয়ে থাকেন। তারাদেখতে চান তার অভিমানের মূল্য তার প্রেমিক বা স্বামীর কাছে কতোটুকু। তাইআপনি যদি নিজের সঙ্গিনীর অভিমানকে অবহেলা করতে চান তবে ভুল করবেন।

তথ্য-৩আপনার সঙ্গিনী যদি আপনার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনে বিরক্ত বোধ করেন এবং কথা ঘুরানোর চেষ্টা করেন তবে অবশ্যই আপনি সেই নামটি আর মুখে আনবেন না। কারণ বেশিরভাগ মেয়েরাই নিজের পছন্দের মানুষটির মুখ থেকেনিজের নামটি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের নাম শুনতে চান না একেবারেই।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: তাই বুঝি??????????????? জানতাম না'তো।

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩

মোঃনাজমুল হাসান বলেছেন: এখন তো জানলেন। বিশ্বাস না হলে নিজেই পরীক্ষা করে দেখুন। আমার কাছে পরীক্ষিত।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১

রওশন রাহাদ বলেছেন: যথার্থ !

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭

মোঃনাজমুল হাসান বলেছেন: আরও জানতে -www.facebook.com/najmulhasan.sagor.566

৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: ব্রেকাপ হয়ে গেছে ভাই| এগুলো বলে কাঁটা ঘাঁয়ে নুনের ছিটা দিচ্ছেন কেন!

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩

মোঃনাজমুল হাসান বলেছেন: আমি দুঃখিত, কষ্ট পাওয়ার জন্য

৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কবি বলেছেন, নারীর অন্তর বিধাতার অগোচর!

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮

মোঃনাজমুল হাসান বলেছেন: তা ঠিক, তবে এসব ব্যাপারে এতটা কঠিন না।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: কয়েক জায়গায় স্পেস ঠিকঠাক পরেনি| দেখে নিন

৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২১

আমি মিন্টু বলেছেন: চলুন তবে জেনে নেয়া যান মেয়েদের সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য।
জেনে নেওয়া যাক

আমার কুন প্রেমীকা নাই একটা প্রেমিকা জুটিয়ে দিতে পারবেন যে । :)

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১২

মোঃনাজমুল হাসান বলেছেন: আমি পারবো না,তবে আপনি মন খুলে বলে দিন;প্রেমিকা কপালে জুটে যাবেই।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুক ফাটেতো মুখ ফুটেনা
হায়রে অবুঝ নারী;
পেখনামি আর নখরামীতে
পিষ্ট হয়েই মরি :(

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩

মোঃনাজমুল হাসান বলেছেন: দারুণ বলেছেন। ধন্যবাদ।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১০

ইদুর ছানা বলেছেন: বুঝলাম.....

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৪

মোঃনাজমুল হাসান বলেছেন: আপনি বুঝেছেন, আমি খুশি হলাম। ধন্যবাদ।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৩

Blind বলেছেন: ভালো কিছু তথ্য পেলাম।ধন্যবাদ

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২১

মোঃনাজমুল হাসান বলেছেন: আপনাকে স্বাগতম।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২

অতঃপর হৃদয় বলেছেন: ভালই লিখছেন,, জেনে রাখলাম পরে কাজে লাগতে পারে

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

মোঃনাজমুল হাসান বলেছেন: পোষ্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

মোঃনাজমুল হাসান বলেছেন: পোষ্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.