![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও ললনা হায়!
তুই একটু কাছে আয়;
খানিক তোকে আদর করি মনের বিছানায়
ও ললনা হায়!
ও ললনা হায়!
তুই একটু কাছে আয়;
এ মন চায় তোকে আজ মনের আঙিনায়
ও ললনা হায়!
তুই একটু কাছে আয়।।
ও ললনা হায়!
তুই একটু কাছে আয়;
তোকে আজ লুকিয়ে রাখি মনের কোণায়
ও ললনা হায়!
ও ললনা হায়!
তুই একটু কাছে আয়;
একটু তোকে ভালবাসি মনের অজানায়
ও ললনা হায়!
তুই একটু কাছে আয়।।
ও ললনা হায়!
তুই একটু কাছে আয়;
মিষ্টি ঠোঁটে চুমু আঁটি মন যা চায়
ও ললনা হায়!
তুই একটু কাছে আয়।।
০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪
মোঃনাজমুল হাসান বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
২| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
কানিজ রিনা বলেছেন: ললনা যেযোন কাছে আছে তাকে আগে বিদায় দিন।
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
মোঃনাজমুল হাসান বলেছেন: বুঝতে পারলাম না। বুঝিয়ে বলুন। কাকে ছাড়বো???
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:১২
এম রাজু আহমেদ বলেছেন: এমন করে বললে কি আর ললনা না এসে পারে?
সাবলীল কথামালার কাব্যময় প্রকাশ।
প্রচণ্ড ভাল লাগলো পড়ে।
আমি নতুন।আমার পাতাতেও আসার আমন্ত্রন রইলো।