![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষটাকে না বলা কথাগুলো এখানে লিখি। http://on.fb.me/ZU9ABE
ইদানীং তোমাকে অনেক বেশিই মনে পড়ে। জানি না কেন তোমাকে এতো বেশি মনে পড়ছে। তোমাকে আমি সবসময়ই অনেক ভালোবেসেছি। তুমি চলে যাবার পরও তোমার প্রতি আমার ভালোবাসা একবিন্দু পরিমান কমেনি। কিন্তু সম্ভবত "তুমি আসবে" এই বিশ্বাসের জোরে কষ্টটা নিষ্ক্রিয় হয়ে ছিল। কিন্তু যতই দিন যাচ্ছে, ততোই এই বিশ্বাসটা মিথ্যের দিকে মোড় নিচ্ছে। আর ততোই তোমাকে বেশি মনে পড়ছে।
তোমাকে বেশি মনে পড়ার পেছনে আরেকটা কারণ হতে পারে আমার জীবনে ঘটে চলা অবর্ণনীয় ঘটনাগুলো। জানোই তো, মানুষ যখন এমন সব দুঃখের সামনা-সামনি হয় যেগুলো নিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না, ঠিক তখনই সে তার সবচেয়ে কাছের মানুষকে মিস করতে শুরু করে।
কষ্ট শেয়ার করলে কমে তা সবারই জানা কথা। আর আমার জীবনের এই অবর্ণনীয় দুঃখগুলোয় ভাগ বসিয়েছিলে তুমি নিজেই। তুমিই আমাকে প্রেরণা জুগিয়েছো। হ্যাঁ, আমার বন্ধুমহলে যারা এতটুকু জানে যে আমি একজনকে ভালোবাসি যে আমাকে ছেড়ে গেছে অনেক আগে, তারা আমার সঙ্গে একমত নয়। তারা বলবে, আমি আজ যেই অবস্থানেই আছি, সেটা আমার নিজের মনের জোরে আছি। তুমি তো আমাকে কষ্টে রেখে আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলে!
কিন্তু আমি আমার বন্ধুমহলের সঙ্গে একমত নই। আমি জানি তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা হয়তো সঠিক। কিন্তু আমার মনের কথা তো আমার চেয়ে ভালো কেউ জানে না, তাই না? আর আমি তাই জানি যে, আমার ভেঙে যাওয়া আত্মবিশ্বাস জোড়া লাগানোর পেছনে কার অবদান। আমার এতো দুঃখ-কষ্টের মাঝে এগিয়ে যাওয়ার প্রেরণা কার যোগানো।
আশা করি তুমিও জানো যে, তুমিই সেই মানুষ, যে আমাকে আজও ভালো থাকতে, সুস্থ আর সুস্থির থাকতে সাহায্য করে চলেছো। তোমার নিজের অজান্তেই।
ইদানীং বড় একা লাগে। চারপাশের মানুষগুলোর মাঝে নিজের অবস্থান খুঁজে পাই না। বারবার ঘুরেফিরে মনে পড়ে বছর আগের সেই দৃশ্যগুলো। সেইসব স্মৃতি। নিজেকে মনে হয় বড় একা। এই একাকীত্বের মাঝেও জড়িয়ে রয়েছো তুমি। ভালোবাসার এক অদৃশ্য বন্ধনে তোমাকে আমি একাকীত্বের মাঝেও ধরে রাখবো, সবসময়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩
shfikul বলেছেন: মন খারাপ হয়ে গেল লেখাটা পড়ে।আজ একটা কবিতাও লিখেছি হয়তো এমনই একজন বিষাদময় মানুষকে নিয়ে।পড়ে দেখতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০
দূরে থাকা মেঘ বলেছেন: ভালো লাগলো,খুব