নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে ভালোবাসার গল্প

I love you more than I can say... http://on.fb.me/ZU9ABE

ভালোবাসা

ভালোবাসার মানুষটাকে না বলা কথাগুলো এখানে লিখি। http://on.fb.me/ZU9ABE

ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

পরকাল না থাকলে ভালো হতো...

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭





এই মূহুর্তে, ঠিক এই মূহুর্তে আমার বুক ভীষণ ব্যথা করছে। আমার ছোটবেলা থেকেই বুকে হালকা ব্যথা ছিল। সিরিয়াস কিছু হলে হৃদপিণ্ড অনেক দ্রুত বিট করতে শুরু করতো। হার্ট ফাউন্ডেশন হাসপাতালে অনেকবার দেখানো হয়েছে। ডাক্তাররা তেমন কিছু খুঁজে পাননি। হার্টে কোনো সমস্যা কখনোই পাওয়া যায়নি। কিন্তু এই মূহুর্তে কেন যেন মনে হচ্ছে, কিছু কিছু সমস্যা কখনই কোনো মেশিনে ধরা পড়ে না।





ছোটবেলায় কী হতো জানি না, কিন্তু এখন কেন বুক ব্যথা করছে, তা বেশ ভালোই বলতে পারি।



সরাসরি বললে হয়তো তোমাকে দোষ দেয়া হবে। তোমাকে আমি দুষতে চাইনা। তোমার কোনো দোষ নেই। কেউ কারো সঙ্গে সুখী না হলে চলে যাবে সেটাই বোধহয় স্বাভাবিক। যদিও আমার মনে হয় তুমি আরেকবার ভেবে দেখতে পারতে, আসলেই তুমি আমার সঙ্গে সুখী হতে কি না।



গত তিন-চারদিন ধরে আমার রাতের ঘুমের ইতি ঘটেছে। রাতে না ঘুমানো একসময় বদঅভ্যাস ছিল। আর এখন রাতে ঘুমানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অবশ্য এটা গত কয়েকদিনে অনে বেড়ে গেছে। যেন সম্পর্কটা সবেমাত্র ভেঙেছে। বিশ্বাসই হয় না এতোদিন হয়ে গেছে। যেখানে মানুষ বলে সময়ের সঙ্গে সঙ্গে দুঃখ-কষ্টগুলো ম্লান হয়ে যায়, সেখানে আমার দুঃখ-কষ্টগুলো যেন আরও সজীব হয়ে ওঠে।



আমি বোধহয় অপেক্ষা করতে করতে ক্লান্ত। জানি না, কীভাবে বাকি জীবন কাটবে। যদি জানতাম, কবে মৃত্যু হবে, তাহলে "এই তো আর ক'টা দিন" বলে কাটিয়ে দিতে পারতাম। আর যদি জানতাম পরকাল বলে কিছু নেই, তাহলে হয়তো এটাই হতো আমার জীবনের শেষ সীমানা।



আমি আর পারি না। কষ্টের সীমা ছাড়িয়েছে অনেক আগেই। তোমার দেয়া কষ্ট নয়, জীবনের দেয়া কষ্ট। আমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। আমি একা নই, আমার পরিবারের সবাই করেছে। আমার ক্ষেত্রে সেটা জীবনের শুরু থেকেই শুরু ছিল আর কি।



সারপ্রাইজ ছিলে তুমি, যে কি না এতো কষ্টের মাঝে আশীর্বাদের মতো হয়ে এসেছিলে। চলেও গেছো সেই প্রভাব রেখেই। আজ আমি যদি একটা ভালো কাজ করি, তার পেছনে আছে তোমার দেয়া মানসিক প্রেরণা। আজ যদি আমি একটা খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাই, তার পেছনে রয়েছে তোমার স্মৃতি। আমি ভাবি, তুমি যদি থাকতে, তাহলে কি আমার এটা করা মেনে নিতে?



আমি আর পারি না। গভীর রাতে কাঁদতে আর ভালো লাগে না আমার। আমার জীবনের কষ্টগুলো থেকে পালানোর পথ যখন বের করেছিলাম, তখন তুমি এসে হাজির হলে। আর এখন তুমি চলে গিয়ে আমাকে দ্বিধা-দ্বন্দ্বে রেখে গেলে। যদি আবার পালাই, তারপর যদি তুমি কোনোদিন ফিরে আসার কথা ভাবো?



কিন্তু তবুও সহ্য করতে পারি না। শেষ মূহুর্তে মনে হয়, আর সম্ভব না। পুরনো সেই পথ ধরে শেষ সীমানায় চলে যেতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় কেমিক্যালগুলো পাচার করে দেই শিরা-উপশিরায়।



শেষ মূহুর্তে এসে থমকে দাঁড়াই। ভয় হয় সৃষ্টিকর্তার।



সত্যিই, পরকাল না থাকলে অনেক ভালো হতো।



http://on.fb.me/X8uQBE

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

ভিয়েনাস বলেছেন: ভাইরে যে চলে গেছে সে তো ভালোই আছে শুধু শুধু আপনি এতো কষ্ট পাচ্ছেন। ভুলে যান নয়তো সাইডে রেখে সামনের দিকে এগিয়ে যান।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

ভালোবাসা বলেছেন: আই উইশ সেটা যদি পারতাম!

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: সারপ্রাইজ ছিলে তুমি, যে কি না এতো কষ্টের মাঝে আশীর্বাদের মতো হয়ে এসেছিলে। চলেও গেছো সেই প্রভাব রেখেই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

ভালোবাসা বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.