![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমানল
----------মোঃনাজমুল হাসান
প্রেমানল দহে নাহি সহে;পুড়িয়া গিয়াছে মন,
তীব্র জ্বালা,ক্ষত শত শত;যেন অনল প্লাবন।
স্ফীত বিরহের আগ্রাসনে অশ্রুজলে বান,
চঞ্চল মন প্রেমানলে পুড়িয়া হইয়াছে শশ্মান।
কর্ণযুগলও হারাইয়াছে শ্রাব্যতা;লাগিয়া গিয়াছে তালা,
বিচ্ছেদ আমায় পড়ায়ে দিয়াছে জ্যান্ত শীষার মালা।
অসহ্য উত্তাপে রক্ত কণিকারাও বিচলিত;হতবম্বিত,
হৃদপিন্ড অচল প্রায়;হইবেনা কি কণিকারা মিলিত।
আপাদমস্তক অবশ হইয়াছে যাতনার ব্যাড়া কলে,
শ্বাস প্রশ্বাসেও অসহ্য লাগিতেছে;যাইব বোধহয় চলে।
তপ্ত দহনে বাষ্পীভূত ভাবনাগুলো ছাড়িয়া দিয়াছে হাল,
জানি না অসহ্য প্রেমানল দহনে পুড়িব কত কাল।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩
মোঃনাজমুল হাসান বলেছেন: ধন্যবাদ, প্রিয়।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
আমি মিন্টু বলেছেন: ভালো লেগেছে কবিতা